For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের রেকর্ড গড়ার পথে, রামায়ণ পুনঃসম্প্রচারের পর ৭.‌৭ কোটি দর্শক দেখছে এই সিরিয়াল

ফের রেকর্ড গড়ার পথে, রামায়ণ পুনঃসম্প্রচারের পর ৭.‌৭ কোটি দর্শক দেখছে এই সিরিয়াল

Google Oneindia Bengali News

করোনা ভাইরাস সংক্রমণের জেরে লকডাউন গোটা দেশে। দেশবাসীকে একটু বিনোদন দিতে দূরদর্শনে ফের সম্প্রচার করা হয় রামাননন্দ সাগরের জনপ্রিয় ধারাবাহিক '‌রামায়ণ’‌। জানা গিয়েছে ১৬ এপ্রিল পর্যন্ত '‌রামায়ণ’‌ দর্শক সংখ্যা বেড়েছে ৭.‌৭ কোটি। বৃহস্পতিবার রাতে ডিডি ইন্ডিয়ার পক্ষ থেকে টুইটারে এটি জানানো হয়।

পুনরায় দর্শকদের প্রিয় হয়ে ওঠে রামায়ণ

পুনরায় দর্শকদের প্রিয় হয়ে ওঠে রামায়ণ

দেশবাসীর দাবি মেনেই ‘‌রামায়ণ'‌ পুনরায় সম্প্রচার করা হয় ২৮ মার্চ থেকে। এটা প্রথম শুরু হওয়ার পরই জনপ্রিয়তার সব রেকর্ড ভেঙে দেয় এবং পুনরায় এই সিরিয়াল ইতিহাস গড়ার পথে। প্রসঙ্গত বাল্মিকীর রামায়ণ ও তুলসিদাসের রামচরিতমানস অবলম্বনে রামানন্দ সাগর ৭৮ টি পর্ব তৈরি করেন রামায়ণের।

লিমকা বুক অফ রেকর্ডসে নাম ওঠে রামায়ণের

লিমকা বুক অফ রেকর্ডসে নাম ওঠে রামায়ণের

১৯৮৭ সালের ২৫ জানুয়ারি দেশে প্রথম এই রামায়ণ সম্প্রচার করা হয়। যা চলে ১৯৮৮ সালের ৩১ জুলাই পর্যন্ত। প্রত্যেক রবিবার সকাল সাড়ে ন'‌টার সময় এই সিরিয়ালটি দেখানো হত। ১৯৮৭ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি দেখা সিরিয়াল হয়ে উঠেছিল রামায়ণ। ২০০৩ সালের জুন পর্যন্ত এটি ‘‌বিশ্বের সর্বাধিক দেখা পৌরাণিক কাহিনী'‌ হিসাবে লিমকা বুক অফ রেকর্ডসে রেকর্ড ছিল।

রামায়ণ সম্প্রচারের সময় দর্শকরা টিভির সামনে থেকে উঠতেন না

রামায়ণ সম্প্রচারের সময় দর্শকরা টিভির সামনে থেকে উঠতেন না

আশ্চর্যভাবে যখন টিভি সিরিয়ালটি প্রথম শুরু হয়েছিল দেশে তখন মানুষ আঠার মতো টিভির সঙ্গে সেঁটে থাকতেন। সেই সময় অনেকের বাড়িতেই টিভি ছিল না, তাই প্রতিবেশীদের বাড়িতে গিয়ে সবাই রামায়ণ দেখতেন।

পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের বিরল 'মিউটেশন'! সংকট পরিস্থিতিতে বিশেষজ্ঞরা কী বলছেন পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের বিরল 'মিউটেশন'! সংকট পরিস্থিতিতে বিশেষজ্ঞরা কী বলছেন

English summary
'Ramayan' is being telecast again since March 28 on public demand. In fact, when it was telecast for the first time, the serial had broken all records of popularity, and the show has repeated its history again
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X