For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২১ দিনের লকডাউনে মানুষের দাবি মেনে ফের সম্প্রচার করা হবে রামায়ণ

২১ দিনের লকডাউনে মানুষের দাবি মেনে ফের সম্প্রচার করা হবে রামায়ণ

Google Oneindia Bengali News

দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে ২১ দিনের জন্য। করোনাভাইরাসের সংক্রমণকে পরবর্তী পর্যায়ে যেতে না দেওযার জন্য কড়া হাতে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। কিন্তু সাধারণ মানুষকে বোঝানোই দায়। বারবার করে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে কাউকে না বেরোনোর নির্দেশ দেওয়া হলেও, সেটা অনেকেই মানতে চাইছেন না। তাই মানুষকে ঘরে আটকে রাখার একটা নতুন উদ্যোগ নিয়েছে কেন্দ্র। উদ্যোগ নতুন হলেও, উপাদান কিন্তু অনেক পুরনো।

শনিবার থেকে দুরদর্শনে রামায়ণ

শনিবার থেকে দুরদর্শনে রামায়ণ

মানুষের চাহিদাকে মাথায় রেখে শনিবার থেকে পৌরানিক গল্প ‘‌রামায়ণ'‌-এর পুনঃপ্রচার শুরু হবে দুরদর্শনে। শুক্রবার এমনটাই জানিয়েছেন যে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। এই সিন্ধান্তের আগে সোশ্যাল মিডিয়ায় অনেকেই রামানন্দ সাগর পরিচালিত রামায়ণ ও বি আর চোপড়া পরিচালিত মহাভারত দেখানোর দাবি জানিয়েছিলেন এই ২১ দিনের লকডাউনে। এ বিষয়ে প্রসার ভারতীর সিইও শশী শেখর দু'‌দিন আগেই জানিয়েছিলেন যে তাঁরা এ বিষয়ে ভেবে দেখবেন। শুক্রবারই এ ব্যাপারে টুইট করে জানান জাভড়েকর। তিনি বলেন, ‘‌আমরা শনিবার থেকে রামায়ণের সম্প্রচার পুনরায় শুরু করছি। রোজ দু'টো করে পর্ব হবে। সকাল ৯টা থেকে ১০টা আর রাত ৯টা থেকে ১০টা।'‌

প্রসার ভারতীর ধন্যবাদ কেন্দ্রকে

প্রসার ভারতীর ধন্যবাদ কেন্দ্রকে

প্রসার ভারতীর সিইও জাভড়েকর ও সাগর পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন এ বিষয়ে। তিনি এ বিষয়ে টুইটে বলেন, ‘‌ডিডি অফিসারদের একটি দল, তাঁদের বাড়ি ও পরিবার থেকে দূরে থেকেও গতকাল এবং সারা রাত ধরে কাজ করেছেন। মহাকাব্যটি দেখার জন্য দর্শকদের অপরিসীম দাবির জবাবে যুদ্ধকালীন ভিত্তিতে পুরো দল কাজ করেছেন।'‌ প্রসার ভারতীর সিইও শশী শেখর জানিয়েছেন, অনেক দর্শকই সম্প্রতি তাঁদের কাছে রামায়ণ ও মহাভারত নতুন করে দেখানোর জন্য অনুরোধ করেছেন। রামায়ণের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হলেও, মহাভারতের ব্যাপারে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে সেটারও পুনঃসম্প্রচার শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে।

রামায়ণ দেখতে উৎসুক দর্শক

রামায়ণ দেখতে উৎসুক দর্শক

১৯৮৭ সালে যখন এই রামায়ণের সম্প্রচার হয়েছিল প্রথমবার তখন নাকি সিরিয়াল চলার সময়ে রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত। সকলে এতটাই গুরুত্ব দিয়ে সেই সিরিয়াল দেখতেন, যে ওই সময়ে কেউ পথে বেরোতেন না। সেই সিরিয়ালকেই ফের তুরুপের তাস করতে চলেছে কেন্দ্র। প্রসঙ্গত এই সময় অনেক সিরিয়ালের শুটিংও বন্ধ, তাই লকডাউনে রামায়ণ দেখার মজা অনেকেই পাবেন। বিশেষ করে বয়স্ক মানুষরা। এই রামায়ণে রামের চরিত্রে অভিনয় করেছিলেন অরুণ গোভিল ও সীতার চরিত্রে ছিলেন দীপিকা চিখালিয়া।

English summary
ramayan will be aired on the demand of the people in a lockdown of 21 days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X