For Quick Alerts
For Daily Alerts
সুদীপার বাড়ির দুর্গাপুজো মাতাচ্ছে সেলেব-পুত্র আদিদেব! দেখুন অ্যালবাম
বাড়িতে পুজো বলে কথা ! তাই চট্টোপাধ্যায় পরিবারের সবচেয়ে ছোট্ট সদস্যটি দারুন আনন্দে। কথা হচ্ছে, অগ্নিদেব ও সুন্দীপার ছেলে আদিদেবকে নিয়ে। এই বছরের দুর্গাপুজোয় চট্টোপাধ্যায় পরিবারে তিনিই 'শো স্টপার'! একনজরে দেখে নেওয়া যাক, সুদীপার বাড়ির পুজোর মুহূর্ত!
আদিদেবের অঞ্জলি
বাড়ির পুজোয় সপ্তমীর সকালে 'গল্লু ' মুখে ছোট্ট আদিদেব সেজে ছিল ধুতি পাঞ্জাবীর সাবেকি সাজে। বাড়িতে সহবাই যখন ব্যস্ত পুজোয় , ছোট্ট আদিদেব তখন মায়ের কোলে। আর সেখান থেকেই চলল মহাসপ্তমীর অঞ্জলী।
বাড়ির পুজোয় সুদীপা
বাড়ির পুজোয় অন্যান্য সকলের সঙ্গে সাদা কালো শাড়িতে রীতিমতো বনেদিয়ানা সঙ্গে নিয়ে সেজেছেন সঞ্চালক সুদীপা।
View this post on InstagramA post shared by Sudipa Chatterjee (@sudiparrannaghor) on
আদিদেবের সঙ্গে সুদীপা
ছেলে আদিদেবকে নিয়ে পুজোর ব্যস্ততার মধ্যেও ' মায়ের কড়া নজর' চলছে! এভাবেই বাড়ির পুজো আর মায়ের দায়িত্ব সামলে চলেছেন এই সেলেব।