For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাঁদের সবথেকে কাছে নাসার ওরিয়ন মহাকাশযান, পৃথিবীতে রওনা হওয়া আগে শেষ ছবি

চাঁদের সবথেকে কাছে নাসার ওরিয়ন মহাকাশযান, পৃথিবীতে রওনা হওয়া আগে শেষ ছবি

Google Oneindia Bengali News

পৃথিবীতে ফিরে আসার আগের ছবি চাঁদ থেকে শেয়ার করল নাসার মহাকাশযান ওরিয়ন। সেই ছবিতে দেখা যাচ্ছে ওরিয়নের অবস্থান চাঁদের খুব কাছে। ওরিয়ন সোমবার চন্দ্রপৃষ্ঠের উপরে প্রায় ১৩০ কিলোমিটার অতিক্রম করেছে। তারপরই মহাকাশযানটি শেষ ফ্লাইবাই বার্ন সম্পূর্ণ করে পৃথিবীর দিকে চালিত হচ্ছে।

চাঁদের সবথেকে কাছে নাসার ওরিয়ন মহাকাশযান, পৃথিবীতে রওনা হওয়া আগে শেষ ছবি

৫০ বছর আগে অ্যাপোলো ১৭ উড়ে যাওয়ার পর আর্টেমিস মিশনে নাসার ওরিয়ন মহাকাশযান মানব অভিযানের মহড়ায় চাঁদের সবথেকে কাছে পৌঁছল। এবার ২৫ দিনের মিশনে পৃথিবী থেকে চাল লক্ষ কিলোমিটার মাইল দূরে চাঁদের সবথেকে দূরবর্তী বিন্দুতে পৌঁছয় ওরিয়ন। এবার সেখান থেকে পৃথিবীতে ফিরে আসার পালা।

নাসা জানিয়েছে, সাড়ে তিন মিনিটের ফ্লাইবাই বার্নের পর ১১ ডিসেম্বর প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউন করবে ওরিয়ন। মানুষের ভ্রমণের জন্য ডিজাইন করা একটি মহাকাশযান শেষবার চাঁদের কাছাকাছি এসেছিল অ্যাপোলোর চূড়ান্ত মিশনে। অ্যাপোলো ১৭ ৫০ বছর আগে জিন সারনান এবং হ্যারিসন স্মিথকে চন্দ্র পৃষ্ঠে নিয়ে গিয়েছিল। তখনই ১৯৬৯ সালে থেকে ১৯৭২ সাল পর্যন্ত মোট ছয়টি অ্যাপোলো মিশনে চাঁদে হেঁটেছিলেন ১২ জন মহাকাশচারী। আর তারাই শেষ। আবার নাসা মানব অভিযানে নামছে। ওরিয়নে কোনও মহাকাশচারী ছিলেন না। মহাকাশচারী পাঠানোর আগে আর্টেমিস মিশনে মানব অভিযানের মহড়া চালাল নাসা।

সোমবার রাত ১০টা ১৩ মিনিট নাগাদ ৩ মিনিট ২৭ সেকেন্ডের জন্য একটি ফ্লাইবাই সঞ্চালিত হয়। তার ফলে চাঁদের ১২৭ কিলোমিটার উপরে উড়ে যায় ওরিয়ন। প্রতি সেকেন্ডে প্রায় হাজার কিলোমিটার করে ওরিয়নের গতি পরিবর্তন হতে শুরু করে। এই কৌশলটি মিশনের ফেরার পথে সবথেকে বড়ো একটি বিষয়। এরপর মহাকাশযানটি পৃথিবীতে ফিরে আসার পথ ধরে।

নাসার মহাকাশযান ওরিয়ন চাঁদের বুকে যাত্রা শেষ করে পৃথিবীতে প্রত্যাবর্তন করতে চলেছে। সেই প্রস্তুতি তারা সেরে রেখেছে নাসা। ইতিমধ্যে নাসার এক্সপ্লোরেশন গ্রাউন্ড সিস্টেম এবং মার্কিন নৌবাহিনীর দলগুলি সমুদ্র তাঁদের চূড়ান্ত প্রশিক্ষণ শেষ করেছে। সমুদ্রে একটি মক ক্যাপসুল ব্যবহার করে অনুশীলন চালিয়েছে। সমুদ্র থেকে ওরিয়নকে উদ্ধারের সমস্ত প্রস্ততি সারা হয়ে গিয়েছে। এখন শুধু রবিবার ওরিয়নের ফেরার অপেক্ষা।

নাসার ওরিয়ন আর্টেমিস ওয়ান মিশনে মানুষকে চাঁদের পৃষ্ঠে ফেরত পাঠানোর লক্ষ্যে একটা কঠিন যাত্রাপথে গুরুত্বপূর্ণ মাইলফলক সম্পন্ন করে ফিরে আসছে। এবার আর্টেমিস টু মিশনে চাঁদে মানুষ পাঠানো হবে, তারপর আর্টেমিস থ্রি মিশনে চাঁদের মানুষ নামানো হবে ২০২৫ সালের মধ্যে। তারপর হবে মঙ্গলে মানব অভিযানের তোড়জোড়। তা হবে ২০৩০ সালের মধ্যে।

English summary
NASA’S Chandrayan Orion sends last image closest from Moon in Artemis mission before returning in Earth
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X