জ্যাসমিন–আলি গনির পুর্নমিলন, নতুন মোড় আসতে চলেছে বিগ বসের বাড়িতে
বিগ বস ১৪–এ বাড়িতে পরিস্থিতি এবং সদস্যদের মধ্যে বন্ধুত্ব দ্রুত বদল হচ্ছে। রোম্যান্স থেকে অ্যাকশন এবং বন্ধুত্ব থেকে শত্রু, এই সবই বিগ বসের আগের পর্বগুলিতে যেমন দেখা গিয়েছিল, তেমনি দেখা যাচ্ছে বর্তমান বিগ বসের বাড়িতেও। আর এই কারণেই বিগ বসের প্রতি দর্শকদের টান দিন দিন বাড়ছে। ৪ নভেম্বর , বুধবারও বিগ বস ১৪–এর বাড়িতে অনেক কিছুই বদল ঘটবে।

না, আচমকা কোনও এভিকশন হবে না ঠিকই, কিন্তু সকলকে অবাক করে প্রবেশ ঘটবে একজনের। যাঁকে দেখে চুলবুলি জ্যাসমিন একদম অবাক হয়ে যাবে। হ্যাঁ, জ্যাসমিনের বিশেষ বন্ধু আলি গনি বিবি ১৪–এর বাড়িতে প্রবেশ করবেন বুধবার। নতুন প্রোমোতে দেখা গিয়েছে, আলিকে দেখে জ্যাসমিনের চোখ খুশির ঝলকে ভরে গিয়েছে, নাচতে শুরু করে দিয়েছেন তিনি। বহুদিন পর দুই প্রিয় বন্ধুর দেখা হবে বিগ বসের বাড়িতে। এই পুর্নমিলন সকলকে আবেগে ভরিয়ে দেবে। প্রোমোতে দেখা গিয়েছে, আলি দাঁড়িয়ে রয়েছেন অন্যদিকে, মাঝখানে কাঁচের দেওয়াল, তার অন্যপাশে জ্যাসমিন রয়েছেন। জ্যাসমিনের চোখে মুখে আনন্দের প্রতিচ্ছবি, তিনি আলিকে ফ্লাইং কিস দিচ্ছেন। আলি–জ্যাসমিন একে–অপরকে দেখে খুবই উচ্ছাসিত, হাসছেন, নাচ করছেন, এরপরই জ্যাসমিন চোখে জল চলে আসে। তাঁর চোখে জল দেখে আলি বলেন, 'তুমি এভাবে কাঁদছ কেন?’ আবেগঘন হয়ে জ্যাসমিন বলেন, 'বিগ বসের এই পৃথিবী আমার জন্য নয়।’ এরপর আলি খুব মিষ্টি একটি জবাব দেন জ্যাসমিনকে, তিনি বলেন, 'শোয়ের বাইরে আমরা একে–অপরের পৃথিবী।’ পরে জ্যাসমিন নিজের খুশি জাহির করেন যে আলি এবার তাঁর পাশে দাঁড়াবেন। জ্যাসমন বলেন, 'এখন তো সব মাইন্ডব্লোয়িং হবে।’
তবে আলি শুধু অতিথি হয়ে এসেছেন নাকি বিগ বসের প্রতিযোগী সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।
