For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাতের আকাশে আরও এক বিরল দৃশ্য, শুক্র আর শনি গ্রহকে দেখা যাবে এক ফ্রেমে

এক বিরল স্বর্গীয় নৃত্য পরিবেশন করবে শুক্র ও শনি। আর তা দেখা যাবে একেবারে খালি চোখে।

  • |
Google Oneindia Bengali News

রাতের আকাশে আবার এক বিরল দৃশ্যের অবতারণা হবে রবিবার। এদিন রাতে এক আকাশে এক ফ্রেমে দেখা যাবে শুক্র ও শনি গ্রহকে। এক বিরল স্বর্গীয় নৃত্য পরিবেশন করবে তারা। আর তা দেখা যাবে একেবারে খালি চোখে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স এই দুই গ্রহের মিলনের বার্তা দিয়েছে।

পৃথিবীর সবথেকে কাছের গ্রহ সূর্য। সন্ধ্যার পশ্চিম আকাশে এবং ভোরের পুব আকাশে তা দেখা যায় খালি চোখে। তা যথাক্রমে সন্ধ্যাতারা ও শুকতারা নামে পরিচিত। চাঁদের পর পৃথিবীর আকাশে সবথেকে উজ্জ্বল এই সন্ধ্যাতারা বা শুকতারা। শুক্রগ্রহকে সন্ধ্যাতারা বা শুকতারা রূপে দেখা তো যায় প্রতিদিনই।

রাতের আকাশে আরও এক বিরল দৃশ্য, শুক্র আর শনি গ্রহ এক ফ্রেমে

কিন্তু শনি গ্রহ পৃথিবী থেকে বহুগুণ বেশি দূরে। পৃথিবীর পর মঙ্গল, বৃহস্পতি, তারপর শনি। সেই শনি গ্রহকে এদিন শুক্রের সঙ্গে এক আকাশে দেখা যাবে। সেই বিরল দৃশ্য দেখার জন্য স্টারগেজাররা হাপিত্যেশ করে রয়েছেন। রবিবার রাতে যদি সঠিক সময়ে আকাশে তাকান, তবে আপনিও সৌরজগতের বহু দূরের দুটি গ্রহকে একে অপরের কাছাকাছি দেখতে পাবেন।

রবিবার, পৃথিবীর আকাশে সবথেকে উজ্জ্বল গ্রহ শুক্র ও বলয়যুক্ত গ্রহ শনিকে দেখা যাবে পরস্পরকে স্পর্শ করতে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স গ্রহের এই মিলনের খবর টুইট করে জানিয়েছে। টুইটে জানানো হয়েছে, রবিবার শুক্র ও শনির মিলন দেখা যাবে। তারা উভয়েই পৃথিবী থেকে ০.৪ ডিগ্রি কৌণিক দূরত্বে অবস্থান করবে।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, পৃথিবীর আকাশে শুক্র বেশ উজ্জ্বল আর শনিকে দেখা যাবে অর্ধচন্দ্রাকারে। দুই বা ততোধিক গ্রহের মিলন পৃথিবীর আকাশে এক বিরল দৃশ্য। দুটি গ্রহকে একসঙ্গে দেখা যাচ্ছে এবার। লক্ষ লক্ষ কিলোমিটার দূরে থাকা সত্ত্বেও গ্রহগুলি সারিবদ্ধতার কারণে রাতের আকাশে একই স্থান দখল করে বলে ব্যাখ্যা করেন বিজ্ঞানীরা।

রবিবার তা স্পষ্ট করে দেখা যাবে। গত কয়েক রাত ধরেই শনি ও শুক্র ধীরে ধীরে পৃথিবীর আকাশে একত্রিত হচ্ছে। আর ২২ জানুয়ারি অর্থাৎ রবিবার দুটি গ্রহ সবথেকে কাছাকাছি অবস্থছানে থাকবে। এই দৃশ্যটি দৃশ্যটি খালি চোখে দৃশ্যমান হবে। এই স্বর্গীয় দৃষ্টি উপভোগ করার জন্য কেবল দূরবিনই যথেষ্ট বলে জানানো হয়েছে।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স জানিয়েছে, রবিবার ২টো ৩৬ পিএ ইএসটি ভারতীয় সময় সন্ধ্যা সাতটায় দৃশ্যমান হবে সবথেকে ভালোভাবে। অন্ধকার নেমে যাওয়ার পর আগামী কয়েকদিনও তা দেখা যেতে পারে পৃথিবীর আকাশে, সেই সম্ভাবনার কথাও জানিয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স।

English summary
Venus and Saturn are visible in Earth sky as a rare celestial dance.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X