বিগ বস থেকে বাড়িছাড়া হলেন ওয়াইল্ড কার্ড এন্ট্রি নয়না সিং
কয়েকদিন আগেই ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়েছিল অভিনেত্রী নয়না সিংয়ের। কিন্তু সেভাবে বাড়ির সদস্যদের সঙ্গে খাপ খাওয়াতে পারেননি নিজেকে তথা দর্শকদেরও মন জয় করতে অসফল হয়েছেন। আর জেরে রবিবার বিগ বস ১৪–এর সঞ্চালক সলমন খান এভিক্ট করলেন নয়না সিংকে। গত সপ্তাহে নয়নার সঙ্গে নমিনেটেড হয়েছিলেন রাহুল বৈদ্য ও শার্দুল পণ্ডিত।

নয়না বিগ বসে প্রবেশ করার পর খুব আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি এই বাড়িতে টিকে যাবেন শেষ পর্যন্ত। কিন্তু তাঁর ছোট্ট সফরে তিনি বিগ বসের বাড়িতে খুব কমই দেখা যেতেন। বিগ বসে প্রবেশের আগে তিনি সাংবাদিকদের এক সাক্ষাতকারে জানিয়েছিলেন যে তিনি এই বাড়িতে আরও মজা ও বিনোদন যুক্ত করবেন। এর আগেও তিনি যখন স্প্লিটভিলা শোয়ে ছিলেন তখন অন্যান্য প্রতিযোগীদের নয়না হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখোমুখি করিয়েছিলেন। কিন্তু বিগ বসের বাড়িতে নয়নার সেই ম্যাজিক চলে নি।
কুমকুম ভাগ্যের অভিনেত্রীর সঙ্গে দর্শক কোনও যোগ স্থাপন করতে পারেনি, যদিও তিনি অনেক দেরি করে বাড়িতে প্রবেশ করেছিলেন। এর আগে বিগ বস থেকে বেড়িয়েছেন সানা গুরপল, নিশান্ত সিং মালকানি, কবিতা কৌশিক।
দিওয়ালির আগে আলোর রোশনাই, শেয়ারবাজারে 'আচ্ছে দিন'! সর্বকালীন রেকর্ড ভাঙল সেনসেক্স