For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার কাছে আর্জি জানালেন শুভেন্দু! হঠাৎ কেন বদল আক্রমণমুখী মেজাজ, জল্পনা তুঙ্গে

তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পার্টি ও সরকারকে গালিগালাজ করতেই দেখা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।

Google Oneindia Bengali News

তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পার্টি ও সরকারকে গালিগালাজ করতেই দেখা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।

এমনকী তিনি যে পার্টিটা এতদিন করেছেন, সেই পার্টিটাকে তোলামূল পার্টি বলে কটাক্ষ করতেও ছাড়েননি। হঠাৎ পঞ্চায়েত ভোটের আগে তিনিই কি না আর্জি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।

মুখ্যমন্ত্রীর কাছে আর্জি শুভেন্দুর

মুখ্যমন্ত্রীর কাছে আর্জি শুভেন্দুর

হঠাৎই আক্রমণের পথ থেকে সরে এসে তিনি আর্জি করছেন মুখ্যমন্ত্রীর কাছে। কিন্তু কেন এই রূপ বদল শুভেন্দু অধিকারীর? এতদিন রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের কাছে নালিশ জানিয়ে প্রকল্পের টাকা আটকে দেওয়ার কৌশল নিয়েছেন শুভেন্দু। এদিনও তিনি নতুন দুর্নীতির খোঁজ দিয়েছেন রাজ্যের বিরুদ্ধে। আবার এদিনই তিনি মুখ্যমন্ত্রীর কাছে আর্জিও জানিয়েছেন।

আরও একটি দুর্নীতির খোঁজ দিয়েছেন শুভেন্দু

আরও একটি দুর্নীতির খোঁজ দিয়েছেন শুভেন্দু

শনিবার শুভেন্দুর অভিযোগের পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রাজ্যে এসে মিড ডে মিলের দুর্নীতি নিয়ে তদন্তের কথা জানান। আবার এদিনই শুভেন্দু বলেন মিড ডে মিলের টাকায় দুয়ারে সরকার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ মাসেই আরও একটি দুর্নীতি সামনে আসবে। এর আগে বলেছিলেন, মিড ডে মিলের টাকায় লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে।

শুভেন্দুর মুখেই শোনা গেল আর্জি

শুভেন্দুর মুখেই শোনা গেল আর্জি

কিন্তু এদিনই আবার শুভেন্দুর মুখেই শোনা গেল আর্জি। আসলে মুখ্যমন্ত্রীর কাছে আর্জির পিছনে ছিল প্রচ্ছন্ন বার্তা। বিরোধী দলনেতা বলেন, কেন্দ্রীয় সরকার বিমানবন্দরের জন্য জমি চাইছে। মুখ্যমন্ত্রী দিন না। কেন্দ্র আর একটা বিমানবন্দর বানাবে। শুধু কি তাই! কেন্দ্রীয় সরকার উত্তরবঙ্গে, সুন্দরবনে এবং জঙ্গলমহলে এইমস গড়বে বলে জমি চাইছে। দিন না আপনি।

মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর সহযোগিতার করেছেন

মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর সহযোগিতার করেছেন

এরপর শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী জমির বন্দোবস্ত করে দিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখিয়ে দেবেন রাজধর্ম কাকে বলে। তিনি রাজ্যে বিমানবন্দর গড়বেন, এইমস গড়ে দেবেন। যদিও এক্ষেত্রে পাল্টা তৃণমূলের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর সহযোগিতার করে এসেছেন। তিনি মেট্রো রেলের জন্য জমি দিয়েছেন, তাতে মেট্রো রেল প্রকল্প তৈরি হয়েছে।

মোদীর হয়ে উন্নয়ন তাস খেললেন শুভেন্দু

মোদীর হয়ে উন্নয়ন তাস খেললেন শুভেন্দু

রাজনৈতিক মহল মনে করছে, একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই বিজেপি গোহারা হেরে চলেছে। বাংলায় ক্ষয়িষ্ণু হয়ে পড়ছে বিজেপি। এই অবস্থায় তৃণমূল যখন তাঁদের উন্নয়ন কার্ড নিয়ে ময়দানে নেমেছে, তখন বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এইভাবেই উন্নয়ন বার্তা দিলেন। সামনেই বাংলায় পঞ্চায়েত নির্বাচন। পরের বছর লোকসভা নির্বাচন। তার আগে মোদীর হয়ে উন্নয়ন তাস সামনে রাখলেন শুভেন্দু।

শুভেন্দু আক্রমণের সঙ্গে আর্জির মিশেলে ঘটাচ্ছেন

শুভেন্দু আক্রমণের সঙ্গে আর্জির মিশেলে ঘটাচ্ছেন

জমি পেতে সহযোগিতা চাওয়ার পাশাপাশি তিনি সরকারের বিরোধিতা করতেও ছাড়লেন না। তিনি বললেন এই সরকার কোনও শিল্প গড়েনি। উপরন্তু ডিনামাইট দিয়ে সিঙ্গুরের মোটর গাড়ি কারখানাকে উড়িয়ে দিয়েছেন। শুভেন্দু আক্রমণের সঙ্গে আর্জির মিশেলে ঘটিয়ে বুঝিয়ে দিয়েছেন শুধু আক্রমণ করলেই হবে না। ভোটে জিততে দেখাতে হবে কেন্দ্রীয় সরকার কী কী উন্নয়ন করার চেষ্টা করছে। যা পারছে না রাজ্যের সরকারের জন্য।

English summary
Suvendu Adhikari gives proposal to Mamata Banerjee for development in West Bengal by Central before Election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X