For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নোবেলকে 'চাবকে' ঠিক করার বার্তা ইমনের! রবীন্দ্রনাথকে বাংলাদেশী গায়কের চরম অপমান নিয়ে তোলপাড়

কেন তিনি 'সারেগামাপা' অনুষ্ঠানে প্রথম স্থানটি দখল করতে পারেননি, তা নিয়ে বাংলাদেশ তোলপাড় হয়েছিল। বাংলাদেশের বহু নোবেল-ভক্তরই দাবি ছিল 'সারেগামাপা ' সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম হওয়ার কথা ছিল নোবেলের।

  • |
Google Oneindia Bengali News

কেন তিনি 'সারেগামাপা' অনুষ্ঠানে প্রথম স্থানটি দখল করতে পারেননি, তা নিয়ে বাংলাদেশ তোলপাড় হয়েছিল। বাংলাদেশের বহু নোবেল-ভক্তরই দাবি ছিল 'সারেগামাপা ' সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম হওয়ার কথা ছিল নোবেলের। সেই মইনুল আহসান নোবেলের মুখেই এবার উঠে এলো রবীন্দ্রনাথের প্রতি অপমান সূচক মন্তব্য। যা নিয়ে শুধুমাত্র এপার বাংলাই তোলপাড় নয়, বাংলাদেশের মানুষও ব্যাপক ক্ষুব্ধ। ক্ষোভে ফুঁসে উঠেছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী।

নোবেলকে চাবকে ঠিক করার বার্তা ইমনের! রবীন্দ্রনাথকে বাংলাদেশী গায়কের চরম অপমান নিয়ে তোলপাড়

এক সাম্প্রতিক অনুষ্ঠানে নোবেল তাঁর সাক্ষাৎকারে দাবি করেন, 'রবীন্দ্রনাথের লেখায় নয়, প্রিন্স মাহমুদের লেখায় আমার সোনার বাংলাকে বেশি ভালোভাবে ব্যক্ত করা হয়েছে। এই গানের সঙ্গে বাংলাদেশের আবেগ জড়িয়ে রয়েছে। .. ' এরপরই নোবেল দাবি করেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, রবীন্দ্রনাথের লেখা 'সোনার বাংলা' না হয়ে, জেমসের গাওয়া ও প্রিন্স মাহমুদের লেখা 'বাংলাদেশ' গানটিই হওয়া উচিত ছিল। এখানেই শেষ নয়। নোবেলের দাবি, 'সেনার বাংলা' গানটিকে জাতীয় সঙ্গীত না করার জন্য নাকি ঢাকতা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনও শুরু হয়! নোবেলের এত সমস্ত বক্তব্য়ের পর স্বনামধন্য সঙ্গীত শিল্পী ইমন এক ফেসবুক পোস্টে ক্ষোভ উগড়ে দেন। হুঁশিয়ারি দেন 'চাবকা' নোর!

শান্তিনিকেতনের বিশ্বভারতীর সংগ্রহশালা থেকে রবীন্দ্রনাথের 'নোবেল' পদক চুরির ঘটনা , বাঙালির কাছে কেবল একটি 'অপরাধ' হিসাবেই শুধু বিবেচিত হয়নি, তা ছিল গোটা বাংলার লজ্জা! তা ছিল বাঙালির আবেগে আঘাতের সামিল! সেই ঘটনার বহু বছর পর পদ্মাপারের মইনুল আহসান নোবেলের কণ্ঠের গান তথা রবীন্দ্রসঙ্গীতে মুগ্ধ হয়েছেন বহু বাঙালি। আর সেই নোবেলের তরফে রবীন্দ্রনাথের প্রতি এমন অপমানসূচক মন্তব্যও একইরকমভাবে বাঙালি মননে আঘাত করেছে। এমনই মত অনেকের। আপাতত বিশ্বকবির প্রতি এমন বক্তব্য ঘিরে নোবেলকে নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।

[আরও পড়ুন: 'রাগে আমি কাঁপছি', শিশুর ধর্ষণ ও মুণ্ডচ্ছেদকাণ্ডে ক্ষোভে ফুঁসছেন অনুষ্কা][আরও পড়ুন: 'রাগে আমি কাঁপছি', শিশুর ধর্ষণ ও মুণ্ডচ্ছেদকাণ্ডে ক্ষোভে ফুঁসছেন অনুষ্কা]

English summary
Iman Chakraborty Reacts to Bangladeshi singer Nobel over insulting Rabindranath Tagore.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X