For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌর ঝড় বারবার আঘাত হানছে পৃথিবীতে, ভূ-চৌম্বকীয় ক্ষেত্র পড়ছে গভীর সঙ্কটে

সৌর ঝড় বারবার আঘাত হানছে পৃথিবীতে, ভূ-চৌম্বকীয় ক্ষেত্র পড়ছে গভীর সঙ্কটে

  • |
Google Oneindia Bengali News

পৃথিবীর উপর ফের আছড়ে পড়েছে সৌর-ঝড়। ফলে পৃথিবীর ভূ-চৌম্বকীয় ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। সূর্যের তীব্র কার্যকলাপে বারবার অগ্ন্যুৎপাত হয়ে চলেছে। বর্তমানে সৌর-চক্র সর্বোচ্চ ক্রিয়াকলাপের অবস্থায় পৌঁছেছে। এর ফলে সংখ্যায় অনেক বেশি তৈরি হচ্ছে সৌর ঝড়। আবার সেই ঝড়ের ফলে উচ্চ গতির কণা এবং করোনাল ভর নির্গমন হয়েই চলেছে।

ভূ-চৌম্বকীয় ঝড় আঘাত হেনেছে পৃথিবীতে

ভূ-চৌম্বকীয় ঝড় আঘাত হেনেছে পৃথিবীতে

সৌরজগতের নক্ষত্র সূর্য থেকে সৃষ্টি ভূ-চৌম্বকীয় ঝড় আঘাত করছে পৃথিবীতে। তার ফলে প্রভাব পড়ছে পৃথিবীর ভূ-চৌম্বকীয় ক্ষেত্রে। শনিবার ভূ-চৌম্বকীয় ঝড় আঘাত হানে পৃথিবীতে। সৌর প্রবাহের সঙ্গে ছোটো এই জি-ওয়ান শ্রেণির ঝড়ের ফলে অরোরা ও রেডিও ব্ল্যাক আউট তৈরি করে। স্পেস ওয়েদার ডট কমের তরফে সৌর কার্যকলাপ ট্র্যাক করে বলা হয়েছে, গ্রহের উচ্চ অক্ষাংশ এলাকায় আরও অরোরা ট্রিগার হতে পারে।

সৌর-বায়ু থেকে পৃথিবীর আকাশে শক্তির আদান-প্রদান

সৌর-বায়ু থেকে পৃথিবীর আকাশে শক্তির আদান-প্রদান

ভূ-চৌম্বকীয় ঝড় হল পৃথিবীর চৌম্বকমণ্ডলের একটি প্রধান ব্যাঘাত যা তখন ঘটে যখন সৌর-বায়ু থেকে পৃথিবীর চারপাশের মহাকাশে শক্তির আদান-প্রদান হয়। এই ভূ-চৌম্বকীয় ঝড় ৪ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর মধাহ্ন পর্যন্ত জারি থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশের আবহাওয়া বিষয়ক সংস্থা নোয়া পূর্বাভাসে তা জানিয়েছিল।

ঝড়টি প্রত্যাশিত সময়ের থেকে দীর্ঘস্থায়ী হচ্ছে

ঝড়টি প্রত্যাশিত সময়ের থেকে দীর্ঘস্থায়ী হচ্ছে

ভূ-চৌম্বকীয় ঝড় সৃষ্টিকারী সৌর বায়ু সূর্যের বায়ুমণ্ডলের একটি বড় গর্ত থেকে ঘণ্টায় ২,১৬,০০০ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে। ঝড়টি প্রত্যাশিত সময়ের থেকে দীর্ঘস্থায়ী হচ্ছে। সেই কারণেই ভূ-চৌম্বকীয় কার্যকলাপ ৫ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছিল মহাকাশ আবহাওয়া সংস্থা। আর সেটাই হয়েছে।

একাধিকবার ভূ-চৌম্বকীয় ঝড় পৃথিবীকে আঘাত করেছে

একাধিকবার ভূ-চৌম্বকীয় ঝড় পৃথিবীকে আঘাত করেছে

এটাই প্রথমবার হল না যে ভূ-চৌম্বকীয় ঝড় পৃথিবীতে আঘাত হানল। এর আগে একাধিকবার ভূ-চৌম্বকীয় ঝড় পৃথিবীর বুকে আঘাত হেনেছে। মহাকাশ বিষয়ক আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্রেে যে সংস্থা রয়েছে সেই নোয়া গত সপ্তাহে এমনই একটি রেডিও ব্ল্যাক আউটের খবর দিয়েছিল।

সূর্যের উপরে আগুনের একটি গিরিখাত থেকে আসে ঝড়

সূর্যের উপরে আগুনের একটি গিরিখাত থেকে আসে ঝড়

ওই ভূ-চৌম্বকীয় ঝড়ের ফলে একাঝধিক এম ক্লাস সোলার ফ্লেয়ার পৃথিবীতে আঘাত হানে। সৌর শিখা হল সূর্য থেকে আসা বিকিরণের তীব্র বিস্ফোরণের ফল, যা আলোর উজ্জ্বল ঝলক হিসেবে দেখা যায়। ভূ-চৌম্বকীয় ঝড়ের ভবিষ্যদ্বাণীগুলি সূর্যের উপরে আগুনের একটি গিরিখাত থেকে আসে।

সূর্যের গিরিখাত পৃথিবীকে গ্রাস করে নিতে পারে

সূর্যের গিরিখাত পৃথিবীকে গ্রাস করে নিতে পারে

আগুনের গিরিখাত থেকে কয়েকদিন পর পরই তা আসতে শুরু করে, যখন সূর্যের দাগ অস্থির হয়ে ওঠে এবং বিস্ফোরিত হয়। ওই খাদটি পৃথিবীকে গ্রাস করার পক্ষে যথেষ্ট ছিল বলে জানিয়েছে নোয়া। সূর্য গত সপ্তাহে মোট ৩২টি করোনাল ভর নির্গমন ও ২৪টি সৌর শিখা এবং দুটি নতুন সক্রিয় অঞ্চল তৈরি করেছে।

৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাতে কেন উদ্যোগী নাসা, আর্টেমিস মিশনকে ঘিরে স্বপ্ন একরাশ৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাতে কেন উদ্যোগী নাসা, আর্টেমিস মিশনকে ঘিরে স্বপ্ন একরাশ

English summary
Solar storm hits on Earth and World faces big problem from its star Sun continuously
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X