For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সূর্যগ্রহণের পর সূর্য কি সত্যিই হাসছে, নাকি ফের কোন দুর্যোগের পূর্বাভাস নাসার ছবিতে

সূর্যগ্রহণের পর সূর্য কি সত্যিই হাসছে, নাকি ফের কোন দুর্যোগের পূর্বাভাস নাসার ছবিতে

  • |
Google Oneindia Bengali News

কালীপুজোর পরদিন মঙ্গলবার আংশিক সূর্যগ্রহণের পর সূর্য তার বায়ুমণ্ডলে একেবারে অন্য রূপে আবির্ভূত হয়েছে। সৌরমণ্ডলে তৈরি হয়েছে একটি হাসিমুখের প্যাটার্ন। নাসা সান তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে সেই চোখ ধাঁধানো ছবি শেয়ার করেছেন। ছবিটিতে দেখা যাচ্ছে সূর্যের উপর কালো ছোপ দিয়ে তৈরি মুখের মতো একটি প্যাটার্ন। এই ছবিতে স্পষ্ট, সূর্য যেন হাসছে।

সোলার ডায়নামিক অবজার্ভেটরিতে দেখা যাচ্ছে- সূর্য হাসছে

নাসা স্মাইলিং সানের এই ছবি শেয়ার করার পরই তা ভাইরাল হয়ে গিয়েছে। নাসার সোলার ডায়নামিক অবজার্ভেটরিতে দেখা যাচ্ছে- সূর্য হাসছে। অতিবেগুনি রশ্মিতে দেখা যায়, সূর্যের এই অন্ধকার ছোপগুলিকে করোনাল হোল বলা হয় এবং এমন অঞ্চল যেখানে দ্রুত সৌর বায়ু মহাকাশে প্রবাহিত হয়। নাসা টুইটে এমনই বার্তা দিয়েছে।

সূর্যগ্রহণের পর সূর্য হাসছে, দুর্দান্ত কিন্তু ভয়ঙ্কর ছবি

সূর্যগ্রহণের পর সূর্য হাসছে, দুর্দান্ত কিন্তু ভয়ঙ্কর ছবি

নাসার সান টুইটার হ্যান্ডেল থেকে ছবিটি পোস্ট করার পর ১৪ হাজারের বেশি লাইক পড়ে যায় প্রায় চার হাজার রিটুইট করা হয়েছে। আর হাজারের বেশি মন্তব্য এসেছে। অনেকে বলেছেন, সূর্য হাসছে। অনেকে মজা করে বলেছেন, অবশ্যই সূর্যগ্রহণের পর সূর্য হাসছে। আবার একজন লিখেছে, দুর্দান্ত, কিন্তু ভয়ঙ্কর ছবি। আবার একজন বলেছেন ভয়ঙ্কক সুন্দর ছবি। তবে যে যাই বলুন, ছবিতে স্পষ্ট যে, সূর্য হাসছে।

সূর্যের ছবি দেখে যতটা খুশি বা আনন্দ লাগে, তা কিন্তু নয়

সূর্যের ছবি দেখে যতটা খুশি বা আনন্দ লাগে, তা কিন্তু নয়

এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, আমি স্মাইলির দুটি সংস্করণ দেখতে পাচ্ছি। বড় করোনাল হোলটি একটি নাক এবং এটির নীচে ঘূর্ণায়মান বক্ররেখা রয়েছে, যা একটি মুখ। বড় করোনাল গর্তটি নিজেই একটি সুন্দর মুখ। মহাকাশ বিশেষজ্ঞদের মতে সূর্যের ছবি দেখে যতটা খুশি বা আনন্দ লাগে, এটিকে দেখে তা মনে হচ্ছে না।

পৃথিবীতে একটি সৌর ঝড়ের পূর্বাভাস হতে পারে

পৃথিবীতে একটি সৌর ঝড়ের পূর্বাভাস হতে পারে

মহাকাশ বিশেষজ্ঞের মতে, অতিবেগুনি রশ্মিতে যে অন্ধকার ছোপগুলো দেখা যায়,. তা আসলে করোনাল হোল, যেগুলি এমন অঞ্চল যেখানে দ্রুত সৌর বায়ু মহাকাশে প্রবাহিত হয়। এই করোনাল গর্তগুলি পৃথিবীতে একটি সৌর ঝড়ের কারণ হতে পারে। কারণ তারা বায়ুর একটি জটিল প্রবাহের সৃষ্টি করে। মুখের মতো প্যাটার্নটি এই করোনার ছিদ্রগুলির কাকতালীয় ফলাফল, যা মূলত সূর্যের বায়ুমণ্ডলে উন্মুক্ত চৌম্বকীয় ক্ষেত্রের অঞ্চল, যা আশেপাশের প্লাজমার থেকে শীতল এবং ঘন।

ফের এক সৌর-বিস্ফোরণের ঘটনা ঘটতে চলেছে

ফের এক সৌর-বিস্ফোরণের ঘটনা ঘটতে চলেছে

স্পেস ওয়েদার ডট কম সমস্ত সৌর ক্রিয়াকলাপের উপর নজর রাখার পর জানিয়েছে, সূর্যের এই যে হাসিমুখ, এটা কি সত্যিই কোনও সুখকর বার্তা বহন করে, নাকি কোনও দুর্যোগ ফের ঘনিয়ে আসছে। জানা গিয়েছে ২৮ অক্টোবর একটি তীব্র সৌর ঝড় পৃথিবীতে আঘাত হানবে। সূর্যগ্রহণের পর সূর্যের হাসিমুখের ছবি আনন্দের বলে মনে হলেও, তা আনন্দের নয়, ফের এক সৌর-বিস্ফোরণের ঘটনা ঘটতে চলেছে। তারই পূর্বাভাস এটা।

ছবি সৌ:নাসা

হিমাচল প্রদেশ নির্বাচন ২০২২: বিজেপি জয়ের 'প্রথা' পরিবর্তন করবে! দাবি মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের হিমাচল প্রদেশ নির্বাচন ২০২২: বিজেপি জয়ের 'প্রথা' পরিবর্তন করবে! দাবি মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের

English summary
NASA shared a smiley sun face image after partial solar eclipse and what indicates that
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X