For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নরেন্দ্র মোদীকে অপমান, সারেগামাপা খ্যাত নোবেলের বিরুদ্ধে অভিযোগ ত্রিপুরা পুলিশে

নরেন্দ্র মোদীকে অপমান, সারেগামাপা খ্যাত নোবেলের বিরুদ্ধে অভিযোগ ত্রিপুরা পুলিশে

Google Oneindia Bengali News

ত্রিপুরা পুলিশ এবার এফআইআর দায়ের করল বাংলাদেশি গায়ক মইনুল এহসান নোবেলের বিরুদ্ধে। সারেগামাপা খ্যাত নোবেলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিজনক মন্তব্য করার অভিযোগ উঠেছে। প্রসঙ্গত, গত বছর জি বাংলার মিউজিক রিয়্যালিটি শো সারেগামাপা–তে নোবেল তৃতীয় হয়েছিলেন।

নরেন্দ্র মোদীকে অপমান, সারেগামাপা খ্যাত নোবেলের বিরুদ্ধে অভিযোগ ত্রিপুরা পুলিশে


গুজরাতের গান্ধীনগরের পণ্ডিত দীন দয়াল পেট্রোলিয়াম বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারের পড়ুয়া সুমন পাল জানিয়েছেন যে তিনি ওই গায়কের বিরুদ্ধে ২৫ মে বেলোনিয়া পুলিশ থানায় অভিযোদ দায়ের করেছেন। তিনি বলেন, '‌নিজের দেশেই নোবেলকে কেউ পাত্তা দেয় না। সে আমার দেশে এসে খ্যাতি অর্জন করল, এ দেশের আয় করে বাংলাদেশে ফিরে আমাদেরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করছে। আমি তার এই পদক্ষেপ গ্রহণ করতে পারব না। তাই আমি তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।’‌ নোবেলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০০, ৫০৪ ও ৫০৫ এবং ১৫৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ত্রিপুরা সাইবার সেলে আইটি ধারায় মামলা দায়ের করা হয়েছে নোবেলের বিরুদ্ধে।

পুলিশের এক কর্মকর্তা বলেন, '‌আমরা নোবেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি এবং তা সাইবার ক্রাইম সেলে পাঠিয়ে দিয়েছি। আমরা অনবরত সাইবার সেলের সঙ্গে যোগাযোগ রাখছি। যদিও এই ঘটনাটি ভারতের সাইবার স্পেসে হয়নি তারপরও আমরা এ বিষয়ে তদন্ত শুরু করেছি।’‌ ২০১৯ সালে নোবেল আগরতলায় কনসার্টের জন্য গিয়েছিলেন। গত বছরও এই গায়ক নোবেল জয়ী ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েও বেফাঁস মন্তব্য করে দেশবাসীর রোষের শিকার হন।

লকডাউন এখনই তোলার পক্ষে নয় সরকার! চালানো হবে না ট্রেনও, ক্যাবিনেট সচিবকে জানালেন মুখ্যসচিবলকডাউন এখনই তোলার পক্ষে নয় সরকার! চালানো হবে না ট্রেনও, ক্যাবিনেট সচিবকে জানালেন মুখ্যসচিব

English summary
Sa re ga ma pa singer Noble accused of making offensive remarks against Prime Minister Narendra Modi on social media,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X