শুটিং শুরু ১০ জুন থেকে, নিজেদের মেকআপ নিজেরাই করবেন শিল্পীরা
লকডাউনের জন্য প্রায় দু’মাস বন্ধ ছিল বাংলা টেলিভিশন ও সিনেমার শুটিং। রাজ্য সরকারের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল শুটিং শুরুর কথা। তবে এ নিয়ে বেশ কিছু বৈঠক–আলোচনার পর অবশেষে ঠিক হয়েছে যে ১০ জুন থেকে ফের চেনা ছন্দে ফিরবে টলিপাড়া। শুটিং শুরু হবে সিনেমা ও সিরিয়ালের। বৃহস্পতিবার এ নিয়ে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। যদিও সিনেমার শুটিং নিয়ে বৈঠক হবে রবিবার।

এদিন মন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাস, আর্টিস্ট ফোরামের সাধারণ সম্পাদক অরিন্দম গঙ্গোপাধ্যায়, অভিনেত্রী জুন মালিয়া, প্রডিউসার্স গিল্ড ও আর্টিস্ট ফোরাম অন্যান্য প্রতিনিধি, চ্যানেল কর্তৃপক্ষ সহ অন্যান্যরা। বৈঠকে অরূপ বিশ্বাস জানিয়েছেন, শুটিং ফ্লোরে ১০ বছরের নীচে কোনও শিশু শিল্পীকে নিয়ে কাজ করা যাবে না। বয়স্কদেরও বিশেষ করে ৬৫ বছরের ওপরে যাদের বয়স তারাও শুটিং ফ্লোরে থাকবে না। শুটিংয়ে কোনওভাবেই ৩৫ জনের বেশি লোক নয়, তবে কোনও ট
টেকনিশিয়ান কর্মী বঞ্চিত হবেন না, ঘুরিয়ে–ফিরিয়ে কাজ করবেন।
মন্ত্রী জানিয়েছেন কেউ অসুস্থ হলে তার দায়িত্ব নেবে সরকার। নতুন নিয়ম অনুযায়ী টলিউডে গড়া হচ্ছে করোনা তহবিল। শুটিংয়ে যুক্ত প্রত্যেকের জন্য ২৫ লক্ষ টাকা বীমা চ্যানেল কর্তৃপক্ষ, শিল্পী ও প্রযোজকরা বহন করবে। শিল্পীদের মধ্যে যাঁরা মেকআপ করতে জানেন, তাঁরা নিজেদের মেকআপ সরঞ্জাম বাড়ি থেকে নিয়ে আসবেন এবং নিজেরাই মেকআপ করবেন। ঘনিষ্ঠ দৃশ্য শুট হবে না এ কথা আগেই জানিয়ে দিয়েছিল অভিনেতারা। বাংলা সিনেমার শুটিং নিয়ে রবিবারের বৈঠকের পরই নতুন নিয়মগুলি সামনে আসবে বলে জানিয়েছেন অরূপ বিশ্বাস।

'পারিশ্রমিক পাইনি' , ২০১৮ -এ মুক্তিপ্রাপ্ত ছবি নিয়ে শ্রীলেখার পোস্ট, পাল্টা জবাব পরিচালক সৌকর্যের