For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌরমণ্ডলের সবথেকে উষ্ণতম ও শীতলতম গ্রহ কোনটি, একনজরে আবহাওয়ার রকমফের

সৌরমণ্ডলের সবথেকে উষ্ণতম ও শীতলতম গ্রহ কোনটি, একনজরে আবহাওয়ার রকমফের

  • |
Google Oneindia Bengali News

সূর্য থেকে সৃষ্টি হয়েছিল সৌরজগতের সমস্ত গ্রহ। কিন্তু সেই সব গ্রহের প্রকৃতি সম্পূর্ণ আলাদা। কোথাও তীব্র গরম আর কোথাও তীব্র ঠান্ডা। পৃথিবী ছাড়া বাসযোগ্য গ্রহ খুঁজে পাওয়াই দায়। আসলে অবস্থানগত কারণে সূর্যমণ্ডলের সমস্ত গ্রহেরই ভিন্ন ভিন্ন রূপ বা প্রকৃতি হয়েছে। তাপমা্ত্রাও ভিন্নতর প্রতিটি গ্রহের

সূর্যমণ্ডলের কোন গ্রহে গরম, কোথায় ঠান্ডা

সূর্যমণ্ডলের কোন গ্রহে গরম, কোথায় ঠান্ডা

যেমন সূর্যের সবথেকে কাছের গ্রহ হল বুধ। তারপরেই রয়েছে শুক্র। আবার পৃথিবীর সবথেকে কাছে হল শুক্র এবং মঙ্গল। কিন্তু পৃথিবীর মতো নাতিশীতোষ্ণ অঞ্চল কোথাও নেই। বুধ ও শুক্রে যখন তীব্র গরম, বৃহস্পতি বা শনি কিংবা ইউরেনাস বা নেপচুনে ততটাই ঠান্ডা।

সূর্যের সবথেকে কাছে হলেও উষ্ণতম নয় বুধ

সূর্যের সবথেকে কাছে হলেও উষ্ণতম নয় বুধ

তবু মঙ্গলের তাপমাত্রা খানিকটা পৃথিবীর কাছাকাছি। পৃথিবীতেও এমন স্থান রয়েছে, যেখানে মঙ্গলের মতো আবহাওয়া। সূর্যের সবথেকে কাছে হলেও উষ্ণতম গ্রহ নয় বুধ। সৌরজগতের সবথেকে উষ্ণতম গ্রহ হল শুক্র। সূর্যের থেকে অপেক্ষাকৃত বেশি দূরে থেকেও শুক্র উষ্ণতম, তার ঘন বায়ুমণ্ডল ও কার্বন ডাই অক্সাইডের আধিক্যের কারণে।

বুধ ও শুক্র গ্রহের তাপমাত্রা

বুধ ও শুক্র গ্রহের তাপমাত্রা

বুধ সূর্যের সূবথেকে কাছের গ্রহ। সূর্য থেকে ৫৭ মিলিয়ন কিলোমিটার দূরত্বে অবস্থিত বুধ। বুধের গড় তাপমাত্রা ৩৩৩ ডিগ্রি ফারেনহাইট বা ১৬৭ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্র দ্বিগুণ দূরে থেকেও বুধের তুলনায় দ্বিগুণের বেশি তাপমাত্রা। শুক্র গ্রহের তাপমাত্রা ৮৬৭ ডিগ্রি ফারেনহাইট বা ৪৬৪ ডিগ্রি সেলসিয়াস।

পৃথিবী ও মঙ্গল গ্রহের তাপমাত্রা

পৃথিবী ও মঙ্গল গ্রহের তাপমাত্রা

পৃথিবীর গড় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেন্টিগ্রেড বা ৫৯ ডিগ্রি ফারেনহাইট। সেখানে মঙ্গলের গড় পৃথিবীর তাপমাত্রা মাইনাস ৬৫ ডিগ্রি সেন্টিগ্রেড বা মাইনাস ৮৫ ডিগ্রি ফারেনহাইট। পৃথিবীতেও এমন স্থান রয়েছে, যেখান মঙ্গলের মতো আবহাওয়া বা তাপমাত্রা।

বৃহস্পতি ও শনি গ্রহের তাপমাত্রা

বৃহস্পতি ও শনি গ্রহের তাপমাত্রা

মঙ্গলের পরই সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব আরও বেশি। সেইমতো বৃহস্পতি আরও ঠান্ডা মঙ্গলের থেকে। গ্যাসীয় দানব গ্রহ বৃহস্পতির গড় তাপমাত্রা মাইনাস ১১০ ডিগ্রি সেন্টিগ্রেড বা মাইনাস ১৬৬ ডিগ্রি ফারেনহাইট। আর তার থেকেও দূরে অবস্থিত শনি। শনির গড় তাপমাত্রা মাইনাস ১৪০ ডিগ্রি সেন্টিগ্রেড বা মাইনাস ২২০ ডিগ্রি ফারেনহাইট।

ইউরেনাস ও নেপচুন গ্রহের তাপমাত্রা

ইউরেনাস ও নেপচুন গ্রহের তাপমাত্রা

সৌরজগতের শীতলতম গ্রহ ইউরেনাস বা নেপচুন। এই দুটি গ্রহের তাপমাত্রা প্রায় সমান। বলা যায় শীতলতম গ্রহ নেপচুন ও ইউরেনাস- দুটোই। খাতায় কলমে ইউরেনাসের তাপমাত্রা মাইনাস ৩২০ ডিগ্রি ফারেনহাইট বা মাইনাস ১৯৫ ডিগ্রি সেলসিয়াস। আর নেপচুনের তাপমাত্রা মাইনাস ৩৩০ ডিগ্রি ফারেনহাইট বা মাইনাস ২০০ ডিগ্রি সেলসিয়াস। প্রায় কাছাকাছি তাপমাত্রা এই দুই গ্রহ ইউরেনাস ও নেপচুনের।

পৃথিবীর আকাশে সবুজ রংয়ের ধূমকেতু দর্শন, বিরল ছবি ধরা পড়ল ভারতীয় টেলিস্কোপেপৃথিবীর আকাশে সবুজ রংয়ের ধূমকেতু দর্শন, বিরল ছবি ধরা পড়ল ভারতীয় টেলিস্কোপে

English summary
The hottest planet and the coldest planet of solar system and the temperature of planets
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X