For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২২-এর বৃহত্তম ‘সুপারমুনে’র দেখা মিলবে আকাশে, এদিনই পৃথিবীর সবথেকে কাছে চাঁদ

২০২২-এর বৃহত্তম ‘সুপারমুনে’র দেখা মিলবে আকাশে, এদিনই পৃথিবীর সবথেকে কাছে চাঁদ

Google Oneindia Bengali News

২০২২-এর বৃহত্তম সুপারমুনের দেখা মিলবে রাতের আকাশে। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুধবার পৃথিবীর সবথেকে কাছে আসছে চাঁদ। আর এই বুধবারই দেখা যাবে সবথেকে বড় সুপারমুনকে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এখন সবথেকে বেশি। একইভাবে চাঁদের দূরত্ব কম। তার ফলে চাঁদ পৃথিবীতে আবির্ভূত হবে বিরাট আকারে।

চাঁদের আরও কাছে পৃথিবী

চাঁদের আরও কাছে পৃথিবী

চাঁদ থেকে আমাদের পৃথিবীর দূরত্ব মাত্র ৩ লক্ষ ৫৭ হাজার ২৬৪ কিলোমিটার। ফলে সুপারমুনের আকারে দেখা যাবে চাঁদকে। এর ফলে পৃথিবীতে জোয়ারের প্রভাবও বেশি হবে। উপকূল উত্তাল থাকবে বুধবার। জলস্ফীতি দেখা যেতে পারে। চাঁদের এই কাছাকাছি আসা ও সুপারমুনের প্রভাব সমুদ্রে জোয়ার-ভাটায় পড়বে বেশ।

সুপারমুন কী, কেন হয়?

সুপারমুন কী, কেন হয়?

সুপারমুন মানে এই নয় যে, চাঁদ বিরাট বড় হয়ে যাবে। সুপারমুনের চাঁদ বড় হবে, তবে তা হবে আগের তুলনায় খানিকটা। এর ঔজ্জ্বল্যও বাড়বে। চাঁদের আলো পৃথিবীর উপর পড়বে আর সাদা হয়ে। চাঁদের এই অবস্থানকে বলা হয় পেরিজি। সুপারমুন শব্দটির জনক জ্যোতিষী রিচার্ড নোলে। ১৯৭৯ সাল থেকে এই নামে পরিচিত হয়ে আসছে বছরের এক বিশেষ সময়ের পূর্ণিমার চাঁদ।

চঁদ পৃথিবীর কত কাছে

চঁদ পৃথিবীর কত কাছে

চাঁদ উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে পৃথিবীকে। এর সবথেকে দূরবর্তী বিন্দুটিকে বলা হয় অ্যাপোজি। আর নিকটবর্তী বিন্দুটিকে বলা হয় প্যারোজি। উল্লেখ্য, পৃথিবী থেকে গড়ে প্রায় ৪ লক্ষ ০৫ হাজার ৫০০ কিলোমিটার দূরে থাকে চাঁদ।

 বুধবার রাতের আকাশে যে সুপারমুন দেখা যাবে

বুধবার রাতের আকাশে যে সুপারমুন দেখা যাবে

১৩ জুলাই অর্থাৎ বুধবার রাতের আকাশে যে সুপারমুন দেখা যাবে, তা এ বছরের সবথেকে বড়। এই সুপারমুনকে বক মুনও বলা হয়। আবার এই সুপারমুনকে বলা হচ্ছে থান্ডার মুনও। বিরল 'সুপার থান্ডার মুন'বুধবার রাতের আকাশকে মোহময়ী করে তুলবে বলেই বিশ্বাস মহাকাশপ্রেমীদের। এটি এ বছরের দ্বিতীয় সুপারমুন। প্রথম সুপারমুন দেখা গিয়েছিল জুন মাসে যা স্ট্রবেরি মুন নামে পরিচিত ছিল। চাঁদ পৃথিবী থেকে ৩ লক্ষ ৬৩ হাজার ৩০০ কিলোমিটার দূরে ছিল তখন। এখন আরও ৬ হাজার কিলোমিটার কাছে অবস্থান করছে।

কবে দেখা যাবে সুপার থান্ডার মুন

কবে দেখা যাবে সুপার থান্ডার মুন

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, এবার আসন্ন পূর্ণিমায় বিরল 'সুপার থান্ডার মুন' দেখা যাবে আকাশে। এই চাঁদের দীপ্তিতে চোখ ফেরাতে যাবে না। নিশ্চয়ই বিরল এই চাঁদের জ্যোৎস্নায় মন ভরিয়ে নিতে চাইবেন মহাকাশপ্রেমীরা। আসছে সেই দিন ১৩ জুলাই বুধবার। সূর্য অস্ত গেলেই চোখ রাখুন মহাকাশে। দেখতে পাবেন সুপারমুন, যা রাতের আকাশের শোভা বাড়িয়ে দেবে বহুগুণ।

আরও একটি সুপারমুনের অপেক্ষা

আরও একটি সুপারমুনের অপেক্ষা

নাসার জ্যোতির্বিজ্ঞানীরা জানান, সুপারমুন বছরে মাত্র তিন থেকে চারবার দেখা যায়। অনেক সময় এটা পর পর দেখা যায়। ২০২২ সালে এই নিয়ে দ্বিতীয়বার দেখা যাচ্ছে সুপারমুন। বছরের প্রথম সুপারমুনটি দেখা গিয়েছিল জুন মাসে। বছরের তৃতীয় ও শেষটি অগাস্টেই দেখা যাবে। গ্রীষ্ম চলে গেলে অর্থাৎ সেপ্টেম্বরের পর আর সুপারমুন দেখার সম্ভাবনা থাকবে না। অর্থাৎ চাঁদ তখন পৃথিবী থেকে অনেক দূরে সরে যাবে।

চাঁদের মাটিতে ছোট্ট বাগান! প্রথম জন্মানো গাছগুলি কোন পদ্ধতিতে বড় হয়ে উঠছেচাঁদের মাটিতে ছোট্ট বাগান! প্রথম জন্মানো গাছগুলি কোন পদ্ধতিতে বড় হয়ে উঠছে

English summary
The biggest Super Moon will seen in Sky which day the Earth will come nearest position of Moon
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X