For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হোয়াটসঅ্যাপে নিরাপত্তার আরেকটি ধাপ! নতুন বৈশিষ্ট্য নিয়ে চলছে কাজ

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য মেটা নতুন একটি নিরাপত্তার স্তর নিয়ে কাজ করছে। মেসেজিং অ্যাপে স্ক্রিন লক বৈশিষ্ট্য আনতে চলেছে তারা। এই ক্রিন লক হোয়াটসঅ্যাপে অনুমতিবিহীন অ্যাক্সেসকে বাধা দেবে। নতুন এই বৈশ

  • |
Google Oneindia Bengali News

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য মেটা নতুন একটি নিরাপত্তার স্তর নিয়ে কাজ করছে। মেসেজিং অ্যাপে স্ক্রিন লক বৈশিষ্ট্য আনতে চলেছে তারা। এই ক্রিন লক হোয়াটসঅ্যাপে অনুমতিবিহীন অ্যাক্সেসকে বাধা দেবে। নতুন এই বৈশিষ্ট্য নিয়ে কাজ চলার কথা জানা গেলেও, এটি কবে চালু করা হবে, তা অবশ্য জানা যায়নি।

নিরাপত্তা বাড়াতে কাজ

নিরাপত্তা বাড়াতে কাজ

  • হোয়াটসঅ্যাপের স্ক্রিন লক বৈশিষ্ট্য ওয়েব/ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য না হলেও, হোয়াটসঅ্যাপ তাদের হোয়াটসঅ্যাপ ডেক্সটপ বিটার ভবিষ্যত আপডেটের ক্ষেত্রে বিষয়টি নিয়ে কাজ করছে।
  • এক্ষেত্রে ব্যবহারকারী যখনই এটিকে ব্যবহার করতে যাবেন, তখনই পাসোয়ার্ডের প্রয়োজন হবে। এটা তখনই কার্যকর হবে, যখন কম্পিউটার অন্য কারও সঙ্গে শেয়ার করা হবে।
ঐচ্ছিক বৈশিষ্ট্য

ঐচ্ছিক বৈশিষ্ট্য

  • এই বৈশিষ্ট্যের ব্যবহার ঐচ্ছিক করার সম্ভাবনা। যেখানে ব্যবহারকারীর আরও বেশি নিয়ন্ত্রণ থাকবে সেই হোয়াটসঅ্যাপের ওপরে। সেই কারণেই পাসোয়ার্ডের প্রয়োজন হবে।
  • এই পাসোয়ার্ড হোয়াটসঅ্যাপের সঙ্গে শেয়ার করা যাবে না, যা স্থানীয়ভাবে সংরক্ষিত থাকবে।
পাসোয়ার্ড হারিয়ে গেলে

পাসোয়ার্ড হারিয়ে গেলে

যদি কেউ পাসোয়ার্ড হারিয়ে ফেলেন তাহলে ব্যবহারকারীকে সঙ্গে সঙ্গে অ্যাপ থেকে লগআউট করে যেতে হবে। এরপর ফের কিউআর কোড দিয়ে ডেক্সটপ হোয়াটসঅ্যাপে লগ ইন করা যাবে।

চূড়ান্ত কিছু জানা যায়নি

চূড়ান্ত কিছু জানা যায়নি

যদিও বৈশিষ্ট্যটি নিয়ে এখনও কাজ চলছে, তাই এব্যাপারে চূড়ান্ত কিছু জানা যায়নি। তবে এর সঙ্গে জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ এমন একটি বৈশিষ্ট্য লাগু করতে পারে, যা ব্যবহারকারীর একটি ম্যাকের টাচ আইডি ব্যবহার করে অ্যাপটি লক করতে পারবেন, যেখানে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

বহরমপুরের ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি নিচে! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়াবহরমপুরের ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি নিচে! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

English summary
Whatsapp is working on new screen lock feature for another step on security
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X