টিআরপি কারচুপি মামলায় গ্রেফতার রিপাবলিক টিভির সিইও
শোনা যাচ্ছে খুব শিগগিরিই বাংলায় আসছে রিপাবলিক টিভি। তবে তার আগে এই চ্যানেলের সিইও বিকাশ খানচন্দানিকে টিআরপি কারচুপি মামলায় গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। এর আগে চ্যানেলের অন্যতম মুখ অর্ণব গোস্বামীকে এক ২ বছরের পুরনো আত্মহত্যার মামলায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়।

(প্রতীকী ছবি)
অক্টোবরে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিলের একটি অভিযোগ আসে ভুয়ো টিআরপি কারচুপি নিয়ে । সেখানে অভিযোগ করা হয়, টিআরপি যুদ্ধে কিছু চ্যানেল চারচুপি করে যাচ্ছে। হানসা রিসার্চ গ্রুপ এই অভিযোগ তোলে। প্যানেল হোম আর পিপল মিটারে চলছে এই কারচুপি। মূলত, এই টিআরপির হাত ধরেই টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপন আসে। যে বিজ্ঞাপন চ্যানেলের আয়ের ক্ষেত্রে একটি বড় দিক। সেই জায়গা থেকেই এই টিআরপি যুদ্ধ চলে ।
এদিকে, ঘটনার তদন্তে নেমে দেখা যায়, বেশ কয়েকটি বাড়িতে ঘুষ দিয়ে রিবাপলিক টিভি টিআরপি বাড়িয়েছে। এমনই অভিযোগ তদন্তকারীদের। গোটা ঘটনার সত্যতা অস্বীকার করে রিপাবলিক টিভি। এরপরই মুম্বই পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১২ জনকে গ্রেফতার করেছে। এদিন গ্রেফতার হলেন টিভির সিইও বিকাশ খানচন্দানি।