For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌হিন্দি মুম্বইয়ের ভাষা, বিতর্কে ‘‌তারক মেহতা কি উল্টা চশমা’‌, হুমকি এমএনএসের

‌হিন্দি মুম্বইয়ের ভাষা, বিতর্কে ‘‌তারক মেহতা কি উল্টা চশমা’‌, হুমকি এমএনএসের

Google Oneindia Bengali News

হিন্দি টেলিভিশন জগতের জনপ্রিয় সিরিয়াল '‌তারক মেহতা কা উল্টা চশমা’‌ এবার বিপাকে পড়তে চলেছে। সব টিভির এই ধারাবাহিকের এক পর্ব ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। ওই পর্বটিতে দেখানো হয়েছে, চম্পকলাল গারা (‌অমিত ভাট)‌ বলছেন মুম্বইয়ের সাধারণ ভাষাই হল হিন্দি। এই সংলাপটি মোটেও পছন্দ হয়নি মহারাষ্ট্রের নবনির্মাণ সেনার। এই ধারাবাহিকের নির্মাতাদের ক্ষমা চাওয়ার জন্য টুইটারে বলেছেন এমএনএসের সিনেমা শাখার সভাপতি আমেয়া খোপকার।

‌হিন্দি মুম্বইয়ের ভাষা, বিতর্কে ‘‌তারক মেহতা কি উল্টা চশমা’‌, হুমকি এমএনএসের


এই বিবৃতিকে ঘিরে যেখানে এমএনএস উত্তেজনার সৃষ্টি করছিল, সিরিয়ালের প্রযোজক অসিত কুমার টুইট করে জানান যে মারাঠি মুম্বইয়ের প্রধান ভাষা এটা নিয়ে কোনও সন্দেহই নেই। '‌তারক মেহতা কা উল্টা চশমা’‌র টুইটারের পক্ষ থেকেও ভাবাবেগে আঘাত করার জন্য ক্ষমা চাওয়া হয়েছে। তারা টুইট করে লিখেছে, '‌ভালোবাসা ও খুশি ছড়িয়ে দেওয়ার ওপরই আমরা বিশ্বাসী। আমাদের শোয়ের মধ্য দিয়ে কারোর আবেগে যদি আঘাত দিয়ে থাকি তবে তার জন্য ক্ষমা চাইছি। আমরা বৈচিত্র্যে ঐক্য এবং প্রতিটি ধর্ম এবং এর মাতৃভাষার প্রতি শ্রদ্ধা করায় বিশ্বাস করি। হাসতে থাকুন এবং দেখতে থাকুন।’‌

অসিত কুমার মোদী এই টুইট শেয়ার করে একটি ভিডিও পোস্ট করেছেন। যে ভিডিওটিতে শৈলেশ লোধা যিনি তারক মেহতার চরিত্রে অভিনয় করছেন, তিনি চম্পকলালের বিবৃতিটিকে শুধরে দিচ্ছেন এবং কারোর আবেগে আঘাত লাগলে তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী। আমেয়া খোপকার তঁর টুইটে জানান যে মুম্বইয়ের প্রধান ভাষা হল মারাঠি, তারক মেহতা কা উল্টা চশমার নির্মাতারা ভুল তথ্য দিচ্ছেন। তিনি এও জানান যে এ ধরনের গুজরাটি সিরিয়াল বন্ধ হওয়া দরকার। যে সব মারাঠি অভিনেতা এই সিরিয়ালে অভিনয় করছেন তাঁদের লজ্জা হওয়া উচিত।

এরপর এই সিরিয়াল ও সিরিয়ালের কলা–কুশলীদের এমএনএসের পক্ষ থেকে হুমকিও দেওয়া হয়। জল অনেক দূর গড়িয়ে যাওয়ার পরই সিরিয়ালে চম্পক চাচার ভূমিকায় অভিনয় করা অমিত ভাট দলের প্রধান রাজ ঠাকরেকে চিঠি লেখেন। চিঠিতে তিনি লেখেন, '‌এই চরিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য সংলাপ লেখকদের চাহিদা অনুযায়ী অভিনয় করতে হয়। আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি মারাঠি ভাষাকে এবং আমি গর্ব বোধ করি। এই ভুলের জন্য আমি মন থেকে ক্ষমা চাইছি।’‌

English summary
The official Twitter handle of Taarak Mehta Ka Ooltah Chashmah issued an apology for hurting the sentiments. They wrote,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X