For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টিআরপি যুদ্ধে পুরনো বিজয়ী মিঠাই এগিয়ে, দ্বিতীয় স্থানে যমুনা, তালিকায় নেই শ্রীময়ী

টিআরপি তালিকা বাংলা সিরিয়ালের

Google Oneindia Bengali News

বৃহস্পতিবার মানেই সপ্তাহ জুড়ে চলা ধারাবাহিকগুলির টিআরপি রেটিং জানা। ‌এই মুহূর্তে একাধিক ধারাবাহিক শেষ হচ্ছে এবং হয়েছে, পাশাপাশি বেশ কিছু নতুন ধারাবাহিক শুরু হয়ে গিয়েছে, আবার কিছু ধারাবাহিকের প্রোমো সদ্য মুক্তি পেয়েছে। সব মিলিয়ে স্টার ও জি বাংলার এখন ভরা সংসার। আর এই সংসারের সাক্ষী হলেন বাংলার দর্শক, যাদের বিকেল থেকে রাত পর্যন্ত চলে একের পর এক গল্প দেখার পালা। এই দর্শকদের বিচারেই সেরা হয় কোনো ধারাবাহিক, কেউ কেউ আবার মুখ থুবড়ে পড়েন।

শীর্ষে মিঠাই, দ্বিতীয় স্থানে যমুনা ঢাকি

শীর্ষে মিঠাই, দ্বিতীয় স্থানে যমুনা ঢাকি

প্রত্যেক সপ্তাহের মতো এ সপ্তাহেও সেরার সেরা জি বাংলার '‌মিঠাই'‌। প্রতি সপ্তাহেই একের পর এক ছক্কা মেরে চলেছে মিঠাই ধারাবাহিক। এ সপ্তাহে ১১.‌৩ নম্বর নিয়ে সকলকে ছাপিয়ে চলে গিয়েছে এই সিরিয়ালটি। বর্তমানে এই সিরিয়াল বেশ জম-জমাট হয়ে উঠেছে। সিদ্ধার্থ ক্রমশঃ মিঠাই রানীর কাছে চলে আসছে। মিঠাইয়ের বুদ্ধিমত্তা প্রতিদিনই মুগ্ধ করছে সিদ্ধার্থকে। বেশ অনেকদিন পর ফের দ্বিতীয় নম্বরে উঠে এসেছে যমুনা ঢাকি। জ্যোতি রূপী যমুনা নিজের বুদ্ধির জেরে তাঁর খুনীদের খুব কাছাকাছি চলে এসেছে। যমুনা ও সঙ্গীত আবার কবে একসঙ্গে হবেন এখন সেই অপেক্ষাতেই রয়েছে দর্শকরা। এ সপ্তাহে ১০.‌১ রেটিং পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে '‌যমুনা ঢাকি'‌।

তৃতীয় স্থানে যৌথ সিরিয়াল

তৃতীয় স্থানে যৌথ সিরিয়াল

তৃতীয় স্থানে জোড়া চমক '‌উমা'‌ ও '‌খুকুমণি হোম ডেলিভারি'‌ রয়েছে। একদিকে উমা সিরিয়ালে বড় ধরনের চমক অপেক্ষা করছে এবং অন্যদিকে, স্টার জলসার খুকুমণি তো এদিকে রান্নার ব্লগ করেই হিট, এই দুই সিরিয়ালের রেটিইং পয়েন্ট ৯.‌৫। এ সপ্তাহে দর্শকদের মন জয় করতে অপারগ অপরাজিতা অপু। চতুর্থ স্থানে রয়েছে এই সিরিয়াল, যার রেটিং পয়েন্ট ৮.‌২।

পিছিয়ে পড়েছে সর্বজয়া ও মন ফাগুন

পিছিয়ে পড়েছে সর্বজয়া ও মন ফাগুন

জি বাংলার সর্বজয়া এ সপ্তাহের টিআরপি তালিকায় অনেকটাই পিছিয়ে পড়েছে। দেবশ্রী রায় অভিনীত সর্বজয়া বাড়ির সদস্যদের সব ষড়যন্ত্রকে ফাঁস করে এগিয়ে যাচ্ছেন নিজের লক্ষ্যে। এ সপ্তাহে এই ধারাবাহিকের রেটিং পয়েন্ট ৮.‌০। জি বাংলার মন ফাগুন সিরিয়াল রয়েছে ষষ্ঠ স্থানে, এই ধারাবাহিকে রেটিং পয়েন্ট ৭.‌৯।

শেষ সপ্তাহেও জায়গা করতে পারেনি শ্রীময়ী

শেষ সপ্তাহেও জায়গা করতে পারেনি শ্রীময়ী

জি বাংলার আয় তবে সহচরী কিছু সপ্তাহ আগে ভালো স্থানে থাকলেও এ সপ্তাহে তা অনেকটা পিছিয়ে পড়েছে। বরফি বিয়ে করে আসার পর তাঁর সহচরি শাশুড়িকে কীভাবে সবার হাত থেকে বাঁচাবে সেটাই দেখানো হচ্ছে ধারাবাহিকে। শ্রীময়ীর অন্তিম সপ্তাহে এসেও শেষ দশের মতো জায়গা করে নিতে সফল হল না।

আসুন দেখে নিন টিআরপি তালিকায় কোন কোন ধারাবাহিক রয়েছে

আসুন দেখে নিন টিআরপি তালিকায় কোন কোন ধারাবাহিক রয়েছে

১.মিঠাই - ১১.৩

২. যমুনা ঢাকি - ১০.১

৩.খুকুমণি হোম ডেলিভারি ও উমা - ৯.৫

৪.অপরাজিতা অপু - ৮.২

৫.সর্বজয়া - ৮.০

৬.মন ফাগুন - ৭.৯

৭.খেলাঘর - ৭.৫

৮.আয় তবে সহচরী - ৭.৩

৯.ধুলোকণা - ৭.২

১০.গঙ্গারাম - ৬.৯

রিয়্যালিটি শো অনুযায়ী কারা এগিয়ে

রিয়্যালিটি শো অনুযায়ী কারা এগিয়ে

১.দাদাগিরি - ৬.৯

২. ড্যান্স বাংলা ড্যান্স - ৬.২

৩. সুপার সিঙ্গার - ৫.১

৪. দিদি নাম্বার ওয়ান - ৪.৫

৫. রান্নাঘর - ১.৪

English summary
bengali serial trp chart mithai again 1st-position
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X