বিগ বস ১৪: আলির প্রতি একচ্ছত্র অধিকার, পবিত্রর সঙ্গে ঝামেলায় জড়ালেন জ্যাসমিন
বিগ বস ১৪–এর ঘরে সকলের রাতের ঘুম উড়িয়ে দিয়েছেন জ্যাসমিন ভাসিন। এখন সব সদস্যদের কেন্দ্রীয় আকর্ষণ হলেন তিনি। বিশেষ করে যেদিন থেকে এই বাড়িতে আলি গনির প্রবেশ হয়েছে, তবে থেকে জ্যাসমিনের বিগ বসের খেলায় আরও বেশি করে অনুপ্রেরণা পাচ্ছেন। বিগ বসের নতুন প্রোমোতে দেখা গিয়েছে অভিনব তাঁর স্ত্রী রুবিনা দিলায়েকের সঙ্গে জ্যাসমিনকে নিয়ে কথা বলছেন, অন্যদিকে আলির ওপর শুধু জ্যাসমিনের অধিকার রয়েছে, সেটাই ফুটে উঠেছে আর একটি দৃশ্যে।

নতুন প্রোমোতে দেখা গিয়েছে, অভিনবের সঙ্গে রুবিনার কথোপকথন হচ্ছে, যেখানে অভিনবকে তাঁর স্ত্রী বলছেন, 'তুমি এটা বলতে চাইছ যে আমি জ্যাসমিনকেও বিশ্বাস করব না?’ রুবিনা সরাসরি না বলে দেন অভিনবকে। প্রোমো ভিডিও দ্বিতীয় অংশে দেখা গিয়েছে, জ্যাসমিনের সঙ্গে পবিত্র পুনিয়ার জোরদার গলাবাজি চলছে, তার কারণ পবিত্র–আলির কথোপকথনের জন্য। প্রসঙ্গত, জ্যাসমিনকে ভেঙে পড়তে দেখে বিগ বসে ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে বাড়িতে ঢোকেন আলি গনি।
প্রোমোতে দেখা যায়, পবিত্র কথা বলছেন আলির সঙ্গে। আলি রয়েছেন বিপরীত দিকে এবং দু’জনের হাতেই রয়েছে ফোনের রিসিভার। পবিত্র আলিকে বলেন, 'তুমি যখন আমাকে তোমার বন্ধু ভাবো এবং আমিও যখন তোমায় আমার বন্ধু ভাবি, আমিও আপনার থেকে কিছু আশা রাখি।’ জ্যাসমিনের কাছে পবিত্রর এই কথাগুলি বিরক্তির কারণ হয়ে ওঠে এবং তিনি পবিত্রর উদ্দেশ্যে বলেন, 'তুই ওকে কেন এগুলো বলছিস।’ পবিত্র পাল্টা জবাবে বলেন, 'শোন, আলি তোর বন্ধু হলেও, আমিও ওকে চিনি ঠিক আছে?’ পবিত্র এরপর আরও বলেন, 'শোন, আলিও আমার বন্ধু, নিজের বন্ধুত্বের অধিকার নিজের কাছে রাখ।’ পবিত্র এরপর আলির সঙ্গে বিরক্ত সহকারে কথোপকথন শেষ করেন এবং বলেন, 'জ্যাসমিনের থেকে এটা আশা করিনি, দুঃখিত।’
বুধবার রাতে জ্যাসমিন ও আলির পুর্নমিলন হয় বিগ বসের বাড়িতে। আলি তাঁর বিশেষ বন্ধুকে উপদেশ দেন, 'যেরকম তুই প্রথম সপ্তাহে নিজেকে দেখিয়েছিস, ওই জ্যাসমিনকে চাই। তুই চিন্তা কর, তুই এখন কোথায়, তুই কি করছিস? সবাই খেলা খেলছে, জ্যাসমিন এটা বোঝ। নিজের জন্য লড়াই কর। তোকে কাঁদতে দেখতে ভালো লাগে না।’

মিমির সঙ্গে দেখা করলেন 'চা কাকু’, সাংসদের থেকে কী উপহার পেলেন তিনি