For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রামকে নিয়ে এই সিরিয়াল নিষিদ্ধ ঘোষণা মুখ্যমন্ত্রীর নির্দেশে! নেপথ্যে রয়েছে এক মর্মান্তিক ঘটনা

'রাম সিয়া কে লভ কুশ' নিষিদ্ধ ঘোষণা মুখ্যমন্ত্রীর নির্দেশে!

  • |
Google Oneindia Bengali News

বাল্মীকি সম্প্রদায়ের বিক্ষোভের জেরে রীতিমতো বিধ্বস্ত পাঞ্জাব। সাম্প্রতিক টিভি সিরিয়াল 'রাম সিয়াকে লভ কুশ' -এর কাহিনি ঘিরে রীতিমতো তোলপাড় দেশের এই রাজ্য। আর যে সিরিয়াল নিয়ে ক্ষোভ দানা বাঁধছে , সেই 'রাম সিয়াকে লভ কুশ' কে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং তাঁর রাজ্যে নিষিদ্ধ ঘোষণা করেছেন।

কী ঘটে গিয়েছে?

পাঞ্জাব জুড়ে বাল্মীকি সমাজের ডাকে চলছে বনধ। মূল বিরোধিতা , এক বেসরকারী চ্যানেলে সম্প্রচারিত সিরিয়ালকে ঘিরে । 'রাম সিয়াকে লভকুশ' সিরিয়াল ঘিরে এই বিক্ষোভের জেরে বন্ধ ছিল পাঞ্জাবের দোকানপাট থেকে রাস্তা ঘাট। এরপর এক মর্মান্তিক কাণ্ডের জেরে সিরিয়াল বন্ধের নির্দেশ দেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।

 জলন্ধরে গুলি এক ব্যক্তির মৃত্যু নিয়ে তোলপাড়

জলন্ধরে গুলি এক ব্যক্তির মৃত্যু নিয়ে তোলপাড়

এই বিক্ষোভের সময়েই পাঞ্জাবের জলন্ধরে এক ব্যক্তির মৃত্যু হয় গুলিতে। এরপর থেকে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। বাল্মীকি সমাজ দাবি করে, ভারতীয় দণ্ডবিধির ধারায় সিরিয়ালের পরিচালক, প্রযোজককে গ্রেফতার করতে হবে। নিষিদ্ধ ঘোষণা করতে হবে সিরিয়ালকে।

 কেন এমন ক্ষোভ?

কেন এমন ক্ষোভ?

বাল্মীকি সমাজের দাবি, এই সিরিয়াল ঐতিহাসিক বিষয়বস্তুকে বিকৃত করছে। পাশপাশি, হিন্দুদের আরাধ্য দেবতা রাম সম্পর্কে ভুল তথ্য প্রদর্শিত করছে। যাতে বাল্মীকি সমাজের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে ।

English summary
A day-long bandh by the Valmiki community against the telecast of a controversial TV serial provoked incidents of violence in parts of Punjab on Saturday in which a man was shot at in Jalandhar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X