For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘চাঁদ থেকে মঙ্গল’ মহাকাশ অভিযানে নয়া পরিকল্পনা, ব্লু প্রিন্ট তৈরি করে এগোচ্ছে নাসা

‘চাঁদ থেকে মঙ্গল’ মহাকাশ অভিযানে নয়া পরিকল্পনা, ব্লু প্রিন্ট তৈরি করে এগোচ্ছে নাসা

  • |
Google Oneindia Bengali News

'চাঁদ থেকে মঙ্গল' মহাকাশ অভিযানের পরিকল্পনা করছে নাসা। এই মর্মে তারা একটা ব্লু প্রিন্টও তৈরি করে নিয়েছে। ৬৩টি নতুন পরিকল্পনা তাঁরা সামনে রেখেছে চূড়ান্ত উদ্দেশ পূরণে। মহাকাশে মানুষের উপস্থিতি-সহ মহাকাশ অন্বেষণের পরিকল্পনাও রয়েছে এই মিশনে। নাসা সম্র্উতি চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা নিয়েছে। এই অভিযান তারই অঙ্গ।

মঙ্গলে নভোচারীদের পাঠানোর প্রস্তুতি

মঙ্গলে নভোচারীদের পাঠানোর প্রস্তুতি

চাঁদ ও মঙ্গলে পাড়ি দেওয়ার এক পর্যায়ক্রমিক পরিকল্পনা তৈরি করে ফেলেছে নাসা। ২০২৪ সালের মধ্যে চাঁদে মহাকাশচারীদের পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। চাঁদে মানুষ পাঠিয়ে সফলতা পেলেই একই পদ্ধতি প্রয়োগ করে মঙ্গল অভিযানে মানুষ পাঠাবে নাসা। মঙ্গলে নভোচারীদের পাঠানোর জন্য এখন থেকেই প্রস্তুতি চলছে।

চাঁদ ও মঙ্গলে মানুষ পাঠানোর পরিকল্পনা

চাঁদ ও মঙ্গলে মানুষ পাঠানোর পরিকল্পনা

নাসা সম্প্রতি আর্টেমিস মিশনে নেমেছে। এই মিশনে তারা চাঁদ থেকে মঙ্গল অনুসন্ধানের পরিকল্পনা করেছে। শুধু অনুসন্ধান বললে তা খাটো করা হয়, এই মিশনে আসলে চাঁদ ও মঙ্গলে মানুষ পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। নাসার ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর পাম মেলরয় জানান, তাঁরা রোডম্যাপ ধরে এগিয়ে চলেছে। সেই পথেই সাফল্য মিলবে বলে তারা আশবাদী।

২০৩০ সালের মধ্যে মঙ্গলে মানব অভিযান

২০৩০ সালের মধ্যে মঙ্গলে মানব অভিযান

ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর বলেন, আর্টেমিস মিশনটি অপরিবর্তিত থাকবে। আর্টেমিস মিশনে চাঁদে গভীর মহাকাশ বিজ্ঞানের অনুসন্ধান চলবে। ২০২৪ সালের মধ্যে নাসার এই চন্দ্রাভিযান সফল হবে বলে মনে করছে নাসা। তারপর ২০২৫ সাল থেকে ২০৩০ সালের মধ্যে মঙ্গলে মানব অভিযানে নামবে নাসা।

আর্টেমিস মিশন থ্রি-র লক্ষ্য হবে মঙ্গল

আর্টেমিস মিশন থ্রি-র লক্ষ্য হবে মঙ্গল

আর্টেমিস ওয়ান রকেটকে নাসা চাঁদে পাঠাচ্ছে। এর মূল লক্ষ্য মহাকাশে জীববিজ্ঞান পরীক্ষা করা। এভাবেই চাঁদের কক্ষপথ থেকে ঘুরে এসে আর্টেমিস মিশনকে প্রাথমিক ধাপে সাফল্য দিতে চাইছে নাসা। তারপর মানুষ পাঠানোর তোড়জোড় শুরু হবে। আর্টেমিস মিশন টু-এ মানুষ পাঠানো হবে চাঁদে। তারপর আর্টেমিস মিশন থ্রি-র লক্ষ্য হবে মঙ্গল।

কবে চাঁদে শুরু হয় আর্টেমিস মিশন

কবে চাঁদে শুরু হয় আর্টেমিস মিশন

তবে নাসা এখনও আর্টেমিস মিশন শুরু করতে পারেনি। ৩০ অগাস্ট নাসার আর্টেমিস মিশন শুরুর পরিকল্পননা ছিল। কিন্তু বারবার এই মিশনে নেমে আসছে বাধা। গত দু-বার নাসার আর্টিমিস মিশন যান্ত্রিক গোলযোগে সম্ভবপর হয়নি। তৃতীয়বারের প্রচেষ্টায় ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার চাঁদের উদ্দেশে রওনা দেওয়ার কথা আর্টেমিশন ওয়ানের। কিন্তু তৃতীয় প্রচেষ্টাও বাধার মুখে দাঁড়িয়ে রয়েছে নাসার এই চন্দ্রযান। এবার নাসার বিজ্ঞানীদের কাছে গভীর উদ্বেগের বিষয় হয়ে উঠেছে ট্রপিক্যাল ঝড়। এখন দেখার এই বাধার পাহাড় সরিয়ে কবে চাঁদে শুরু হয় আর্টেমিস মিশন।

নাসার আর্টেমিস মিশনের সূচনা ফের বাধার মুখে, এবার চিন্তা বাড়াচ্ছে প্রবল ট্রপিক্যাল ঝড়নাসার আর্টেমিস মিশনের সূচনা ফের বাধার মুখে, এবার চিন্তা বাড়াচ্ছে প্রবল ট্রপিক্যাল ঝড়

English summary
Nasa have prepared blue print for space mission from moon to mars by Artemis mission
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X