For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা-সহ ছয় শহরে 5G পরিষেবা: Jio-র জন্য কি নতুন সিম লাগবে, কী বলছে মুকেশ আম্বানির সংস্থা

জিও-র তরফে Jio True 5G পরিষেবা চালু করা হয়েছে ছটি শহরে। তবে সেই শহরগুলিতেই সব ব্যবহারকারীর কাছে এই পরিষেবা পৌঁছয়নি। নির্দিষ্ট কিছু ব্যক্তিকে জিও 5G পরিষেবা দেওয়া হচ্ছে এবং পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে সাধারণ মানুষ বার

  • |
Google Oneindia Bengali News

জিও-র তরফে Jio True 5G পরিষেবা চালু করা হয়েছে ছটি শহরে। তবে সেই শহরগুলিতেই সব ব্যবহারকারীর কাছে এই পরিষেবা পৌঁছয়নি। নির্দিষ্ট কিছু ব্যক্তিকে জিও 5G পরিষেবা দেওয়া হচ্ছে এবং পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে সাধারণ মানুষ বারে বারে প্রশ্ন করছেন, 5G-র পরিষেবা পেতে নতুন সিম কার্ডের প্রয়োজন হবে কিনা? এব্যাপারে উত্তর দেওয়া হয়েছে সংস্থার তরফে।

সবার সিম রেডি

জিও-র তরফে অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে 5G সিম নিয়ে উত্তর দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে জিওর 5G সিম তৈরি। কোনও নির্দিষ্ট গ্রাহ, তাঁর বাবা-মা, বন্ধু সবার জন্য জিওর 5G সিম রেডি রয়েছে। অর্থাৎ যাঁরা এই মুহূর্তে জিও-র সিম ব্যবহার করছেন, তাঁদের নতুন সিম কার্ডের প্রয়োজন নেই। বর্তমান সিম কার্ডেই 5G পরিষেবা পাওয়া যাবে।

কোন ছটি শহরে জিও 5G পরিষেবা?

কোন ছটি শহরে জিও 5G পরিষেবা?

জিও প্রাথমিকভাবে দশেরায় দেশের চারটি শহরে 5G পরিষেবা চালু করেছে। শহরগুলির মধ্যে রয়েছে দিল্লি, মুম্বই, কলকাতা ও বারাণসী। পরে এই পরিষেবা আরও জুটি শহরে সম্প্রসারিত করা হয়েছে। এর চেন্নাইতে 5G পরিষেবা চালু করা হয়েছে আর রাজস্থানের নাথদ্বারাতে 5G ভিত্তিক ওয়াই-ফাই পরিষেবা চালু করা হয়েছে।

কাদের পরিষেবা দেওয়া হচ্ছে

কাদের পরিষেবা দেওয়া হচ্ছে

জিও-র 5G পরিষেবা চালুর পাশাপাশি জিওর তরফে ওয়েলকাম অফার চালু করা হয়েছে। এক্ষেত্রে জিও 5G-র পরিষেবার জন্য ব্যবহারকারীর কাছে আমন্ত্রণ পাঠানো হচ্ছে। যাঁরা এই আমন্ত্রণ পাচ্ছেন তাঁরা জিও 5G-র অধীনে আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারছেন। জিও-র তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, এই পরিষেবা আপাতত অফার ভিত্তিক, যা শুধু নির্বাচিত ব্যবহারকারীরাই উপভোগ করতে পারবেন।

পরিষেবা দিতে দ্রুতগতিতে কাজ চলছে

পরিষেবা দিতে দ্রুতগতিতে কাজ চলছে

রিলায়েন্স জিও 5G- পরিষেবা দিতে দ্রুত গতিতে কাজ করছে। প্রতিসপ্তাহে কমপক্ষে ৩৫০০ সাইট যোগ করা হচ্ছে। আগামী তিন থেকে চার মাস এই গতিতেই কাজ চলতে থাকবে বলেও জিও সূত্রে জানা গিয়েছে। কেননা জিও আগেই বলেছিল তারা ২০২৩-এর ডিসেম্বরের মধ্যে সারা দেশে 5G চালু করবে।

গত এক দশকে উত্তরাখণ্ডে ৭০০-র বেশি ভূমিকম্প! বড় প্রাকৃতিক দুর্যোগের জন্য তৈরি থাকার পরামর্শ বিশেষজ্ঞদেরগত এক দশকে উত্তরাখণ্ডে ৭০০-র বেশি ভূমিকম্প! বড় প্রাকৃতিক দুর্যোগের জন্য তৈরি থাকার পরামর্শ বিশেষজ্ঞদের

English summary
Will Jio users need new sim for 5G service in six cities including Kolkata, what is saying Mukesh Ambani's company
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X