For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেপচুন ও ইউরেনাসে হিরের বৃষ্টি হয়! মহাকাশ গবেষণায় চাঞ্চল্যকর তথ্য পেলেন বিজ্ঞানীরা

পৃথিবীতে হিরে খুবই অপ্রতুল, তা মহার্ঘ্যও। কিন্তু আমাদের সৌর জগতেই এমন গ্রহ রয়েছে যেখানে হিরের বৃষ্টি হয়। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সাম্প্রতিক মহাকাশ গবেষণায়।

  • |
Google Oneindia Bengali News

পৃথিবীতে হিরে খুবই অপ্রতুল, তা মহার্ঘ্যও। কিন্তু আমাদের সৌর জগতেই এমন গ্রহ রয়েছে যেখানে হিরের বৃষ্টি হয়। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সাম্প্রতিক মহাকাশ গবেষণায়। পৃথিবীতে হিরে এমন এক স্থানে রয়েছে, যা সংগ্রহ করা দুঃসাধ্য, কিন্তু সেইসব গ্রহে হিরে পাওয়া যায় ভূ-পৃষ্ঠেই। মহাকাশ গবেষণায় সম্প্রতি এই তথ্য উঠে আসায় আলোড়ন পড়ে গিয়েছে।

পৃথিবীতে বেশিরভাগ প্রাকৃতিক হিরেই ১০০ মাইল গভীরে

পৃথিবীতে বেশিরভাগ প্রাকৃতিক হিরেই ১০০ মাইল গভীরে

পৃথিবীতে সবথেকে দামি বস্তুগুলোর মধ্যে একটি হল হিরে। তার প্রধান কারণ হিরের সৌন্দর্য। পৃথিবীতে হিরের দামি হওয়ার কারণ উপযোগিতা ও অপ্রতুলতা। হিরা মূলত কার্বনের কঠিন রূপ যা অত্যাধুনিক তাপ ও চাপে দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্টি স্থানে থাকার কারণে হয়। পৃথিবীতে বেশিরভাগ প্রাকৃতিক হিরেই পৃথিবীর পৃষ্ঠ থেকে ১০০ মাইলেরও বেশি গভীরে থাকে।

কার্বন হিরেয় রূপান্তরিত হতে ১০০ থেকে ৩০৫ বছর

কার্বন হিরেয় রূপান্তরিত হতে ১০০ থেকে ৩০৫ বছর

১৫০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও ৪৫ থেকে ৯০ কিলোবার চাপে কার্বন পরমাণু হিরায় রূপান্তরিত হয়। কার্বন হিরেয় রূপান্তরিত হতে ১০০ থেকে ৩০৫ বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। পৃথিবীতে শুধুমাত্র আগ্নেয়গিরির উদ্গীরণের মাধ্যমে হিরে পৃথিবীতে উঠে আসে। বিভিন্ন অঞ্চলে খনিতে পাওয়া যায় হিরে।

ইউরেনাস ও নেপচুন গ্রহে রীতিমতো হিরার বৃষ্টি

ইউরেনাস ও নেপচুন গ্রহে রীতিমতো হিরার বৃষ্টি

পৃথিবীতে হিরের পরিমাণ ও সরবরাহ কম হলেও বিজ্ঞানীদের ধারণা মহাবিশ্বের অন্যান্য় গ্রহে প্রচুর পরিমাণে হিরে রয়েছে। এমনকী ইউরেনাস ও নেপচুন গ্রহে রীতিমতো হিরার বৃষ্টি হয়। বিজ্ঞানীদের ধারণা নেপচুন ও ইউরেনাসে হিরে বর্ষিত হয়। গবেষণাগারে প্লাস্টিকের উপর শক্তিশালী লেজার প্রক্ষেপণের ফলে নেপচুন ও ইউরেনাসের মতো গ্রহে কীভাবে হিরে গঠন হয় এবং কীভাবে তা বৃষ্টি আকারে ঝরে পড়ে তার ব্যাখ্যা দেন।

বড় বড় বরফে আচ্ছাদিত গ্রহে হিরে

বড় বড় বরফে আচ্ছাদিত গ্রহে হিরে

গবেষণা দলটি ক্যালিফোর্নিয়ার এসএলসি নযাশনার অ্যাক্সিলারেটর গবেষণাগারে এই গবেষণার প্রক্রিয়া সম্পন্ন করেন। বিজ্ঞানীরা আগেই বলেছিলেন, বড় বড় বরফে আচ্ছাদিত গ্রহগুলির পৃষ্টে হাজার হাজার কিলোমিটার অভ্যন্তরে অত্যন্ত চাপ ও তাপমাত্রা হাইড্রোজেন ও কার্বনকে শক্ত হিরেয় পরিণত করে। এ নিয়ে বেশ কিছুদিন ধরেই গবেষণা চালাচ্ছেন জার্মানিস ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা।

যে সমস্ত গ্রহের ভূপৃষ্ঠের নীচের অংশ গরম ও ঘন তরলে পরিপূর্ণ

যে সমস্ত গ্রহের ভূপৃষ্ঠের নীচের অংশ গরম ও ঘন তরলে পরিপূর্ণ

সম্প্রতি একটি গবেষণা রিপোর্ট সায়েন্স অ্যাডভান্সেস-এ প্রকাশিত হয়েছে। গবেষণায় বিজ্ঞানীরা বলেন, হিরে গঠনের প্রক্রিয়ার সঙ্গে অক্সিজেনের বড় ভূমিকা রয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে আমাদের সৌরজগতের অন্য গ্রহে হিরে বৃষ্টি এক অতি সাধারণ ঘটনা হয়ে থাকতে পারে। যে সমস্ত গ্রহের ভূপৃষ্ঠের নীচের অংশ গরম ও ঘন তরলে পরিপূর্ণ। সেই স্তরে সহজেই হিরা গঠিত হতে পারে।

English summary
Scientists found important information that there is diamonds rain in Neptune and Uranus.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X