For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ত্রিমুখী আক্রমণের মুখে পৃথিবী! তীব্র গতিতে ধেয়ে আসছে তিনটি বিশালাকার গ্রহাণু

ত্রিমুখী আক্রমণের মুখে পৃথিবী! তীব্র গতিতে ধেয়ে আসছে তিনটি বিশালাকার গ্রহাণু

Google Oneindia Bengali News

তীব্র গতিতে ধেয়ে আসছে তিন-তিনটি বিশালাকার গ্রহাণু। একেবারে ত্রিমুখী আক্রমণের মুখে পড়েছে পৃথিবী! কিছু গ্রহাণু জ্যোতির্বিজ্ঞানীদের অবাক করে দেয়। হঠাৎ করেই পৃথিবীর দিকে চলে আসে। কিছুদিন আগেই ঘটেছিল এমন ধরনের ঘটনা। গ্রহাণু আবিষ্কার হয়েছিল মাত্র কয়েক ঘণ্টা আগে। ফলে তার গতিপথ বদল করে দেওয়ার প্রযুক্তি হাতে থাকলেও, নাসা অপারগ পৃথিবীকে রক্ষায়।

ত্রিমুখী আক্রমণের মুখে পৃথিবী! তীব্র গতিতে ধেয়ে আসছে তিনটি বিশালাকার গ্রহাণু

নাসার জ্যোতির্বিজ্ঞানীরা জানান, সৌভাগ্যবশত, আবিষ্কার হওয়া গ্রহাণুটি আকারে খুব ছোটো ছিল, যা কোনো গুরুতর প্রভাব ফেলার মতো অবস্থায় ছিল না। এটি কানাডায় ঘটে। উল্কাপাতের মতো এই গ্রহাণু বেশিরভাগই বায়ুমণ্ডলে পুড়ে যায়। যাই হোক, প্রতিবার এমন নাও হতে পারে। সাংঘাতিক কোনও ঘটনাও ঘটতে পারে।

এ প্রসঙ্গে উঠে আসে সেই 'চিক্সুলাব' গ্রহাণুর কথা। প্রায় ৬৬ মিলিয়ন বছর আগে পৃথিবীতে ব্যাপক কর্মযজ্ঞ শুরু হয়। এটি সেই গ্রহাণু যা ডাইনোসরদের যুগের অবসান ঘটিয়েছিল। আর সেই কারণেই গ্রহাণুর ভয় আজও প্রতিনিয়ত বর্তমান। যখনও গ্রহাণুর পৃথীবিতে প্রত্যাঘাতের সম্ভাবনা থাকে, বারবার উঠে আসে 'চিক্সুলাব' গ্রহাণুর কথা।

বর্তমানে নাসা পৃথিবীর কাছে তিনটি বিশালাকার দানব শিলাখণ্ড বা গ্রহাণুর দেখা মিলেছে। এই তিনটি গ্রহাণু পৃথিবীর পক্ষে বড় ঝুঁকি হতে পারে। উদ্বেগজনকভাবে এই গ্রহাণুগুলিকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত হয়েছে। গ্রহাণু তিনটি এমনই দূরত্বে রয়েছে যে, তারা যে কেউ পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে। আর নাসার হাতে সেই সময়ও নেই, যাতে প্রযুক্তি দিয়ে গ্রহাণুর অভিমুখ তারা ঘুরিয়ে দিতে পারে।

নাসার ব্যাখ্যা, যে কোনও গ্রহাণু, যা পৃথিবীর ৪.৬ মিলিয়ন মাইল বা ৭.৫ মিলিয়ন কিলোমিটারের মধ্যে আসে বা তা যদি ১৫০ মিটারের থেকে বড় হয়, তাকে সম্ভাব্য বিপজ্জনক হিসেবে ধরা হয়। এই তিনটি গ্রহাণুর মধ্যে একটি ৮৮ ফুট। তার নামকরণ করা হয়েছে ২০২২-ভিকিউ। নাসার জেপিএল জানিয়েছে এটি পৃথিবীর প্রায় ১.৮১ মিলিয়ন মাইল দূরে রয়েছে, বিপজ্জনকভাবে কাছাকাছি আসবে। এটি ঘণ্টায় ২৯৫২৯ কিলোমিটার বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসবে।

নাসা জানিয়েছে, ২০২২-ডব্লুও২ নামে আরেকটি গ্রহাণু রয়েছে, যা প্রতি ঘণ্টায় ৩৬১৬২ কিমি বেগে পৃথিবীর দিকে জুম করছে। এটি একটি ৭১ ফুট প্রশস্ত গ্রহাণু যা পৃথিবীর ৩.৬৩ মিলিয়ন মাইল কাছাকাছি আসবে। আর গ্রহাণু ২০২২-ডব্লুপিএ৫-র আকার ১৪০ ফুট। এটি ৫১৮৭৫ কিমি প্রতি ঘণ্টায় ৩.৭৯ মিলিয়ন মাইল নিকটতম দূরে আসতে পারে।

নাসা মনে করছে, এই গ্রহাণুগুলি থেকে আরও বিপদ ধেয়ে আসতে পারে। নাসা ক্রমাগত তাদের উপর সক্রিয় নজর রাখছে। নাসা এই গ্রহাণুগুলি পৃথিবীতে যে বিপড ডেকে আনছে, তা বিশ্লেষণ করতে প্যান-স্টারস, ক্যাটালিনা স্কাই সার্ভে এবং নিওওয়াইস টেলিস্কোপ থেকে ডেটা ব্যবহার করে জানা গিয়েছে।

English summary
NASA reveals triple terror for Earth because three giant asteroids are coming toward this planet
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X