For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এলিয়েনরা এ বছরই আসছেন পৃথিবীতে! স্রেফ ৪ ডিসেম্বর উল্কাপাতের অপেক্ষা, এক ভবিষ্যদ্বাণী

এলিয়েনরা এ বছরই আসছেন পৃথিবীতে! স্রেফ ৪ ডিসেম্বর উল্কাপাতের অপেক্ষা, ভবিষ্যদ্বাণী

Google Oneindia Bengali News

এলিয়েনরা এসে পড়েছেন প্রায়। এ বছরই তাঁরা পৃথিবীতে নামবেন, এমনই ভবিষ্যদ্বাণী করেছেন টাইম ট্রাভেলাররা। তাঁরা জানিয়েছেন স্রেফ ৪ ডিসেম্বর উল্কাপাতের অপেক্ষা, তারপরই এলিয়েনরা এসে পড়বেন এই পৃথিবীতে। সম্প্রতি এনো অ্যালারিক নামে এক স্বঘোষিত টাইম ট্রাভেলর পাঁচটি ভবিষ্যদ্বাণী শেয়ার করে এই আগমন বার্তার কথা বলেছেন।

উল্কায় করে পৃথিবীতে অবতরণ করবে এলিয়েনরা!

উল্কায় করে পৃথিবীতে অবতরণ করবে এলিয়েনরা!

এই পাঁচ ভবিষ্যদ্বাণীর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল এবছরই এলিয়েনদের সাক্ষাৎ পাবে বিশ্বের মানুষ। এই ডিসেম্বরেই এলিয়েনদের সঙ্গে দেখা হবে। এলিয়েনরা ৪ ডিসেম্বর একটি উল্কায় করে পৃথিবীতে অবতরণ করবে। তাঁর ভবিষ্যদ্বাণীর মধ্যে আরও একটি সাংঘাতিক ঘটনা রয়েছে। তিনি ভবিষ্যদ্বাণী করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ২০২৩ সালের মার্চে মাসে ৭৫০ ফুট মেগা সুনামি হবে।

পৃথিবীতে যুগান্তকারী ঘটনা, পাঁচ ভবিষ্যদ্বাণী

পৃথিবীতে যুগান্তকারী ঘটনা, পাঁচ ভবিষ্যদ্বাণী

ইন্টারনেটে বেশ কিছু পোস্ট বিশেষ আকর্ষণীয় হয়ে ওঠে। টুইটারে একটি সাম্প্রতির পোস্ট এই কারণেই অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। এক ব্যক্তি যখন নিজেকে টাইম ট্রাভেলর হিসেবে দাবি করেন এবং তিনি পাঁচটি বিস্ময়কর ও বিপর্যয়ের ঘটনার ভবিষ্যদ্বাণী করেন, তা নিয়ে তো আকর্ষণ থাকবেই। তিনি এমন ঘটনার কথা বলছেন, যা পৃথিবীতে যুগান্তকারী হিসেবে বিবেচিত হয়।

২০২২-এর ৪ ডিসেম্বর আসছে দিন

২০২২-এর ৪ ডিসেম্বর আসছে দিন

টাইম ট্রাভেলর পরিচয় দিয়ে ইনো অ্যালারিক নামে একজন শেয়ার করেছেন পাঁচ ভবিষ্যদ্বাণী। আর সেইসঙ্গে ভিডিও ক্যাপশনে লিখেছেন- অ্যাটেনশন প্লিজ! হ্যাঁ, আমি ২৬৭১ সালের একজন রিয়েল টাইম ট্রাভেলর বলছি। এই পাঁচটি তারিখ মনে রাখবেন। ২৬৭১ সালের ভ্রমণকারী হিসেবে দাবি করে তিনি বলেন, পৃথিবীতে দু-মাসের মধ্যে এলিয়েনরা এসে যাবেন। ২০২২-এর ৪ ডিসেম্বর এলিয়েনরা একটি বিশাল উল্কাপিণ্ডে পৃথিবীতে অবতরণ করবে।

৩০ নভেম্বরর ঘটবে এক মহাজাগতিক ঘটনা

৩০ নভেম্বরর ঘটবে এক মহাজাগতিক ঘটনা

এলিয়েনদের খোঁজে যখন পৃথিবীর জ্যোতির্বিজ্ঞানীরা প্রাণপাত করছেন, তখন তাঁদের হাজিরার তারিখ জানিয়ে চমকে দিয়েছেন ওই টাইম ট্রাভেলার। সেইসঙ্গে তিনি আরও একটি মহাজাগতিক ঘটনার কথা তুলে ধরেছেন। সেটিই ছিল প্রথম ভবিষ্যদ্বাণী। তা হল- ৩০ নভেম্বর পৃথিবীর মতো একটি নতুন গ্রহ আবিষ্কার হবে। জেমস ওয়েব টেলিস্কোপের দ্বারা আবিষ্কার হবে গ্রহটি। তারপর দ্বিতীয় ঘটনা হল এলিয়েনদের আগমন।

তৃতীয় থেকে পঞ্চম ভবিষ্যদ্বাণীতেও চমক

তৃতীয় থেকে পঞ্চম ভবিষ্যদ্বাণীতেও চমক

আর তাঁর ভবিষ্যদ্বাণীর তৃতীয়টি ঘটবে ২০২৩-এর ৬ ফেব্রুয়ারি। সেই ভবিষ্যদ্বাণী হল, চার কিশোরের দল একটি প্রাচীন ধ্বংসাবশেষ ও একটি যন্ত্র আবিষ্কার করবে। সেই যন্ত্র মহাকাশে ছায়াপথের জন্য একটি ওয়ার্মহোল খুলে দেবে। তারপর মার্চে মার্কিন যুক্তরাষ্ট্রে ৭৫০ ফুটের মেগা সুনামির ভবিষ্যদ্বাণী করেছেন। আর পঞ্চম ভবিষ্যদ্বাণী হল একটি তিন ফুট মাকড়সা, ১৮ ফুট বিট এবং একটি ১ ফুট পিঁপড়ার আবিষ্কার হবে।

এশিয়া ও আমেরিকার ভূখণ্ড যুক্ত হয়ে গঠিত হবে সুপার মহাদেশ আমাসিয়া, দাবি বিজ্ঞানীদের এশিয়া ও আমেরিকার ভূখণ্ড যুক্ত হয়ে গঠিত হবে সুপার মহাদেশ আমাসিয়া, দাবি বিজ্ঞানীদের

English summary
Aliens would land on Earth in this year with a giant meteor according to time traveler prediction
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X