For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Twitter: ফের বিশ্বব্যাপী স্তব্ধ টুইটার! স্বয়ংক্রিয় লগআউটে সমস্যায় ব্যবহারকারীরা

ফের সমস্যায় টুইটার ব্যবহারকারীরা। বৃহস্পতিবার সকালে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যান। তবে এরপরেই টুইটার থেকে বার্তা দিয়ে জানানো হয়েছে কিছু ভুল হয়েছে। কিন্তু বিরক্ত হবেন না। এটা

  • |
Google Oneindia Bengali News

ফের সমস্যায় টুইটার ব্যবহারকারীরা। বৃহস্পতিবার সকালে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যান। তবে এরপরেই টুইটার থেকে বার্তা দিয়ে জানানো হয়েছে কিছু ভুল হয়েছে। কিন্তু বিরক্ত হবেন না। এটা ব্যবহারকারীর দোষ নয় বলেও জানানো হয়।

তবে ব্যবহারকারীরা তাদের প্রোফাইলে অ্যাক্সে পেতে সমর্থ হননি দীর্ঘক্ষণ। টুইটারে এই ধরনের ঘটনা অক্টোবরের শেষে ইলন মাস্ক দায়িত্ব নেওয়ার পরে তৃতীয়বার আর এই ডিসেম্বরে এটি দ্বিতীয় ঘটনা।

Twitter: ফের বিশ্বব্যাপী স্বব্ধ টুইটার! স্বয়ংক্রিয় লগআউটে সমস্যায় ব্যবহারকারীরা

ডাউন ডিরেক্টর ওয়েবসাইট অনুসারে, কলকাতা ছাড়াও, দিল্লি, নাগপুর, মুম্বই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই থেকে বিভ্রাটের খবর পাওয়া গিয়েছে। প্লে আউটে ত্রুটির হওয়ায় ব্যবহারকারীরা একাধিকবার রিফ্রেশ করার পরেও লহ-ইন করতে পারেননি। এই সমস্যা হয়েছে ডেস্কটপ এবং মোবাইল উভয় ব্যবহারকারীদের ক্ষেত্রেই।
প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন ডাউন ডিরেক্টর হল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সারা বিশ্বের ওয়েবসাইটগুলিকে ট্র্যাক করা হয়। কোনও ওয়েবসাইট কাজ না করলে সেই তথ্যও দেয়।

ডাউন ডিরেক্টর ওয়েবসাইট অনুসারে, বিশ্ব জুড়ে এই সমস্যা শুরু হয়েছে ভারতীয় সময় সকাল ছটার পর থেকে। ভারত ছাড়াও আমেরিকা, ব্রিটেন, কানাডা এবং ফ্রান্স থেকেও টুইটারের এই সমস্যার খবর পাওয়া গিয়েছে।

গত অক্টোবরের শেষ সপ্তাহে ৪৪ বিলিয়ন ডলারের চুক্তিতে টুইটার অধিগ্রহণ করেন ইলন মাস্ক। তারপর থেকে তিনি বেশ কিছু নতুন বৈশিষ্ট্য আনার কথা বলেছেন। টুইটারের বিভিন্ন বিভাগ মানুষের কাছে তুলে ধরতে একাধিক রঙের টিকযুক্ত বৈশিষ্ট্য চালু করা হয়েছে।
ইলন মাস্ক টুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকে সেখানকার ৭৫ শতাংশ কর্মীকেও ছাঁটাই করা হয়েছে। টুইটারের এই পরিবর্তন অনেকেই মেনে নিতে না পেরে এই প্ল্যাটফর্ম ছেড়েছেন।
এই ডিসেম্বরের শুরুর দিকে ১১ নভেম্বর টুইটার ব্যবহার করতে গিয়ে বিভ্রাটের মধ্যে পড়েছিলেন ব্যবহারকারীরা। সেই সময় কারও অ্যাকাউন্ট অস্তিত্বহীন হয়ে পড়েছিল আবার কারও টাইমলাইন রিফ্রেশ করা যায়নি।

Indian Cough Syrup: ভারতে তৈরি কাশির সিরাপ খেয়ে ১৮ শিশুর মৃত্যু! উজবেকিস্তানকে তদন্তে সহায়তা করবে WHOIndian Cough Syrup: ভারতে তৈরি কাশির সিরাপ খেয়ে ১৮ শিশুর মৃত্যু! উজবেকিস্তানকে তদন্তে সহায়তা করবে WHO

English summary
Twitter down for third time due to server problem third time since take over by Elon Musk
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X