For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

NASA news: চাঁদকে বিদায় জানিয়ে প্রত্যাবর্তনের পথে নাসার ওরিয়ন, কবে পৌঁছবে পৃথিবীতে

NASA news: চাঁদকে বিদায় জানিয়ে প্রত্যাবর্তনের পথে নাসার ওরিয়ন, কবে পৌঁছবে পৃথিবীতে

  • |
Google Oneindia Bengali News

চাঁদে যাত্রা শেষ নাসার মহাকাশযান ওরিয়নের। চাঁদকে বিদায় জানিয়ে এবার প্রত্যাবর্তনের পথে ওরিয়ন। অপেক্ষা ওরিয়ন কবে পৌঁছবে পৃথিবীতে। তারপরই আর্টেমিস ওয়ানের সাফল্যের কথা শোনাবে নাসা। শুরু হবে আর এক প্রতীক্ষা, চাঁদে মানুষ পাঠানোর। নাসা জানিয়েছে চাঁদের কক্ষপথ ছেড়ে পৃথিবীর কক্ষপথে ফিরে এসেছে নাসা।

NASA news: চাঁদকে বিদায় জানিয়ে প্রত্যাবর্তনের পথে নাসার ওরিয়ন, কবে পৌঁছবে পৃথিবীতে

নাসা বৃহস্পতিবারই তার মহাকাশযান ওরিয়নকে চাঁদের দূরবর্তী কক্ষপথ থেকে বের করে আনার জন্য ইঞ্জিন বার্ন পরিচালনা করেছে। শনিবার সফলভাবে চাঁদের কক্ষপথ ছেড়ে পৃথিবীর কক্ষপথে ফিরে এসেছে ওরিয়ন। নাসা জানিয়েছে, ১১ ডিসেম্বর প্রশান্ত মহাসাগরে ওরিয়নের স্প্ল্যাশডাউনের আগে প্রয়োজনীয় দুটি কৌশলের মধ্যে এই ইঞ্জিন বার্ন একটি। দ্বিতীয়টি ৫ ডিসেম্বর ঘটবে।

তখন মহকাশযানটি চন্দ্রপৃষ্ঠ থেকে ১২৬.৭ কিলোমিটার উপরে উড়বে। এবং তখন ফেরার পথে ফ্লাইবাই বার্ন সঞ্চালন করবে। তার ফলে পৃথিবীর দিকে ওরিয়েনর গতিপথ চালিত হবে। উল্লেখ্য, ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ১৬ নভেম্বর নাসার স্পেস সিস্টেম রকেটে ওরিয়নের উৎক্ষেপণ হয়েছিল। ২০ দিনের মধ্যে চাঁদের যাত্রা শেষ করেছে ওরিয়ন। আর সাত দিনের মধ্যেই ওরিয়ন ফিরবে পৃথিবীতে।

নাসার এই ঐতিহাসিক মুন মিশনে চন্দ্রযান ওরিয়ন রেকর্ড ব্রেক করে আসছে। ১৯৭০ সালে চাঁদে যে দূরত্বে স্যাটেলাইট স্থাপন করে এসেছিল অ্যাপোলো-১৩, সেই রেকর্ড ভেঙে আরও অনেক বেশি দূরত্বে নিজের স্বাক্ষর রেখে এসেছে আর্টিমিস মিশন। তারপর নাসার চন্দ্রযান ওরিয়ন এই মিশনে চাঁদের বিপরীত পৃষ্ঠে ভ্রমণ করেছে। যা এর আগে কোনও মহাকাশযান পৌঁছতে পারেনি। সেখানকার অভূতপূর্ব ট্রেক করেছে।

ওরিয়ন মহাকাশযান ফেরার পথে অ্যাপোলো যুগে মহাকাশচারীদের অন্বেষণ করা চন্দ্র সাইটগুলির ছবি তুলেছে। সেখান থেকে ক্যাপসুলটি তার ইঞ্জিনগুলিকে পৃথিবীর দিকে ফিরে যাওয়ার পথে নিজেকে সেট করার জন্য ইঞ্জিনে আগুন দেবে। ৫ ডিসেম্বরে ফ্লাইবাই বার্নের পর পৃথিবী অভিমুখে ফিরতে শুরু করবে ওরিয়ন।

নাসার প্রেরিত ওরিয়ন মহাকাশযানটি পৃথিবী থেকে সর্বোচ্চ ২৭০ হাজার মাইল বা ৪০০ হাজার কিমি দূরত্বে পৌঁছয়। পৃথিবী থেকে রেকর্ড-ব্রেকিং দূরত্বে পৌঁছতে চাঁদের যে দিক দেখা যায়, তার উল্টো দিকে ৪০ হাজার মাইল বা ৬৪ হাজার ৩৭৪ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করে ওরিয়ন। এই আর্টেমিস ওয়ান মিশন মানুষকে চাঁদের পৃষ্ঠে ফেরত পাঠানোর লক্ষ্যে একটা কঠিন যাত্রাপথে গুরুত্বপূর্ণ মাইলফলক সম্পন্ন করে ফিরে আসছে। এবার আর্টেমিস টু মিশনে চাঁদে মানুষ পাঠানো হবে, তারপর আর্টেমিস থ্রি মিশনে চাঁদের মানুষ নামানো হবে। তারপর হবে মঙ্গলে মানব অভিযানের তোড়জোড়।

মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচার লড়াইয়ে ব্যস্ত, পঞ্চায়েত নির্বাচন নিয়ে খোঁচা সুকান্তেরমমতা বন্দ্যোপাধ্যায় বাঁচার লড়াইয়ে ব্যস্ত, পঞ্চায়েত নির্বাচন নিয়ে খোঁচা সুকান্তের

English summary
NASA’S Chandrayan Orion is returning in Earth after 20 days from Moon in Artemis mission
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X