For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অর্থমনর্থম! কৌন বনেগা ক্রোড়পতির ৫ কোটিতেই ছারখার চম্পারণের সুশীলের জীবন

অর্থমনর্থম! কৌন বনেগা ক্রোড়পতির ৫ কোটিতেই ছারখার চম্পারণের সুশীলের জীবন

  • |
Google Oneindia Bengali News

কোটিপতি হওয়ার স্বপ্ন কে না দেখে! আর সেই স্বপ্নকে সত্যি করতেই ভারতীয় টেলিভিশনের পর্দার অন্যতম চর্চিত গেম শো কৌন বনেগা ক্রোড়পতি-তে অংশ নেওয়ার জন্য এক সময় মরিয়া হয়ে থাকত হাজার হাজার মানুষ। তাদের একজন কেবিসির ইতিহাসের অন্যতম চর্চিত বিজেতা চম্পারণের সুশীল কুমার।

৫ কোটিই কাল

৫ কোটিই কাল

২০১১ সালে এই শো থেকেই তিনি জেতেন ৫ কোটি টাকা। কিন্তু কোটিপতি হওয়ার পরেই যে তাঁর জীবনে বদলে যাবে সেটাই স্বাভাবিক। কিন্তু উন্নতির শিখরে উঠেও আশঙ্কার কালো মেঘ আর হাতাশা ক্রমেই গ্রাস করতে শুরু করে সুশীল কুমারকে। জীবন সঙ্কট দূর হওয়ার পরিবর্তে বরং অনেক বেশি কঠিন হয়ে গিয়েছিল তাঁর জীবন। সেই চ্যালেঞ্জের কথাই সম্প্রতি এক ফেসবুক পোস্টে লিখেছিলেন সুশীল। যা নিয়ে হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

 কখন কোথায় দেখা যাচ্ছে এই জনপ্রিয় শো

কখন কোথায় দেখা যাচ্ছে এই জনপ্রিয় শো

প্রসঙ্গত উল্লেখ্য, ২৩ অগাস্ট থেকে সোনি টিভিতে সম্প্রচার শুরু হয়েছে কেবিসির ১৩তম সিজিনের। যা নিয়ে উন্মাদনার পারদ চড়ছে গোটা দেশ জুড়েই। আবারও সঞ্চালকের আসনে দেখা যাচ্ছে অমিতাভ বচ্চনকে। ফি-বছর এই শোয়ে এসেই দেশের নানান প্রান্তের সাধারণ মানুষ নিজের ভাগ্যকে পরখ করে নেন।মেধা আর সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে কয়েকটি প্রশ্নের উত্তর দিলেই এই শো-য়ের প্রতিযোগীরা ঘরে তুলতে পারেন কয়েক কোটি টাকাও। সপ্তাহে পাঁচ দিন অর্থাৎ সোমবার থেকে শুক্রবার রাত ৯ টায় সম্প্রচার হচ্ছে এই শো।

সুশীলের দুর্বিষহ স্মৃতি মাথায় নিয়েই পথচলা শুরু কৌন বনেগা করোরপতির ১৩তম সিজনের

সুশীলের দুর্বিষহ স্মৃতি মাথায় নিয়েই পথচলা শুরু কৌন বনেগা করোরপতির ১৩তম সিজনের

কিন্তু এই শো থেকে পাওয়া অর্থই কীভাবে চম্পারণের সুশীল কুমারের জীবন পুরোপুরি ধ্বংস করে দতে বসেছিল তা শুনে শিউরে উঠছেন সকলে। বিপুল পরিমাণ অর্থের নেশায় বুঁদ হয়ে মদ,সিগারেটের নেশায় ডুবে গিয়েছিলেন সুশীল। তাই কৌন বনেগা ক্রোড়পতি ১৩তম সিজন শুরুর সময়েই সুশীলের এই কাহিনি খুবই চর্চিত হচ্ছে বিভিন্ন মহলে৷ গত বছর সুশীল তাঁর ফেসবুক পোস্টে লেখেন , বিপুল পরিমাণ অর্থ জয় আমার জীবনে নিয়ে এসে নিদারুণ খারাপ সময়৷ একের পর এক ব্যবসায়ে আমি ব্যর্থ হতে থাকি, মদের নেশা ছাড়খাড় করে দেয় আমায়। স্ত্রীর সঙ্গেও সম্পর্ক খারাপ হতে শুরু করে৷

 মার খেয়েছে একের পর এক ব্যবসা

মার খেয়েছে একের পর এক ব্যবসা

সুশীলের কথায় সবথেকে খারাপ কেটেছিল ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত সময়টুকু। এদিকে ৫ কোটি টাকা পাওয়ার পর সুশীলের জীবনে কী ঘটছে সেই নিয়ে শুরু থেকেই বিস্তর আগ্রহ ছিল মিডিয়ার। ফলে মাসের মধ্যে ১৫ দিন তাঁকে যেতে হত কোনও না কোনও অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে৷ মুখোমুখি হতে হতো সাংবাদিকদেরও। তাই তাদেরকে কিছু বলার জন্যই বিভিন্ন ব্যবসায় টাকা লাগাতে শুরু করেন তিনি। কিন্তু ব্যর্থ হয় সব প্রচেষ্টাই। তবে ২০১৬-এ তিনি মদের নেশা ছেড়েছেন এবং ছেড়েছেন ধূমপানও৷ জীবনের আসল অর্থ বুঝতে শেখা সুশীল এখন প্রতিষ্ঠিত শিক্ষক।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
know how kcb s 5 crore rupees caused multiple disasters in the life of sushil kumar of champaran
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X