For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভিন-জগতের বিশাল মেঘের ছবি শেয়ার করল নাসা! আন্তঃনাক্ষত্রিক ধূলিকণা-গ্যাসে পরিপূর্ণ আকাশ

ভিন-জগতের বিশাল মেঘের ছবি শেয়ার করল নাসা! আন্তঃনাক্ষত্রিক ধূলিকণা-গ্যাসে পরিপূর্ণ আকাশ

Google Oneindia Bengali News

সম্প্রতি ভিন-জগতের বিশাল মেঘের ছবি সামনে তুলে ধরেছে নাসা। সেই নক্ষত্র-জগতের আকাশ ধূলিকণা-গ্যাসে পরিপূর্ণ। ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসা তাদের ইনস্টাগ্রাম পেজে ওই ছবি শেয়ার করেছে। হাবল স্পেস টেলিস্কোপ এই ছবি ক্যামেরাবন্দি করেছে।

ভিন-জগতের বিশাল মেঘের ছবি শেয়ার করল নাসা! আন্তঃনাক্ষত্রিক ধূলিকণা-গ্যাসে পরিপূর্ণ আকাশ

হাবল স্পেস টেলিস্কোপের এনজিসি ৬৫৩০-র ক্যাপচার করা অত্যাশ্চর্য ধনু রাশির দক্ষিণ নক্ষত্রের ওই ছবি আপনাকে মন্ত্রমুগ্ধ করে রাখবে। চশমার মতো দেখতে নক্ষত্রের ধূলিকণার চকচকে বিভিন্ন সম্মোহনী রঙের সংমিশ্রণ পৃথিবী থেকে প্রায় ৪৩৫০ আলোকবর্ষ দূরে অবস্থিত। নাসার শেয়ার করা ছবিতে হাজার হাজার তারার মেলা দেখা গিয়েছে।

জ্যোতির্বিজ্ঞানীরা এই ছবিটি তুলেছেন হাবল স্পেস টেলিস্কোপ ব্যবহার করে। নাসা জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানীরা সমীক্ষার জন্য হাবল স্পেস টেলস্কোপের অ্যাডভান্সড ক্যামেরা এবং ওয়াইড ফিল্ড প্ল্যানেটারি ক্যামেরা ব্যবহার করেছেন। এই উজ্জ্বল ডিস্কগুলি নতুন নক্ষত্রকে ঘিরে রাখে। এর মাধ্যমে বিজ্ঞানীরা তারার জন্ম, উৎপত্তি এবং এক্সোপ্ল্যানেটারি সিস্টেমগুলি পর্যবেক্ষণ করতে পারে।

ওই সহস্র তারার মেলা পৃথিবী থেকে প্রায় ৪৩৫০ আলোকবর্ষ দূরে ধনু রাশিতে অবস্থিত। লেগুন নেবুলার মধ্যে তাপমাত্রা, নাক্ষত্রিক বাতাস এবং বিকিরণ-সহ একটি নাক্ষত্রিক নার্সারি তৈরি হয়। তৈরি হয় আন্তঃনাক্ষত্রিক ধূলিকণা ও গ্যাসের একটি বিশাল মেঘ।

নাসার শেয়ার করা ওই ছবিটিতে দেখা গিয়েছে, প্রতিটি দিকে মেঘলা তরঙ্গ রয়েছে। লাল, কমলা, নীল, সবুজ এবং হলুদের ব্যান্ডে ছড়িয়ে রয়েছে মেঘগুলি। তা একটি তরলের মতো দেখা যাচ্ছে। তা চারপাশে মিশে যাচ্ছে। ছোটো সাদা, তারার নীল এবং বেগুনি বিন্দুগুলি এলোমেলোভাবে পুরো ছবি জুড়ে রয়েছে।

শুধু ভিন-জগতের আকাশ ভরা মেঘের ছবিই নয়, নাসার অরবিটারে সম্প্রতি ধরা পড়েছে মঙ্গল গ্রহের উপর এক অদ্ভুত প্যাটার্নের গর্তের ছবিও! নাসার মার্স রিকননাইসেন্স অরবিটারে লাল গ্রহের আরব টেরার উত্তর সমভূমিতে গর্তের একটি চিত্র ধারণ করা হয়েছে, যার আকার অদ্ভুত।

মঙ্গল আমাদের প্রতিবেশী গ্রহ। তা সত্ত্বেও মঙ্গল সম্বন্ধে আমরা বিশেষ কিছু জানি না। এর মধ্যে লুকিয়ে রয়েছে অনেক রহস্য। নাসার মার্স রিকননাইসেন্স অরিবটারে সেই রহস্যের ছাপ স্পষ্ট। সম্প্রতি মঙ্গলের যে অদ্ভুত প্যাটার্নের গর্তের ছবি প্রকাশ পোয়েছে, তা ৬০০ মিটার ব্যাসের থেকে বড় এবং ৪৫০ মিটার বা তার থেকে কম পরিমাপের গর্তও রয়েছে। সেই গর্তের স্তরীকরণ সত্যিই বিস্ময়ের, যা দেখতে সিঁড়ি বা সোপানের মতো।

নাসার অরবিটারে ধরা পড়ল মঙ্গল গ্রহের গর্ত! এক অদ্ভুত প্যাটার্ন নজর করলেন বিজ্ঞানীরানাসার অরবিটারে ধরা পড়ল মঙ্গল গ্রহের গর্ত! এক অদ্ভুত প্যাটার্ন নজর করলেন বিজ্ঞানীরা

English summary
NASA shares a image of gigantic cloud of interstellar dust and gas
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X