For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাসার অপরচুনিটি মার্স রোভার মডেল ঘুরছে গোটা বিশ্বে, প্রদর্শনী ভারতের এই শহরেও

নাসার অপরচুনিটি মার্স রোভার মডেল ঘুরছে গোটা বিশ্বে, প্রদর্শনী ভারতের এই শহরেও

  • |
Google Oneindia Bengali News

নাসার 'অপরচুনিটি' মার্স রোভার সম্প্রতি মঙ্গল গ্রহে নানা কর্মকাণ্ড করে চলেছে। মঙ্গলের অলিতে গলিতে ঘুরে এসেছে নাসার 'অপরচুনিটি' রোভার। মহাকাশে দীর্ঘ সাফল্যের পর নাসার 'অপরচুনিটি' মার্স রোভারের মডেল এখন ঘুরছে গোটা বিশ্বে। সম্প্রতি তার প্রদর্শনী চলল ভারতেও।

নাসার অপরচুনিটি মার্স রোভার মডেল ঘুরছে গোটা বিশ্বে, প্রদর্শনী ভারতের এই শহরেও

নাসার প্রেরিত কোন মঙ্গলযান লাল গ্রহে চরে বেড়াচ্ছে, তা জানতে বহু মানুষের উৎসাহ রয়েছে। সেই উৎসাহের অবসান ঘটাতে নাসার 'অপারচুনিটি' মার্স রোভার মডেলটি এখন জনসাধারণের জন্য প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। দুবাইয়ের পর ভারতের চেন্নাই শহরে নেমেছে নাসার 'অপরচুনিটি' মার্স রোভার। সেখানে সর্বসাধারণের জন্য তা উন্মুক্ত।

দুবাইয়ে ২০২০-র ওয়ার্ল্ড এক্সপো চলাকালীন ওয়াশিংটন ডিসিৃর স্মিথসোনিয়ান্স এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়াম এবং ইউএস প্যাভিলিয়নে প্রদর্শিত হওয়ার পর নাসার অপরচুনিটি মার্স রোভারের পূর্ণ স্কেল মডেলটি এখন ভারতের তামিলনাড়ুতে চেন্নাই শহরে অবতরণ করেছে। সেখানে প্রদর্শিত হওয়ার পর রোভারটি যাবে বেঙ্গালুরুতে

নাসা জানিয়েছে, ২০০৩ সালে চালু হওয়া এই 'অপরচুনিটি' মার্স রোভার মিশটি তাদের সবথেকে সফল অনুসন্ধান প্রচেষ্টা বলে বিবেচনা করা হয়। রোভারটি ২০০৪ সালে লাল গ্রহে অবতরণ করেছিল। এই গ্রহের পৃষ্ঠে জলের অস্তিত্ব প্রমাণে তা অনুসন্ধান চালিয়ে যাচ্ছিল।

নাসার 'অপরচুনিটি' মার্স রোভারটি তার মিশনের সময়ে কয়েকটি মূল আবিষ্কার করেছে, যার মধ্যে রয়েছে জলের অস্তিত্ব, যেখানে জীবন টিকিয়ে রাণতে পারে জীবাণু। অর্থাৎ প্রাণ থকাতে পারে মঙ্গলে। 'অপরচুনিটি' মার্স রোভারটি তার পরিকল্পিত ৯০ দিনের মিশনে গিয়েছিল। সেই অবস্থায় মঙ্গলে ১৫ বছর ধরে অনুসন্ধান চালিয়ে গিয়েছে।

কর্নেল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দ্বারা নির্মিত হয়েছিল মার্স রোভারটি। এই মডেলটি একটি ইন্টারেক্টিভ প্রদর্শনী যা স্কুলের শিক্ষার্থীদের পরিদর্শন করার জন্য তৈরি করা হয়। মার্স রোভারের চারপাশে নির্মিত কার্যকলাপ এবং মহাকাশ অনুসন্ধানের বৈশিষ্ট্য রয়েছে। পূর্ণ-স্কেল মডেলটি দক্ষিণ ভারতের চেন্নাই শহরে মার্কিন কনস্যুলেট জেনারেলের ভিতরে অবস্থিত আমেরিকান সেন্টারে স্থাপন করা হয়েছে।

জানানো হয়েছে, নাসার 'অপরচুনিটি' মার্স রোভারের মডেলটির প্রদর্শনী সোমবার থেকে শুক্রবার, সকাল ১০টা থেকে বিকাল ৪টে পর্যন্ত দেখা যাবে। ২০২৩ সালের জানুয়ারি মাস পর্যন্ত সর্বসাধারণের দেখার জন্য উন্মুক্ত থাকবে এই রোভাররের মডেলটি। চেন্নাইতে অস্থায়ী প্রদর্শনের পর এই মডেলটি স্থায়ী প্রদর্শনী হিসাবে বেঙ্গালুরুতে স্থাপন করা হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, ১৪ বছরের জীবদ্দশায় নাসার অপরচুনিটি মার্স রোভারটি ২.১৭ লাখেরও বেশি ছবি ধারণ করেছে। মঙ্গলগ্রহের পৃষ্ঠে ২৮ মাইল ভ্রমণ করেছে।

English summary
NASA’s opportunity Mars rover model being exhibited for public in Indian City Chennai and Bengaluru
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X