For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শরতের মোহময়ী আকাশে আলোক সমাবেশ ঘটাবে গ্রহ-নক্ষত্রগুলি, কী কী দেখা যাবে সেপ্টেম্বরে

শরতের মোহময়ী আকাশে আলোক সমাবেশ ঘটাবে গ্রহ-নক্ষত্রগুলি, কী কী দেখা যাবে সেপ্টেম্বরে

  • |
Google Oneindia Bengali News

শরতের আকাশে হতে চলেছে অনেক গ্রহ-তারার সমাবেশ। রাতের আকাশকে আলোয় ভরিয়ে তুলবে সেইসব গ্রহ-নক্ষত্র। তার মধ্যে পূর্ণ চাঁদ মোহময়ী রূপে প্রতিভাত হবে। চাঁদ হবে সেই সমাবেশের মধ্যমণি। কিন্তু কখন দেখতে পাবেন সেই মহাজাগতিক দৃশ্য, তা জানতে উৎসুক মহাকাশপ্রেমী মানুষেরা। তাঁদের কৌতুহল মেটাতে নাসা জানিয়েছে সম্ভাব্য সময়।

সন্ধ্যার আকাশে লাল ত্রিভূজ তৈরি হবে

সন্ধ্যার আকাশে লাল ত্রিভূজ তৈরি হবে

সেপ্টেম্বরের শুরুতেই দেখা যাচ্ছে কমলা রঙের তারা অ্যালডেবারনের কাছে মঙ্গলকে। তা ক্রমে লালচে বেটেলজিউসের দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে সন্ধ্যার আকাশে লাল ত্রিভূজ তৈরি করবে। তারই মধ্যে আবার হার্ভেস্ট মুন দেখা যাবে ১০ সেপ্টেম্বর। ভোরের আকাশে মিলিত হবে বৃহস্পতি, শনি আর পূর্ণ চন্দ্র।

শরতের আকাশের এ এক অন্য রূপ

শরতের আকাশের এ এক অন্য রূপ

পুজোর আগে শরতের আকাশ এক অন্য রূপে নজরে আসে। দিনের বেলায় পেঁজা তুলোর মতো আকাশ দেখা যায়। আর রাতে নক্ষত্র সমাবেশ। কত যে রূপের ছটা ছড়িয়ে পড়ে আকাশকে উজ্জ্বল করে তোলে, তা থেকে চোখ ফেরানো দায়। তার উপর বৃহস্পতি উজ্জ্বল নক্ষত্রের মতো প্রতিভাত হবে। বৃহস্পতির চারটি চাঁদকে আকাশে তারার মতো বিন্দু হিসেবে দেখা যাবে।

পৃথিবীর আকাশ হয়ে উঠবে মহাজাগতিক

পৃথিবীর আকাশ হয়ে উঠবে মহাজাগতিক

সন্ধ্যার আকাশে 'লাল ত্রিভূজ' থেকে শুরু করে ভোরের আকাশে 'গ্রহের সমাবেশ'- সব মিলিয়ে পৃথিবীর আকাশ মহাজাগতিক হয়ে উঠবে এই শরতে। তারপর ১১ সেপ্টেম্বর সন্ধ্যার আকাশে বৃহস্পতি থেকে মাত্র আঙুল কয়েক দূরে দেখা যাবে চাঁদকে। টেলিস্কোপ বা দূরবিনের মাধ্যমে স্পষ্ট দেখা যাবে সেই দৃশ্য।

শরতের আকাশে উজ্জ্বলতর বৃহস্পতি

শরতের আকাশে উজ্জ্বলতর বৃহস্পতি

বৃহস্পতি সম্পূ্র্ণরূপে সূর্যের বিপরীতে অবস্থানে রয়েছে। এর ফলে রাতের আকাশে এই সময়ে চাঁদের সঙ্গে দেখা যাচ্ছে বৃহস্পতিকে। চাঁদকে যেমন উজ্জ্বল দেখা যায়, বৃহস্পতিও চাঁদের পাশে থেকে উজ্জ্বলতর রূপে দেখা যাবে। বৃহস্পতি সারা রাত পরিষ্কার আকাশের নীচে দৃশ্যমান হবে।

বৃহস্পতি একা নয়, চারটি চাঁদও দৃশ্যমান

বৃহস্পতি একা নয়, চারটি চাঁদও দৃশ্যমান

শুধু উজ্জ্বল বৃহস্পতিকেই নয়, বৃহস্পতির চারটি চাঁদকেও তারার মতো ছোট্ট আলোর বিন্দুতে দেখা যাবে পৃথিবীর আকাশে। নাসার জুনো মহাকাশ যান, যেটি বৃহস্পতিকে প্রদক্ষিণ করছে, এই সময়েই তা বৃহস্পতির বরফের চাঁদের ছবি ও ডেটা পাঠাবে। সকালের আকাশে বৃহস্পতি আর শনিকে দেখা যাবে পুরো মাসের জন্য।

এক আকাশে বৃহস্পতি, শনি ও চাঁদের ত্রয়ী

এক আকাশে বৃহস্পতি, শনি ও চাঁদের ত্রয়ী

দু'পাশে বৃহস্পতি ও শনি, মাঝে চাঁদ। ৯ সেপ্টেম্বর রাতের পর যে ভোর আসছে সেই ভোরের আকাশে দক্ষিণ-পূর্ব দিকে বৃহস্পতি, শনি ও চাঁদকে একসঙ্গে দেখা যাবে। তারপর ত্রয়ী পশ্চিমমুখী হবে। ওইদিন পূর্ণিমা অর্থাৎ পূর্ণচন্দ্রকে পাওয়া যাবে গ্রহের সমাবেশে। সেপ্টেম্বরের শেষের দিকে বৃহস্পতি একটু নীচে নেমে যাবে, শনি সরে যাবে পশ্চিমাকাশে।

ধেয়ে আসছে প্রবল ভূ-চৌম্বকীয় ঝড়! পৃথিবীতে আঘাত হানলেই বিস্ফোরিত হবে সূর্যধেয়ে আসছে প্রবল ভূ-চৌম্বকীয় ঝড়! পৃথিবীতে আঘাত হানলেই বিস্ফোরিত হবে সূর্য

English summary
Astronomical event in Earth’s sky: What will show in September due to planets and stars assemble
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X