
এবার ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে দেখা মিলবে লিলি চক্রবর্তীর
লিলি চক্রবর্তীকে সকলেই চেনেন। তাছাড়া জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। বয়স হয়ে গেলেও তার জনপ্রিয়তায় কিন্তু ভাটা পড়েনি। বহু ধারাবাহিকে কাজ করেছেন তিনি। তাছাড়াও বড় পর্দাতে ছুটি অভিনয় করেছেন অভিনেত্রী। তবে অনেকদিন ধরেই তাকে আর ছোট পর্দায় দেখা যাচ্ছে না। তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুগামীরা। তবে এবার অভিনেত্রীর ভক্তদের জন্য একটা সুখবর রয়েছে।

এই অভিনেত্রীকে দেখা শেষবারের জন্য দেখা গিয়েছিল 'আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম’ এই ধারাবাহিকে। তার আগে অবশ্য অভিনয় করেছেন 'রেশন ঝাঁপি’ তে। তিনি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিলেন নয়নতারা চরিত্রে অভিনয় করে। খবরে বেশ খুশি অনুগামীরা।
ইতিমধ্যে জি বাংলার তরফে শেয়ার হয়েছে, 'নিম ফুলের মধু’ ধারাবাহিক সিরিয়ালের প্রোমো। মুখ্য চরিত্র দেখা যাবে পল্লবী শর্মা ও রুবেল দাসকে। এই সিনেমার হাত ধরেই এই সিরিয়ালের হাত ধরেই আবারোও ধারাবাহিকে ফিরছেন লিলি চক্রবর্তী। ঠাকুরমা শাশুড়ির চরিত্র দেখা মিলবে তার।
বলা বাহুল্য, সিরিয়ালটি প্রেম ও সংসারের গল্প নিয়েই তা বোঝা যাচ্ছে সিরিয়ালের প্রোমো দেখেই। চ্যানেলে তরফে ধারাবাহিকের প্রোমো মুক্তি পেয়েছে। সেখানে দেখা যাবে পল্লবীকে একটি গৃহবধুর ভূমিকায় অভিনয় করতে। নতুন শ্বশুরবাড়িতে শাশুড়ির প্রভাব সব থেকে বেশি, খুব রাগী মহিলা তিনি। মায়ের কথার অপর ছেলে একটিও কথা বলে না। বৌমা কী পারবে শাশুড়ির মন জয় করতে। সেটি জানতে হলে আপনাকে দেখতে হবে এই ধারাবাহিকটি।
ধারাবাহিক অভিনয় করছেন লিলি চক্রবর্তী, বিশ্বনাথ দত্ত সহ অনেক তারকারাই। অভিনেত্রী কিন্তু আগেই জানিয়েছিলেন, তিনি ভিন্ন চরিত্রে অভিনয় করতে চান। এ চরিত্রে অভিনয় করে বেশ খুশি তিনি। জবা থেকে নতুন এক ভিন্ন চরিত্রে অভিনয় করতে পেরে খুশি হয়েছেন পল্লবী। তাকে পর্দায় দেখে খুব খুশি তার অনুগামীরাও। অনেকেই বলছে তোমাকে দেখে ভালো লাগলো। আবার অনেকেই বলছেন এসবের জন্য যেন মিঠাই না বন্ধ হয়ে যায়।
'তোমার সাহসিকতা স্যালুট’ সুস্মিতা সেনকে কুর্নিশ জানালেন কিন্নর গৌরী সাওয়ান্ত
অপরদিকে, টেলিভিশন তারকারাও মা দুর্গাকে নিয়ে ঘরে ফিরছেন। ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলছেন মেয়েরাও। মাকে কাঁধে নিয়ে ঘরের পথে লক্ষ্মীকাকিমা থেকে ঊর্মিরা।সকলের বড় লক্ষ্মী কাকিমার বর দেবশঙ্কর হালদার গঙ্গা জল দিয়ে মায়ের আগমনের পথ শুদ্ধ করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। পিছনে মাকে নিয়ে আসছেন জি বাংলার ঘরণীরা। সাবেকি সাজে সেজে উঠেছেন মেয়েরা। সাদা পাড় লাল শাড়ি, গা ভর্তি গহনা, ছেলেরা পরেছে পাঞ্জাবী। সেই সঙ্গে কাঁধে নিয়েছেন ঢাকও।