ওটিটিতে প্রথমবার আসছেন কপিল শর্মা, টুইটারে ইঙ্গিতপূর্ণ পোস্ট
জনপ্রিয় কমেডিয়ান ও টিভি শোয়ের সঞ্চালক কপিল শর্মা ডিজিটাল বিশ্বে প্রবেশ করার জন্য একদম প্রস্তুত রয়েছেন। তিনি নেটফ্লিক্সের মাধ্যমে ডিজিটাল জগতে প্রথম পা রাখতে চলেছেন। কপিল তাঁর টুইটারের মাধ্যমে এই খবর তাঁর ভক্তদের কাছে পৌঁছে দেন।

কপিল ছোট একটি ভিডিও শেয়ার করে টুইটারে লেখেন, 'কোনও গুজবে কান দেবেন না, আমাকে একমাত্র বিশ্বাস করুন। আমি নেটফ্লিক্সে আসছি খুব শীঘ্রই। এটা খুবই শুভ সংবাদ।’ যদিও এটা অস্পষ্ট যে কপিল শর্মা কোনও কমেডি শো নিয়ে আসছেন নাকি কোনও সিনেমায় তিনি অভিনয় করবেন অথবা কোনও সিরিজ। এটি ২০২১ সালে ১৯০ টি দেশ জুড়ে স্ট্রিমারের প্রিমিয়ার করবে। কপিল শর্মা জানিয়েছেন যে নেটফ্লিক্সের সঙ্গে তাঁর এই প্রথম সংযোগ হওয়ার দিকে তিনি তাকিয়ে রয়েছেন। কপিল বলেন, '২০২০ সাল বিশ্ববাসীর কাছে লাফানো ঝাঁপানোর বছর ছিল এবং আমার লক্ষ্য হল মানুষকে তাঁর চিন্তা থেকে বের করে ভালোবাসা, হাসি ও ইতিবাচকের দিকে স্বাগত জানানো।’
কপিল বলেন, 'আমি সবসময় নেটফ্লিক্সে আসতে চাইতাম কিন্তু আমার কাছে তাঁদের নম্বর ছিল না’। শর্মা জানিয়েছেন যে এই প্রকল্পটি তাঁর খুব মনের মতো। তিনি এও জানান যে খুব শীঘ্রই এ সংক্রান্ত আরও তথ্য তিনি জানাবেন। স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসাবেসফলতার সঙ্গে পরিচিতি পাওয়ার পর কপিল শর্মা ২০১৫ সালে আব্বাস–মুস্তানের ছবি কিস কিস কো প্যায়ার করু দিয়ে বলিউডে পা রাখেন। যা দর্শকদের বেশ পছন্দ হয়। ২০১৭ সালে তিনি নিজেই নিজের ছবি ফিরঙ্গি প্রযোজনা করেন, যেখানে তিনি মুখ্য চরিত্রে ছিলেন। বর্তমানে তিনি তাঁর কমেডি শো দ্য কপিল শর্মা শো সফলতার সঙ্গে করছেন।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই 'শুভ সংবাদ’-এর ইংরাজি প্রতিশব্দ জানতে চাইছিলেন কপিল শর্মা। অনেকেই ভেবেছিলেন হয়ত দ্বিতীয়বার বাবা হওয়ার সংবাদ দেবেন। তবে এই খবরের মাধ্যমে সেই জল্পনার অবসান হল।

৯ জানুয়ারি কাটোয়ায় সভা নিয়ে তৎপরতা! জেপি নাড্ডা মধ্যাহ্নভোজ সারবেন কৃষক পরিবারে