
এবার সিনেমায় জুটি বাঁধছেন রাহুল ও অনামিকা, কোন সিনেমায় দেখা মিলবে তাঁদের
সিরিয়াল দেখেন না এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে। সন্ধে হলেই হাতে রিমোট নিয়ে টিভির সামনে বসে যাওয়া প্রায় অনেকেরই অভ্যাস। ধারাবাহিক, ওয়েব সিরিজ, সিনেমা প্রায় সব কিছুতেই অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। তাঁর সুদক্ষ অভিনয় সকলের বিশেষ নজরও কাড়েন।

স্টার জলসায় 'এখানে আকাশ নীল’ ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী অনামিকা। সিরিয়ালে হিয়ার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। তাঁর জনপ্রিয়তা অনেক বেড়েছিল। তবে, বর্তমানে জি বাংলার বিখ্যাত সিরিয়াল 'উড়ন তুবড়িতে’ কাজ করছেন অভিনেত্রী। তবে, এখানে তিনি খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন। তবে সিনেমায় অভিনয় করবেন তিনি। তাঁর অভিনীত সিনেমা 'ইস্কাবন’ খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন।
তাছাড়া অভিনেত্রী অনামিকা ছাড়াও সিরিয়ালের বেশ জনপ্রিয় মুখ রাহুল দেব বোস। 'বাজল তোমার আলোর বেনু’ থেকে শুরু করে 'ভজো গোবিন্দ’, 'প্রথমা কাদম্বিনী’র জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। বড় পর্দায় অভিনেত্রীর সঙ্গে তারও দেখা মিলবে তাঁর। জানা গিয়েছে 'শহরের উষ্ণতম দিনে’ তাঁদের অভিনয় করতে দেখা যাবে।
এই সিনেমায় একসঙ্গে দেখা যাবে শোলাঙ্কি রায় ও বিক্রম চট্টোপাধ্যায়। বাংলা ধারাবাহিক 'ইচ্ছেনদী’ তে দেখা মিলেছিল তাঁদের। সেসময় এই জুটিকে খুব পছন্দ করেছিলেন অনুগামীরা। তবে, তাঁদের জুটিকে কিন্তু খুব মানায়, তা বলার অপেক্ষা রাখে না।
শোলাঙ্কি ও বিক্রমের দেখা মিলবে 'শহরের উষ্ণতম দিনে’। ছবিটি পরিচালনা করছেন পরিচালক অরিত্র সেন। গতকাল, রবিবার থেকে এই সিনেমার শুটিং শুরু হয়ে গিয়েছে। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন বিক্রম। সেখানে এক সোফায় বসে বিক্রমের জন্য অনেক ক্ষন ধরে অপেক্ষা করছিল শোলাঙ্কি। অভিনেতা দেরি আসায় বিরক্ত হন অভিনেত্রী। তারপর 'বিক্রম-শোলাঙ্কি’ নাকি 'শোলাঙ্কি-বিক্রম’ বলা হবে তা নিয়ে বাকবিতন্ডা শুরু হয়। রেগে গিয়ে অভিনেত্রী আবার অভিনেতার গলা টিপে ধরেন। তা অবশ্য মজার ছলে। তবে, কেমন হবে সিনেমাটি, সেদিকেই তাকিয়ে সকলে।
প্রকাশ্যে সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের সম্পর্ক, কবে করছেন বিয়ে? তুঙ্গে জল্পনা
অপরদিকে, জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা সেন ও অভিনেতা অঙ্কুশ হাজরাকে সকলেই চেনেন, তাদের কিন্তু বেশ মানায় বলুন। পরিচালক পাভেলের হাত ধরেই তাদের একসঙ্গে দেখা মিলবে আবার। সিনেমার নাম 'পরিযায়ী’। তবে, অনেকেরই প্রশ্ন এই সিনেমার গল্প কী নিয়ে?পাড়ার মধ্যে সেরা জুটি তাঁরা। তাঁদের কিন্তু একটি পুত্র সন্তানও রয়েছে, নাম রিক। যদি এই সিনেমায় সনাতন কথা বলতে পারবেন না। তবুও কিন্তু তাঁকে খুব ভালোবাসেন প্রতিবেশীরা। কথা বলতে পারে না তো কী হয়েছে মনের সব কথা তিনি তাঁর হাফভাবে বুঝিয়ে দেন।