For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পৃথিবীর দিকে ধেয়ে আসছে পরপর চার-চারটি গ্রহাণু, বিপদের সূত্রপাত ১৫ সেপ্টেম্বর থেকে

পৃথিবীর দিকে ধেয়ে আসছে পরপর চার-চারটি গ্রহাণু, বিপদের সূত্রপাত ১৫ সেপ্টেম্বর থেকে

  • |
Google Oneindia Bengali News

একটি বিমানের আকারের গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। আগামী ১৫ সেপ্টেম্বর তা পৃথিবীর উপর আছড়ে পড়তে পারে, নতুবা ওইদিন পৃথিবীর সবথেকে কাছ দিয়ে ধেয়ে যেতে পারে। এটিকে বিপজ্জনক গ্রহাণু বলে ব্যাখ্যা করে জ্যোতির্বিজ্ঞানীরা সতর্কতা জারি করেছেন। ১৫ সেপ্টেম্বর ওই গ্রহাণু পৃথিবী অতিক্রম করে না যাওয়া পর্যন্ত নিশ্চিন্ত হতে পারছেন না তাঁরা।

পৃথিবীর কাছ দিয়ে ধেয়ে যাবে গ্রহাণু

পৃথিবীর কাছ দিয়ে ধেয়ে যাবে গ্রহাণু

এরোপ্লেন বা বিমানের আকারের গ্রহাণুটির নাম দেওয়া হয়েছে ২০২০পিটি৪। তার ব্যাস প্রায় ৩৭ মিটার। গ্রহাণুটির কক্ষপথের সময়কাল ৭৩৪ দিন বা দুই বছর। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি অনুসারে এটি বৃহস্পতিবার পৃথিবীর সবথেকে কাছে আসবে। তবে পৃথিবীর বুকে আছড়ে পড়ার সম্ভাবনা ক্ষীণ। নাসা জানিয়েছে, পৃথিবী থেকে ৭১ লক্ষ ৯০ হাজার কিলোমিটার দূরত্বে পৃথিবীর কাছ দিয়ে ধেয়ে যাবে।

প্রতি সেকেন্ডে ১০.৮৫ কিলোমিটার বেগে আসছে গ্রহাণু

প্রতি সেকেন্ডে ১০.৮৫ কিলোমিটার বেগে আসছে গ্রহাণু

নাসার সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ অনুসারে গ্রহাণু ২০২০ পিটি৪ প্রতি সেকেন্ডে ১০.৮৫ কিলোমিটার বেগে ধেয়ে আসছে। ওই গ্রহাণুটি পৃথিবীর যে দূরত্বে সবথেকে কাছে আসবে এবং গ্রহাণুটি যে আকারের, তা বিবেচনা করে এই গ্রহাণুটিকে বিপজ্জনক বলে আখ্যায়িত করা হয়েছে। এই গ্রহাণুটির কক্ষপথের সময়কাল ৭৩৪ দিন অর্থাৎ পুরো দুবছর। তার মানে হল এই গ্রহাণুটি তার নক্ষত্রকে প্রদক্ষিণ করতে ৭৩৪ দিন সময় নেয়।

পৃথিবীর কাছে আসবে ফের ২০২৪-এর ২৮ সেপ্টেম্বর

পৃথিবীর কাছে আসবে ফের ২০২৪-এর ২৮ সেপ্টেম্বর

এটি একটি অ্যাপোলো শ্রেণির গ্রহাণু। এটি পৃথিবীর কক্ষপথ অতিক্রম করে গিয়েছিল আগেও। শেষবার পৃথিবীর কাছে পৌঁছেছিল ২০২০ সালের ৮ সেপ্টেম্বর। আর ২০২২-এই শেষ নয়, গ্রহাণুটি ফের পৃথিবীর কাছে দিয়ে ধেয়ে যাবে বা পৃথিবীর কাছে আসবে ফের ২০২৪-এর ২৮ সেপ্টেম্বর।

চারটি গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবী অভিমুখে

চারটি গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবী অভিমুখে

শুধু এই গ্রহাণু ২০২০ পিটি৪-ই নয়, ২০২২ সালের সেপ্টেম্বরে পৃথিবীর কাছাকাছি আসবে আরও অনেক গ্রহাণু। তার মধ্যে রয়েছে ২০২২ কিউডি১, ২০০৫ আরএক্স৩ এবং ২০২২ কিউবি৩৭। গ্রহাণু ২০২২ কিউডি ১ হল এরোপ্লেন আকারের গ্রহাণু। তা ১৬ সেপ্টেম্বর পৃথিবীর কাছে আসবে। তারপর ১৮ সেপ্টেম্বর পৃথিবীর কাছে আসবে দুটি গ্রহাণু। এগুলো হল ২০০৫ আরএক্স৩ এবং ২০২২ কিউবি৩৭। ২০০৫ আরএক্স৩ বিল্ডিং আকারের গ্রহাণু এবং ২০২২ কিউবি৩৭ এরোপ্লেন আকারের গ্রহাণু।

গ্রহাণু যদি পৃথিবীর ৭.৫ মিলিয়ন কিলোমিটারের মধ্যে আসে

গ্রহাণু যদি পৃথিবীর ৭.৫ মিলিয়ন কিলোমিটারের মধ্যে আসে

বিজ্ঞানীরা জানিয়েছে, একটি গ্রহাণু যদি পৃথিবীর ৭.৫ মিলিয়ন কিলোমিটারের মধ্যে আসে বা চাঁদের দূরত্বের ১৯.৫ গুণের মধ্যে আসে, তা পৃথিবীর কাছাকাছি বলে ধরা হয়। ১৫০ মিটারের থেকে বড় এবং ওই দূরত্বের মধ্যে আসা গ্রহাণুগুলি সম্ভাব্য বিপজ্জনক বস্তু হিসেবে বিবেচিত হয়।

মহাকাশে নজর ৬০০ বছর আগে বিস্ফোরিত এক নক্ষত্রের দিকে! বিশ্লেষণে জ্যোতির্বিজ্ঞানীরামহাকাশে নজর ৬০০ বছর আগে বিস্ফোরিত এক নক্ষত্রের দিকে! বিশ্লেষণে জ্যোতির্বিজ্ঞানীরা

English summary
Four asteroids rush toward earth and pass by Earth one by one within three days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X