For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত থোয়াইটস হিমবাহ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১০ ফুট বৃদ্ধির আশঙ্কা

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত থোয়াইটস হিমবাহ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১০ ফুট বৃদ্ধির আশঙ্কা

Google Oneindia Bengali News

ডুমসডে গ্লেসিয়ার নামে পরিচিত থোয়াইটস হিমবাহ বর্তমানে জলায়ু বা পরিবেশ বিশেষজ্ঞদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই হিমবাহ দ্রুত গলতে শুরু করেছে। যার জেরে সমুদ্রস্পৃষ্ঠের উচ্চতার ব্যাপর পরিবর্তন হবে বলে আশঙ্কা করা হচ্ছে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উপকূল অঞ্চলে বাসিন্দারা বিপাকে পড়বেন বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।

গুজরাটের সমান অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ

গুজরাটের সমান অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ

অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহের আকার ভারতের গুজরাতের সমান। পশ্চিম আন্টার্কটিকার এই হিমাবাহ দ্রুত গলতে শুরু করেছে। বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের জেরে এই হিমাবাব গলতে শুরু করেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছ, এই হিমবাহ সম্পূর্ণ গলে গেলে সমুদ্র স্পৃষ্ঠের উচ্চতা আট থেকে ১০ ফুট বেড়ে যেতে পারে। যার জেরে নীচু এলাকা সমুদ্রে তলিয়ে যাবে। একাধিক এলাকায় বন্যা পরিস্থিতি দেখতে পাওয়া যাবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রধান কারণ হিসেবে বিজ্ঞানীদের গবেষণায় বার বার উঠে আসছে থোয়াইটস হিমবাহের নাম।

প্রতি বছর ২.১ কিমি গতিতে গলছে হিমবাহ

প্রতি বছর ২.১ কিমি গতিতে গলছে হিমবাহ

নেচার জিওসায়েন্স জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি বিজ্ঞানীদের উদ্বেগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে থোয়াইটস হিমবাহ। ভবিষ্যতে সমুদ্রস্পৃষ্ঠের উচ্চতা বাড়ার জন্য থোয়াইটস হিমবাহের গলন প্রধান কারণ হয়ে দাঁড়াবে। বিজ্ঞানীরা গবেষণায় জানতে পেরেছে থোয়াইটস হিমবাহের প্রতি বছর ২.১ কিমি গতিতে গলছে। ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত উপগ্রহ চিত্রের পর্যালোচনা করে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে এসেছেন। বিজ্ঞানীরা হিমবাহের সামনের সমুদ্রপৃষ্ঠও পর্যালোচনা করেছেন বলে প্রতিবেজনে জানানো হয়েছে।

বিশ্ব উষ্ণায়ন বা জলবায়ু পরিবর্তনের জের

বিশ্ব উষ্ণায়ন বা জলবায়ু পরিবর্তনের জের

একটি প্রতিবেদনে সামুদ্রিক ভূ-পদার্থবিজ্ঞানী অ্যালাস্টার গ্রাহাম বলেছেন, সমুদ্রের বিপুল বিস্তৃত নীল জলের দিকে তাকিয়ে থাকলে অবশ্যই মনকে আনন্দ দেয়। কিন্তু সমুদ্র ও হিমবাহের অভ্যন্তরে যে জটিল রহস্য লুকিয়ে রয়েছে, তা আমাদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। তিনি মনে করছেন, হিমবাহটি খুব দ্রুত গতিতে গলতে শুরু করেছে। তবে এই হিমবাহ প্রায় দুই শতাব্দী আগে থেকে গলতে শুরু করেছে। কিন্তু বিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে বিশ্ব উষ্ণায়ণ বা জলবায়ু পরিবর্তনের জেরে থোয়াইটস হিমবাহের গলার হার অনেকটা বেড়ে গিয়েছে।

সমুদ্র পৃষ্ঠের উচ্চতার ২৫ শতাংশ বৃদ্ধি

সমুদ্র পৃষ্ঠের উচ্চতার ২৫ শতাংশ বৃদ্ধি

নেচার জিওসায়েন্স জার্নালে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, থোয়াইটস হিমবাহ বর্তমানে পশ্চিম আন্টার্কটিকার নিজের চাদর বিছিয়ে রেখেছে। কিন্তু এই হিমবাহের বড় ধরনের পরিবর্তন টাইম স্কেলের ওপর প্রভাব পড়বে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। তবে বিজ্ঞানীরা এই পর্যালোচনা জারি করে রেখেছে। ছোট থেকে অতি ছোট পরিবর্তন নথিভুক্ত করছে বলে জানা গিয়েছে।
বিজ্ঞানীরা প্রতিবেদনে জানিয়েছেন, এই থোয়াইটস হিমবাহ বরফের একটা বড় চাই। যার আয়তন ভারতের গুজরাত রাজ্যের প্রায় সমান। অনেক সময় সমুদ্রে বাঁধের কাজ করে এই হিমবাহ। কিন্তু এই হিমবাহ গলে গেলে তার ব্যাপক প্রভাব পড়বে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে ২৫ শতাংশ এই হিমবাহের অবদান থাকবে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন।

English summary
Thwaites glacier has been one of the worst hit by climate change may reason of global sea level rise
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X