For Quick Alerts
For Daily Alerts
মুদির দোকানের মালিকের নিশানায় অভিনেত্রী অরুণিমা! অশ্লীল মন্তব্যের জেরে যা ঘটে গেল
অভিনেত্রী অরুণিমা ঘোষকে ঘিরে উঠে আসছে নয়া খবর। বহুদিন ধরে তাঁকে সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি হুমকি ও অশ্লীল কথা বলছিল বলে অভিযোগ ছিল। অরুণিমা সোজা গিয়ে ঘটনাটির অভিযোগ জানান লালবাজারে । তারপরই লালবাজারের সাইবার সেল ব্যবস্থা নেয়।

অরুণিমাকে হুমকির ঘটনায় ধৃত মুকেশ কুমার সাউ বর্তমানে একটি মুদির দোকান চালায়। তার বিরুদ্ধে অভিযোগ পেয়েই সার্ভে পার্ক থানার পুলিশ গ্রেফতার করে মুকেশ সাউকে। জানা যায়, বেশ কিছুদিন ধরে ফেসবুকে অরুণিমাকে ওই ব্যক্তি চরম অশ্লীল কথাবার্তা বলতে থাকেন বলে অভিযোগ। পাশাপাশি হুমকিও দিয়ে ছিল মুকেশ , বলে অভিযোগ।
গ্রেফতারির পর জানা গিয়েছে, অরুণিমাকে ভুয়ো প্রোফাইল থেকে বিরক্ত করা শুরু করে মুকেশ। শুধু অরুণিমাই নন, তাঁর বন্ধুদেরও একইভাবে উত্যক্ত করা শুরু করে ওই ব্যক্তি।