For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌‌‌ফিরে দেখা ২০২০:‌ লকডাউনে বাড়ি বসে ভারতীয়রা সবচেয়ে বেশি খুঁজেছেন এই দশটি সিনেমা ও টিভি শোগুলিকে

ভারতীয়রা সবচেয়ে বেশি খুঁজেছেন এই দশটি সিনেমা ও টিভি শোগুলিকে

Google Oneindia Bengali News

২০২০ সাল বিশ্ববাসীর কাছে খারাপ হলেও ভার্চুয়াল জগতের কাছে তা খুশির বছরে পরিণত হয়েছে। মহামারির কারণে ভারতীয় পরিবাররা ঘরের মধ্যেই নিজেদের বিনোদনের খোরাক খুঁজে নিয়েছেন। ইয়াহু সার্চে এ বছর ব্যবহারকারীরা বিভিন্ন বিষয়ে খোঁজ–খবর নেওয়ার মধ্যে সবচেয়ে বেশি সিনেমা ও টিভি শোগুলি খুঁজেছেন। সেরকমই ১০টি সিনেমা ও টিভি শো গুলি হল:‌

তারক মেহতা কা উল্টা চশমা

তারক মেহতা কা উল্টা চশমা

বিভিন্নবার অভিনেতা-অভিনেত্রীদের পরিবর্তন, অসন্তুষ্ট অভিনেতা ও সেটে সমস্যা, এর সঙ্গে যুক্ত হয়েছে শোয়ের কলাকুশলীদের করোনায় আক্রান্ত হওয়া। কিন্তু এত সমস্যার পরও ‘‌তারক মেহতা কা উল্টা চশমা'‌ ক্রমাগত টিআরপি তালিকায় শীর্ষ স্থান দখল করে রয়েছে এবং সার্চ তালিকাতেও প্রথম স্থানে। এটা সত্যি কথা যে লকডাউনের গৃহবন্দী জীবনে মানুষের একঘেঁয়েমি জীবন যাপনে অনেকটাই হাসি এনে দিয়েছে ‘‌তারক মেহতা কা উল্টা চশমা'‌ ও কপিল শর্মার শো। এই দুই জনপ্রিয় শোকে ঘিরেই বিতর্কের সৃষ্টি হয়েছে।

মহাভারত

মহাভারত

স্টার প্লাসের ‘‌মহাভারত'‌ এ বছরের সবচেয়ে চর্চিত টিভি শো। লকডাউনের সময় এই শোটি পুনরায় সম্প্রচার করা হয়। এর সঙ্গে দেখানো হয় শ্রী কৃষ্ণ ও রামাযণও। এটি সবচেয়ে বেশি দর্শকদের পছন্দের তালিকায় চলে এসেছিল লকডাউনের সময়, যা ইতিহাস সৃষ্টি করেছে।

দিল বেচারা

দিল বেচারা

২০২০ সালে সম্ভবত সবচেয়ে প্রত্যাশিত সিনেমা ‘‌দিল বেচারা'‌। এটি প্রয়াত সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি, সুশান্তের ভক্ত ও অনুগামীরা সকলে এই ছবির প্রতি তাঁদের ভালোবাসা দেখিয়েছেন।

রামায়ণ

রামায়ণ

লকডাউনের সময় পৌরাণিক শোগুলিকে ফের ফিরিয়ে আনা সরকারের দারুণ কৌশল ছিল মানুষকে বাড়িতে রেখে দেওয়ার। রামানন্দ সাগরের ছেলে মতি সাগর, যিনি রামায়ণ শোটি তৈরি করতে বাবাকে সহায়তা করেছেন, তিনি এই সিরিয়ালের সফলতা সম্পর্কে বলেন, ‘‌মহামারির সময়, সকলেই আতঙ্কের মধ্যে ছিলেন, সেটা স্বীকার করুক বা না করুক। এই সময় তাঁরা এমন কিছু দেখতে চাইছিলেন যেখান থেকে তাঁরা শক্তি সঞ্চয় করে ভয়ের সঙ্গে লড়াই করতে পারেন। আর ইশ্বর বা পৌরাণিক শোগুলি সরাসরি আমাদের দেশের মানুষের সঙ্গে যোগসূত্র স্থাপন করতে পারে।'‌

দ্য কপিল শর্মা শো

দ্য কপিল শর্মা শো

নতুন এবং আরও উন্নতভাবে ফিরে এসেছেন কপিল শর্মা, বিয়ে এবং বাবা হওয়ার পর থেকে কপিল আরও বেশি তরতাজা। সম্প্রতি কপিল শর্মা একটু অস্বস্তিতে পরেছিলেন যখন তাঁর শোয়ের অংশগ্রহণকারী ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষকে মাদক সেবনের জন্য গ্রেফতার করা হয়।

বাগি ৩

বাগি ৩

টাইগার শ্রফের সাম্প্রতিকতম মুক্তি পাওয়া ছবি বাগি ৩ সিনেমা হলে আসার কিছুদিনের মধ্যেই করোনা ভাইরাসের কারণে লকডাউন শুরু হয়, যার জেরে সিনেমা হল বন্ধ হয়ে যায়। ৯৩ কোটি টাকার সিনেমা আশা করেছিল বক্স অফিস থেকে আরও বেশি পরিমাণে উপার্জন করার। কিন্তু তা হয়ে ওঠেনি। তবে টাইগার শ্রফ জানিয়েছেন সিনমাটি পুনরায় সিনেমা হলে মুক্তি করানো হবে।

বিগ বস

বিগ বস

বিগ বসের এ বছরের শোটি চলছে জোরকদমে। তবে বিগ বসের ভক্তরা পুরনো বিগ বসের সিজনগুলি খুঁজছেন। একটি শোয়ের মধ্যে নাটক, ভালোবাসা, লড়াই, ঝগড়া ভারতীয় দর্শককে পুরো মনোরঞ্জন করে।

স্ট্রিট ডান্সার থ্রিডি

স্ট্রিট ডান্সার থ্রিডি

বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুর, প্রভু দেবা ও নোরা ফতেহি অভিনীত স্ট্রিট ডান্সার থ্রিডি ২০২০ সালের নাচ-ভিত্তিক ছবি যার পরিচালক রেমো ডি'‌সুজা। এ বছরের জানুয়ারি মাসে ছবিটি মুক্তি পায়।

শকুন্তলা দেবী

শকুন্তলা দেবী

এ বছরের সেরা ছবি ‘‌শকুন্তলা দেবী'‌তে বিদ্যা বালন অভিনয় করেছেন মানব কম্পিউটার নামে খ্যাত শকুন্তলা দেবীর চরিত্রে। শকুন্তলা দেবী খুব দ্রুত অঙ্ক কষতে ও দুর্দান্ত গণিতজ্ঞ ছিলেন, এর পাশাপাশি তাঁর চিন্তাধারা ছিল খোলামেলা।

‌ মির্জাপুর

‌ মির্জাপুর

১০ নম্বরে রয়েছে মির্জাপুর। যাকে ভারতের ‘‌গেম অফ থ্রোনস অফ ইন্ডিয়া'‌ বলা হয়।

English summary
most searched movies and tv show in 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X