For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মঙ্গল গ্রহে বইছে জলের স্রোত, নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানীদের

মঙ্গল গ্রহে বইছে জলের স্রোত, নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানীদের

  • |
Google Oneindia Bengali News

মঙ্গল গ্রহে জীবনের সন্ধানের খোঁজে আজও হন্যে হয়ে ঘুরছেন পৃথিবীর জ্যোতির্বিজ্ঞানীরা। তার আগে তাঁরা নিশ্চিত করতে চাইছেন মঙ্গলে জল ছিল কি না। এরই মধ্যে নানা বিজ্ঞানী নানা মত দিয়েছেন। তবে সম্প্রতি গবেষণা রিপোর্টে উঠে এসেছে মঙ্গলে রয়েছে তরল জল। জলের স্রোত বইছে মঙ্গলে। ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানীরা চাঞ্চল্যকর তথ্য তুলে ধরছে তাঁদের গবেষণায়।

মঙ্গলের জলের প্রকৃষ্ট প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা

মঙ্গলের জলের প্রকৃষ্ট প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা

ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানীরা তাঁদের গবেষণায় জানিয়েছেন, রাডার ব্যাতীত অন্য ডেটা ব্যবহার করে তাঁরা জানতে পেরেছেন মঙ্গলের দক্ষিণ মেরুতে বরফের নীচে তরল জল রয়েছে। তাঁরা সেই প্রমাণ পেয়েছেন মঙ্গলে। এখন পর্যন্ত এই গবেষণা মঙ্গলের জলের প্রকৃষ্ট প্রমাণ বলে মনে করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা একইসঙ্গে জানিয়েছেন, এই তরল জলের সন্ধান পাওয়া গিয়েছে বলে এই নয় যে, মঙ্গলে প্রাণ আছে।

মঙ্গলে বরফের স্তরের নীচে জল রয়েছে

মঙ্গলে বরফের স্তরের নীচে জল রয়েছে

গবেষণায় জানা গিয়েছে, পৃথিবীর মতো মঙ্গল গ্রহের উভয় মেরুতে বরফের ছিদ্র রয়েছে, যেখানে গ্রিনল্যান্ড আইস শীটের নীচে জলের স্রোত রয়েছে। পৃথিবীর বরফের শীটগুলি জলে ভরা। বরফের নীচে গ্র্যান্ড সাবগ্লাসিয়াল হ্রদ রয়েছে। মঙ্গলের গবেষণায় এখন পর্যন্ত মনে করা হচ্ছে গ্রহের শীতল আবহাওয়ার কারণে মঙ্গলে বরফের স্তর পড়ে গিয়েছে, তার নীচে জল রয়েছে।

বরফের নীচে জল! মঙ্গলগ্রহ ভূ-তাপীয়ভাবে সক্রিয়

বরফের নীচে জল! মঙ্গলগ্রহ ভূ-তাপীয়ভাবে সক্রিয়

বিজ্ঞানীরা জানিয়েছেন, তাঁদের কাছে যে প্রমাণ উঠে এসেছে, তাতে মঙ্গল গ্রহে উপগ্লাসিয়ার তরল জলের অন্তত একটি অঞ্চলের অস্তিত্ব রয়েছে। তরল জলের স্রোত থাকার সম্ভাবনা প্রবল বলে তাঁরা জানিয়েছেন উপযুক্ত প্রমাণ দিয়েই। বরফের নীচে জল রাখার জন্য মঙ্গলগ্রহ ভূ-তাপীয়ভাবে সক্রিয় বলে জানিয়েছেন গবেষকরা।

উচ্চতার নিদর্শন শনাক্ত করেছেন গবেষকরা

উচ্চতার নিদর্শন শনাক্ত করেছেন গবেষকরা

কেমব্রিজ ইউনিভার্সিটি, শেফিল্ড ইউনিভার্সিটি, ওপেন ইউনিভার্সিটি, ন্যান্টেস ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি কলেজ ডাবলিনের বিশেষজ্ঞদের সহ আন্তর্জাতিক দল বরফের ক্যাপের উপরের পৃষ্টির আকৃতির স্পেসক্র্যাফ্ট লেজার-অল্টিমিটার পরিমাপ ব্যবহার করে তার উচ্চতার নিদর্শন শনাক্ত করেছে।

তরল জল জীবনের জন্য অপরিহার্য

তরল জল জীবনের জন্য অপরিহার্য

শেফিল্ড ইউনিভার্সিটি থেকে ফ্রান্সিস বুচার বলেন, এই গবেষণাটি এখনও পর্যন্ত সেরা। মঙ্গলে আজ তরল জল রয়েছে কারণ এর অর্থ হল পৃথিবীতে সাবগ্লাসিয়াল হ্রদগুলি অনুসন্ধান করার সময় আমরা দুটি মূল প্রমাণ খুঁজব বলে মনে করেছিলাম। সেই দুটি প্রমাণ এখন মঙ্গল গ্রহের পাওয়া গিয়েছে। তাঁরা বলেন, তরল জল জীবনের জন্য একটি অপরিহার্য উপাদান যদিও এর মানে এই নয় যে মঙ্গলে প্রাণ আছে। তা জানার জন্য আরও গবেষণার দরকার।

কোনও জীবাণু বা জীবের অস্তিত্ব থাকা কঠিন

কোনও জীবাণু বা জীবের অস্তিত্ব থাকা কঠিন

২০২১-এর ৬ অগাস্ট নাসার পারসিভারেন্স রোভারের তোলা ছবিতে মঙ্গলের শিলায় একটি ছিদ্র দেখা যায়। সেই অংশের নমুনা সংগ্রহ করে গবেষকরা জানতে পারে, দক্ষিণ মেরুর নীচে জল সত্যিই লবণাক্ত। সেখানে কোনও জীবাণু বা জীবের অস্তিত্ব থাকা কঠিন। তবে আশা করা যায়, অতীতে যখন প্রাণ থাকার উপযুক্ত অবস্থা ছিল।

ডাইনসোরকে হত্যাকারী গ্রহাণুর সন্ধান চাঁদে! মিল পাওয়া গিয়েছে পৃথিবীর মাটির সঙ্গেও ডাইনসোরকে হত্যাকারী গ্রহাণুর সন্ধান চাঁদে! মিল পাওয়া গিয়েছে পৃথিবীর মাটির সঙ্গেও

English summary
British researchers give best indication that there has liquid water on Mars
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X