For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দূর আকাশে সর্পিল আকারের ওটা কী! মহাকাশ বিজ্ঞানীদের ক্যামেরায় বন্দি অত্যাশ্চর্য ছবি

কিছুদিন আগেই ভিন-জগতের বিশাল মেঘের ছবি সামনে তুলে ধরেছে নাসা। এবার মহাকাশ বিজ্ঞানীরা নতুন এক গ্যালাক্সির সন্ধান পেলেন।

  • |
Google Oneindia Bengali News

মহাকাশ বিজ্ঞানীরা সম্প্রতি নতুন এক গ্যালাক্সির সন্ধান পেয়েছে। আমাদের গ্যালাক্সির বাইরে আকাশে দেখা গিয়েছে এক সর্পিল আলোকময় ব্যাপ্তি। সেটাই নতুন গ্যালাক্সি বলে মনে করছেন বিজ্ঞানীরা। সম্প্রতি নাসার এক ওয়েব টেলিস্কোপে ধরা পড়েছে এই গ্যালাক্সির ছবি।

টেলিস্কোপের ছবিতে দেখা গিয়েছে একাবের বাম কোণে একটি বিন্দুর মতো আবির্ভুত এক আলোক। তা সর্পিল আকারে নড়াচড়া করছে। ১৮ জানুয়ারি ভোরের দিকে সুবারু-আসাহি স্টার ক্যামেরা দ্বারাও আকাশে ওই রহস্যময় সর্পিল আকৃতির আলোক দেখা গিয়েছিল। হাওয়াইয়ের মাউনা কেয়া অবজার্ভেটরিতে তা ক্যামেরাবন্দি করা হয়েছিল।

দূর আকাশে সর্পিল আকারের ওটা কী! অত্যাশ্চর্য ছবি

মহাকাশ বিজ্ঞানীরা জানান, টেলিস্কোপে ধরা পড়া ওই বিন্দুটি আকাশে সর্পিল আকারে বৃদ্ধি পায়। অর্থাৎ তা বাড়তে থাকে আবার কমতেও থাকে। এ থেকেই বিজ্ঞানীরা মনে করছেন ওইখানে নতুন কোনও গ্যালাক্সি থাকতে পারে। তা পর্যবেক্ষণ করা হচ্ছে। চলছে গবেষণা। ওই গ্যালাক্সিতে কত গ্রহ বা নক্ষত্র থাকেত পারা তা জানার চেষ্টা চালানো হচ্ছে।

দূর আকাশে আবিষ্কৃত সর্পিল আকারের এই আলোকবিন্দুটি স্পেসএক্স মহাকাশযান উৎক্ষেপণের ফলে সামনে আসে। একই দিনে মার্কিন মহাকাশ বিজ্ঞানীরা মহাকাশে একটি গ্লোবাল পজিশনিং স্যাটেলাইট বা জিপিএস সরবরাহ করেছিল। তার পরে হাওয়াই থেকে সুবারু টেলিস্কোপ দ্বারা সর্পিল আকৃতির ওই আলোকবিন্দু দেখা যায়।

সুবারু অবজারভেটরি একটি টুইটে বলেছে, "সুবারু-আসাহি স্টার ক্যামেরা হাওয়াইয়ের মাউনাকেয়ার উপর একটি রহস্যময় উড়ন্ত সর্পিল ক্যাপচার করেছে। সর্পিলটি স্পেসএক্স কোম্পানির একটি নতুন স্যাটেলাইট উৎক্ষেপণের সঙ্গে সম্পর্কিত বলেও তাঁরা জানিয়েছেন।

কিছুদিন আগেই ভিন-জগতের বিশাল মেঘের ছবি সামনে তুলে ধরেছে নাসা। সেই নক্ষত্র-জগতের আকাশ ধূলিকণা-গ্যাসে পরিপূর্ণ। ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসা তাদের ইনস্টাগ্রাম পেজে ওই ছবি শেয়ার করেছে। হাবল স্পেস টেলিস্কোপ এই ছবি ক্যামেরাবন্দি করেছে।

হাবল স্পেস টেলিস্কোপের এনজিসি ৬৫৩০-র ক্যাপচার করা অত্যাশ্চর্য ধনু রাশির দক্ষিণ নক্ষত্রের ওই ছবি চশমার মতো দেখতে। নক্ষত্রের ধূলিকণার চকচকে বিভিন্ন সম্মোহনী রঙের সংমিশ্রণ পৃথিবী থেকে প্রায় ৪৩৫০ আলোকবর্ষ দূরে অবস্থিত। নাসার শেয়ার করা ছবিতে হাজার হাজার তারার মেলা দেখা গিয়েছে। তার পর আরও একটি সর্পিল আকারের গ্যালাক্সির খোঁজ পেল নাসা।

জ্যোতির্বিজ্ঞানীরা এই ছবিটি তুলেছেন হাবল স্পেস টেলিস্কোপ ব্যবহার করে। নাসা জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানীরা সমীক্ষার জন্য হাবল স্পেস টেলস্কোপের অ্যাডভান্সড ক্যামেরা এবং ওয়াইড ফিল্ড প্ল্যানেটারি ক্যামেরা ব্যবহার করেছেন। এরকম অত্যাধুনিক নানা টেলিস্কোপে সন্ধান মিলছে নিত্যনতুন গ্যালাক্সির।

English summary
NASA’s Astronomers finds a new galaxy in a vast space area that shown mysterious spiral spotted.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X