For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাঁদের কোথায় অবতরণ করতে চলেছেন মহাকাশচারীরা, একাধিক পরিকল্পনা নাসার

চাঁদের কোথায় অবতরণ করতে চলেছেন মহাকাশচারীরা, একাধিক পরিকল্পনা নাসার

Google Oneindia Bengali News

আর্টেমিস ৩ মিশনের অধীনে নাসা চাঁদে মানুষ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ২০২৫ সালে নাসা চাঁদে মহাকাশচারী পাঠাবে। চাঁদের দক্ষিণ মেরুর একাধিক অঞ্চল মহাকাশযান অবতরণের জন্য নাসা চিহ্নিত করেছে। এই বিষয়ে শুক্রবার ইস্টার্ন ডেলাইট টাইম অনুযায়ী দুপুর দুটোর সময় নাসা অনলাইনে একটি বৈঠকের আয়োজন করেছে। নাসার অফিসিয়াল ওয়েবসাইডে জানানো হয়েছে, এই বৈঠকে প্রশ্ন করার জন্য দুই ঘণ্টা আগে সংস্থার নাম নথিভুক্ত করতে হবে।

কী জানানো হয়েছে নাসার তরফে

কী জানানো হয়েছে নাসার তরফে

নাসার অফিসিয়াল ওয়েসবসাইডে জানানো হয়েছে, চাঁদে বেশ কয়েকটি সম্ভাব্য অবতরণের জন্য এলাকা চিহ্নিত করা হয়েছে। মূলত, ভূখণ্ড, যোগাযোগ ব্যবস্থা, মহাকাশচারীদের অনুকূল পরিবেশের ওপর গুরুত্ব দিয়ে সম্ভাব্য অবতরণ এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে। আর্টেমিস মিশনের মাধ্যমে নাসা প্রথম চাঁদে মহিলা ও কৃষ্ণাঙ্গ পাঠানোর পরিকল্পনা নিয়েছে। চাঁদে মহাকাশচারীর অবতরণ গবেষণার পথকে অনেকটা প্রশস্ত করবে। নাসার তরফে জানানো হয়েছে, চাঁদের কক্ষপথ থেকে ভূপৃষ্ঠে মানব অবতরণের জন্য নাসা স্পেস এক্স-এর স্টারশিপ নির্বাচন করেছে। নাসার তরফে প্রাথমিকভাবে জানানো হয়েছিল, ২০২৪ সালে আর্টেমিস মিশনের মাধ্যমে চাঁদে মানুষ পৌঁছবে। কিন্তু ২০২১ সালের নভেম্বরে এক বিবৃতিতে এই মিশনটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। তবে ২০২৫ সালের ঠিক কবে এই মিশনটি শুরু হবে, এই বিষয়ে নাসার তরফে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হয়নি।

নাসা কীভাবে চাঁদে মানুষ পাঠাবে

নাসা কীভাবে চাঁদে মানুষ পাঠাবে

অর্টোমিস মুন মিশনের প্রধান চারটি পর্যায় রয়েছে। ওরিয়ন মহাকাশ যান লাইফ সাপোর্ট সিস্টেম ও শাটল ইন্টারফেস দিয়ে সজ্জিত। ওরিয়ন হল একটি কমান্ড মডিউল যা মহাকাশচারীদের পরিহণের জন্য ব্যবহার করা হবে। এরপরের পর্যায়ে রয়েছে লুনার গেটওয়ে। লুনার গেটওয়ে হল ছোট্ট মহাকাশ স্টেশন। এটি চাঁদকে প্রদিক্ষণ করে। ওরিয়ন মহাকাশযানটি প্রথমে লুনার গেটওয়েতে পৌঁছবে। সেখান থেকে মহাকাশচারীরা চাঁদের নামার মডিউলে স্থানান্তরিত হবেন। লুনার গেটওয়েতে বেশি সময় ব্যয় করা হবে না। লুনার গেটওয়ের ইউরোপীয় সংস্থার পাশাপাশি একধিক অংশীদার রয়েছে। এরপর চাঁদে অবতরণকারী যানগুলো লুনার গেটওয়ে থেকে চাঁদের পৃষ্ঠে মহাকাশচারীদের নিয়ে যাবে। অন্যদিকে, মহাকাশ যাত্রীদের ফেরার জন্য অ্যাপোলোর লুনার মডিউল ব্যবহার করা হয়েছে।

৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাবে নাসা

৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাবে নাসা

মহাকাশচারীদের চাঁদে যেতে তিন দিন সময় লাগবে। তবে সেখানে গবেষণার জন্য মহাকাশচারীরা প্রায় মাস খানেক থাকবেন বলে জানা গিয়েছে। তবে এই বিষয়ে নাসার তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে ১৯৭২ সালের পর এই প্রথম চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা নিয়েছে নাসা। ৫০ বছর আগের চাঁদের সঙ্গে বর্তমানের অনেক পার্থক্য রয়েছে। যা বিজ্ঞানীদের গবেষণার ধরা পড়বে বলে মনে করা হচ্ছে।

পৃথিবীর মহাদেশগুলো কীভাবে গঠিত হয়েছিল, জানেন? উত্তর লুকিয়ে রয়েছে মহাকাশেপৃথিবীর মহাদেশগুলো কীভাবে গঠিত হয়েছিল, জানেন? উত্তর লুকিয়ে রয়েছে মহাকাশে

English summary
NASA going to announce candidate landing region for Artemis 3 moon mission
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X