For Quick Alerts
For Daily Alerts
টিআরপি কাণ্ডে গ্রেফতার বার্ক এর প্রাক্তন সিইও পার্থ দাশগুপ্ত
টিআরপি কাণ্ডে গ্রেফতার হলেন ব্রডকাস্ট অডিয়েন্সেস রিসার্চ কাউন্সিল বা সংক্ষেপে বার্ক এর প্রাক্তন সিইও পার্থ দাশগুপ্ত। এদিন তাকে পুনে থেকে গ্রেপ্তার করা হয়েছে।

রায়গড় থানার ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিট এদিন তাকে গ্রেপ্তার করেছে। শুক্রবার তাকে আদালতে পেশ করা হবে। এই নিয়ে টিআরপি কাণ্ডে এটি ১৫তম গ্রেপ্তার বলে জানা গিয়েছে। এর আগে রিপাবলিক টিভির সিইও বিকাশ খানচন্দানিকে গত ১৩ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়। পরে ১৬ ডিসেম্বর তিনি জামিনে মুক্তি পেয়েছেন।
বেশ কয়েকটি টিভি চ্যানেলের বিরুদ্ধে টিআরপি নিয়ে গড়মিলের অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্তে নেমে তথ্য হাতে পেয়েছে। যার ভিত্তিতেই এত জনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও রিপাবলিক টিভি তরফে এই অভিযোগ সরাসরি অস্বীকার করা হয়েছে। এবং মুম্বই পুলিশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয়েছে।