লাভ জিহাদ প্রচার করছে বিগ বস, শো বন্ধের দাবিতে চ্যানেল কর্তৃপক্ষকে নোটিশ কর্ণী সেনার
এবার বিগ বস বন্ধ করে দিতে মরিয়া হয়ে উঠেছে কর্নী সেনারা। টেলিভিশনের এই রিয়ালিটি শো 'বিগ বস ১৪’ এ লাভ জিহাদ প্রচারের অভিযোগ তুলে নোটিশ পাঠানো হয়েছে। এই নোটিশে উল্লেখ করা হয়েছে বিগ বসের সাম্প্রতিকতম ঘনিষ্ঠ দৃশ্যকে ঘিরে, যেখানে পবিত্র পুনিয়া ও ইজাজ খান রয়েছেন।

সম্প্রতি এই শোয়ে পবিত্র–ইজাজ একে অপরকে জড়িয়ে ধরেছিলেন এবং তাঁদের চুমু খেতেও দেখা গিয়েছে। প্রসঙ্গত পবিত্র হিন্দু এবং ইজাজ মুসলিম সম্প্রদায়ের। কালার্স টিভিকে পাঠানো এই নোটিশে বলা হয়েছে, 'এই শোয়ের মাধ্যমে অশ্লীলতা ছড়াচ্ছে এবং সামাজিক নৈতিকতা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে উল্লেখ করেছি। এই শো দেশের সাংস্কৃতিক মূল্যবোধকে নষ্ট করছে এবং অত্যন্ত ঘনিষ্ঠ মুহূর্ত তুলে ধরা হচ্ছে। এই শো লাভ জিহাদকে প্রচার করছে, যা একেবারেই গ্রহণযোগ্য নয়। আমরা কড়াভাবে এই শো বন্ধ করার জন্য অনুরোধ করছি।’
বিগ বস শুরুর প্রথমে নেটিজেনরা এই শো বন্ধ করতে চেয়েছিলেন কিন্তু সলমন খান যেহেতু শোয়ের সঞ্চালক তাই জল বেশিদূর গড়াতে পারেনি। কর্ণী সেনা জানিয়েছেন যে তারা এই শোটিকে বন্ধ করার জন্য সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাবেন এবং দরকার পড়লে রাস্তায় নেমে প্রতিবাদ করবেন।
নাটক করছে বিজেপি, পুলিসকে গিয়ে বলছেন আমায় গ্রেফতার করুন, কৈলাসকে নিয়ে কটাক্ষ মমতার