For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সমুদ্র থেকে লং মার্চ-১১ রকেটের সফল উৎক্ষেপণ, আরও একটি মাইলস্টোন চিনের

সমুদ্র থেকে রকেটের সফল উৎক্ষেপণ করল চিন। মহাকাশ বিজ্ঞানে আরও একটি মাইলস্টোন ছুঁয়ে ফেলল প্রতিবেশী দেশ। শনিবার সমুদ্র থেকে লং মার্চ-১১ রকেট পাড়ি দেয় মহাকাশের লো অরবিটে।

  • |
Google Oneindia Bengali News

সমুদ্র থেকে রকেটের সফল উৎক্ষেপণ করল চিন। মহাকাশ বিজ্ঞানে আরও একটি মাইলস্টোন ছুঁয়ে ফেলল প্রতিবেশী দেশ। শনিবার সমুদ্র থেকে লং মার্চ-১১ রকেট পাড়ি দেয় মহাকাশের লো অরবিটে। এখন পর্যন্ত ৪০টিরও বেশি অরবিটান উৎক্ষপেণ সফলভাবে করতে সমর্থ হল চিন। অন্য দেশের থেকে এগিয়ে গেল একধাপ।

সমুদ্র থেকে লং মার্চ-১১ রকেটের সফল উৎক্ষেপণ চিনের

চিন এখন পর্যন্ত মহাকাশের লো অরবিটে সফলভাবে উৎক্ষেপণের সংখ্যায় অন্য দেশকে টেক্কা দিচ্ছে। সম্প্রতি চিন সমুদ্র থেকে দুটি স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ ঘটিয়েছে। এই দুটি সফল উৎক্ষেপণের মাধ্যমে তারা অন্য দেশের থেকে এক ধাপ এগিয়ে গিয়েছে। চিনের লং মার্চ-১১ হলুদ সাগরের একটি অফশোর লঞ্চ-প্যাড থেকে দুটি উপগ্রহ নিয়ে মহাকাশের লো আর্থ অরবিটে পাড়ি দিয়েছে।

এই প্রথমবার লং মার্চ-১১ রকেটের লঞ্চ ভেহিকল পরিবর্তন করা হয়েছিল। যাতে লং মার্চ-১১ রকেট কাছাকাছি প্লাটফর্ম থেকে লঞ্চ করতে সক্ষম হয়, তার জন্যই এই ব্যবস্থা। প্রায় তিন কিলোমিটার দূরে রাখা হয়েছিল অন্য উপগ্রহটি। এইভাবে কাছাকাছি দুটি উপগ্রহকে রেখে উৎক্ষেপণ করা হয়েছিল।

লঞ্চ ভেহিকলটি সূর্য-সিঙ্কোনাস অরবিট বা এসএসও এবং নিম্ন পৃথিবী কক্ষপথ উভয় ক্ষেত্রেই ৫০০ কিলোগ্রাম পেলোড বহন করার জন্য ডিজাইন করা হয়েছিল। চিন পরিকল্পনা করেই নেমেছিল সমুদ্র তীর থেকে রকেটের উৎক্ষপণে। সমুদ্র তীর থেকে উৎক্ষেপণ অনেক নিরাপদ বলে ব্যাখ্যা দেন চিনের জ্যোতির্বিজ্ঞানীরা। কারণ খালি প্রপেল্যান্ট ট্যাঙ্কগুলিকে সমুদ্রে নিয়ে যাওয়া নিরাপদ।

চিনের তরফে জানানো হয়েছিল ৭ অক্টোবর উৎক্ষেপণ করা হয়েছিল রকেটটির। চিনের জাতীয় মহাকাশ প্রশাসন বা সিএনএসএ উৎক্ষেপণ সফলভাবে হয়েছে বলে নিশ্চিত করে। এই মিশনের লক্ষ্য ছিল সেন্টিস্পেস-১ এস-৫ এবং এস-৬ স্যাটেলাইট স্থাপন করা। যাতে মহাকাশে চিনের বেইডো নেভিগেশন এবং পজিশনিং স্যাটেলাইট সিস্টেম থেকে সংকেচগুলির যথার্থতা বাড়ানো যায়, সেজন্যই ওই স্যাটেলাইট স্থাপনকে পাখির চোখ করেছিল চিন।

চিনের জাতীয় মহাকাশ প্রশাসন জানিয়েছে, এটি তাঁদের চতুর্থ সমুদ্র উৎক্ষেপণ ছিল। বেজিং সিস্টেমটিকে নিখুঁত করে এগিয়ে নিয়ে চলেছে। তাই ২০১৯ থেকে শুরু করে চিন চার-চারটি সমুদ্র-উৎক্ষেপণ করে ফেলল। এই সামুদ্রিক লঞ্চগুলি করা হয়েছে খচর কমানোর লক্ষ্যে। কারণ এখান থেক কাছাকাছি প্লাটফর্মে পরিবহণ করা সহজ। দেশটি ভবিষ্যৎ মিশনে কাজ করছে। এরপর নতুন বাণিজ্যিক স্মার্ট ড্রাগন ৩ এবং সেরেস ১ সলিড রকেট উৎক্ষেপণের পরিকল্পনা করা হয়েছে।

English summary
China launches successfully a long march-11 rocket from sea and touches a milestone in space science.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X