For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রচনার টেলিভিশন জার্নিটা ঠিক কেমন ছিল, দেখে নিন

রচনার টেলিভিশন জার্নিটা ঠিক কেমন ছিল, দেখে নিন

  • |
Google Oneindia Bengali News

টলিউড জগতে অভিনেত্রীদের মধ্যে এক অন্যতম নাম রচনা ব্যানার্জী। কাটায় কাটায় ঘড়িতে যখন বিকাল ৫ টা, ঠিক তখন হাতে রিমোট নিয়ে গৃহবধূ থেকে দিদা-দাদুরা বসে পড়ে 'দিদি নং 1’ দেখতে। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন তিনি। তিনি সবার খুব প্রিয়।

কীভাবে ঝুমঝুম থেকে রচনা হলেন

কীভাবে ঝুমঝুম থেকে রচনা হলেন

অভিনেত্রী রচনার ব্যানার্জীর জন্ম ১৯৭৪ সালের ২ অক্টোবর। তাঁর আসল নাম ঝুমঝুম ব্যানার্জী। তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র দান প্রতিদানে (১৯৯৩)। যেখানে তার নাম হয়েছিল রচনা। তার পর থেকেই তিনি এই নামে জনসমাজে পরিচিত তিনি।

অভিনয় করেন বিগ বির সঙ্গে

অভিনয় করেন বিগ বির সঙ্গে

৯০-এর দশকে ভারতীয় বাংলা চলচ্চিত্রে আসা নায়িকাদের মধ্য তিনি প্রথমসারির নায়িকা হিসাবে জনপ্রিয়তা পান। বিখ্যাত নায়িকার কর্মজীবন শুরু হয় ১৯৯০ সাল থেকে। বাংলার পাশাপাশি ওড়িশ্যা চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। এছাড়াও তিনি বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের সঙ্গেও অভিনয় করেছেন তিনি। পাশাপাশি তিনি দক্ষিণ ভারতের উপেন্দ্র ও চিরঞ্জীবের সাথেও অভিনয় করেছেন। বিখ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে ৩৫টি চলচ্চিত্রে জুটি বেধেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তিনি টেলিভিশন অনুষ্ঠান 'দিদি নাম্বার ১' এর সঞ্চালনা করেন তিনি।

অভিনেত্রীর পুত্রের নাম প্রনিল বসু

অভিনেত্রীর পুত্রের নাম প্রনিল বসু

বিখ্যাত অভিনেত্রী রচনার ব্যানার্জী ২০০৪ সালে সিদ্ধার্থ মহাপত্রকে বিয়ে করেন। তারপর ২০০৫ সালে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। তারপর তিনি ওড়িশ্যা চলচ্চিত্র ছেড়ে দেন। ২০০৬ সালে প্রবাল বসু বিয়ে করেন টলি অভিনেত্রী। তাদের পুত্র সন্তানের নাম প্রনিল বসু।

‘দিদি নং 1’ এ কীভাবে নাম করেন তিনি

‘দিদি নং 1’ এ কীভাবে নাম করেন তিনি

২০১০ সালে ডান্স বাংলা ডান্স'-এর বিচারকের আসনে দেখা গিয়েছল অভিনেত্রীকে। এরপর জি বাংলার তরফে রচনাকে টেলিভিশনে সঞ্চালনার জন্য অফার করা হয়। তাতে তিনি সম্মতি জানিয়েছিলেন। এরপর রচনা টিভির পর্দায় তৈরি করেছেন এক অনবদ্য ইতিহাস।

কোন সময়ে কেরিয়ারে বিরতি টেনে ছিলেন তিনি

কোন সময়ে কেরিয়ারে বিরতি টেনে ছিলেন তিনি

২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত ছেলের জন্য একটি বিরতি টানতে হয়েছিল রচনাকে। এরপর বেশ কয়েকটি ফিল্মে অভিনয় করলেও ভালো চরিত্র পাচ্ছিলেন না রচনা। 'দিদি নং 1'-এর প্রস্তাব আসে অভিনেত্রীর কাছে। PR ছাড়াই সফল হয়েছেন তিনি 'দিদি নং 1'এ। কিন্তু রচনা কাউকে ফোন করে কাজ চাওয়ার একেবারেরই বিরোধী। তাঁর মতে, তাঁর PR ভালো নয়। কিছুদিন আগে অভিনেত্রী তার পিতাকে হারিয়েছেন। যার জেরে তিনি কিছুদিন দিদি নং ১ থেকে সরেছিলেন। কিন্তু বর্তমানে তিনি আবারও দিদি নং ১ এর সেটে ফিরেছেন।

অভিনেত্রীর পাওয়া পুরস্কারগুলি কি কি

অভিনেত্রীর পাওয়া পুরস্কারগুলি কি কি

অভিনয়ের জন্য রচনা ব্যানার্জীকে অনেক সময় পুরস্কার দেওয়া হয়েছিল। পুরস্কারগুলি হল কলাকার পুরস্কার, ভারত নির্মাণ পুরস্কার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রদত্ব বিশেষ চলচ্চিত্র পুরস্কার, ওড়িশ্যা রাষ্ট্রীয় চলচ্চিত্র পুরস্কার, ইটিভি বাংলা চলচ্চিত্র পুরস্কার, টেলি সম্মান পুরস্কার।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

English summary
rachna banerjee is one of the leading actresses in the world of tollywood
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X