For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উড়ন তুবড়ি, মিঠাইকে টেক্কা দিতে আসছে ‘টুম্পা অটোওয়ালি’, কেমন হবে ধারাবাহিক

উড়ন তুবড়ি, মিঠাইকে টেক্কা দিতে আসছে ‘টুম্পা অটোওয়ালি’, কেমন হবে ধারাবাহিক

  • |
Google Oneindia Bengali News

বর্তমানে বাংলা ধারাবাহিক দেখেন না এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে। তবে যদি নারীকেন্দ্রিক ধারাবাহিক হয়, তাহলে তো কোন কথাই নেই। নারীকেন্দ্রিক গল্প অনুগামীরা বেশি পছন্দ করে থাকেন। আর এই মহিলাকে গল্পগুলো মাসিমা থেকে বৌদি, দিদিমা সবাই দেখতেই একটু বেশি পছন্দ করে থাকেন। যেমন উমা, মিঠাই, উড়ন তুবড়ি ধারাবাহিকগুলো কিন্তু বেশ ভালোই চলছে। এবার এক নতুন ধারাবাহিক আসছে নাম টুম্পা অটোওয়ালি। নায়িকার নাম টুম্পা।

উড়ন তুবড়ি, মিঠাইকে টেক্কা দিতে আসছে ‘টুম্পা অটোওয়ালি’, কেমন হবে ধারাবাহিক


চলতি মাসের প্রথম দিনেই এই ধারাবাহিকের প্রমো সামনে এসেছে, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। যদিও সিরিয়ালে কোন কোন কলাকুশলী এবং অভিনেতা অভিনেত্রী অভিনয় করতে দেখা যাবে, কিন্তু এখনও জানা যায়নি। ধারাবাহিক দেখানো হবে কালার্স বাংলায়। নির্মাতারা নতুন নতুন জুটিকে খুঁজছেন, মতুন মুখ এখানে হবে সেটাই আশা কেরা হচ্ছে। যাতে সেটি দেখতে আরো বেশি পছন্দ করেন অনুগামীরা।

প্রোমোটি শেয়ার হয়েছে তাতেই সেটি কিন্তু কোন মানুষের মুখ দেখা যাচ্ছে না। সেখানে দেখানো হচ্ছে অ্যানিমেটেড মুখ। জীবনের আঁকাবাঁকা পথ পেরিয়ে এগিয়ে যাবে নায়িকা। সেটাই প্রমোর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে। একটি অটো যাচ্ছে, তাতে আবার লেখা, ইচ্ছে থাকলে উপায় হয় তাহলে কেমন হবে ধারাবাহিকটি? সেদিকেই তাকিয়ে, অধীর আগ্রহে অপেক্ষা দর্শকদের।

উড়ন তুবড়ি, মিঠাইকে টেক্কা দিতে আসছে ‘টুম্পা অটোওয়ালি’, কেমন হবে ধারাবাহিক


উল্লেখ্য, জি বাংলায় শুরু হয়েছে বাংলায় নতুন ধারাবাহিক উড়ন তুবড়ি। কিছুদিন আগে থেকেই কিন্তু এই ধারাবাহিকের প্রকাশ্যে এসেছে। এই ধারাবাহিকটি একটি গরিব সংসারকে কেন্দ্র করে এর গল্প। কীভাবে তিন বোন ও মা চপ ভেজে সংসার চালাচ্ছে তাই দেখানো হবে। মূল চরিত্রে রয়েছে অর্থাৎ নায়িকা তুবড়ি ডায়লগ কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে তাকে বলতে শোনা গেছে, আমি ফুলঝুড়ি নই কালিপটকাও নই, আমি তুবড়ি। একবার জ্বললে সহজে নিভি না’।

কিন্তু দিন যত এগিয়েছে, আসতে আসতে ধারাবাহিক কিন্তু গল্পের খেই হারিয়ে ফেলেছে। কমতে শুরু করেছিল রেটিং। অপুর লড়াইয়ের কাহিনীতে ঢুকে পড়েছিল আজগুবি অনেক ঘটনা। যা কিন্তু ভক্তরা মোটেই পছন্দ করছে না। ফলে চ্যানেল কর্তৃপক্ষ ও প্রযোজনা সংস্থার সিদ্ধান্তে বন্ধ হয়ে গেল 'অপরাজিতা অপু’। তবে আগত নতুন সিরিয়াল নিয়ে উদগ্রীব অনুগামীরা।

English summary
colors benglas new bengali serial is coming name tumpa autowali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X