For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রশান্ত মহাসাগরের আকাশে কি ঘুরে বেড়াচ্ছে ভিনগ্রহীরা! পাইলটদের দাবি ঘিরে প্রবল চাঞ্চল্য

প্রশান্ত মহাসাগরের আকাশে কি ঘুরে বেড়াচ্ছে ভিনগ্রহীরা! পাইলটদের দাবি ঘিরে প্রবল চাঞ্চল্য

  • |
Google Oneindia Bengali News

প্রশান্ত মহাসাগরের আকাশে ওসব কী ঘুরে বেড়াচ্ছে? তবে কি ভিনগ্রহীরা এসে গিয়েছেন! সম্প্রতি এক পাইলটের দাবি ঘিরে প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিশ্বে। প্রশান্ত মহাসাগরের আকাশে ইউএফও বা মহাকাশ থেকে আসা অজানা বস্তু ঘিরে বিস্তর চর্চা চলছে। এলিয়েনদের নিয়ে কৌতুহলের শেষ নেই। সেই কৌতুহল আরও বাড়িয়ে দিয়েছে ওইসব ইউএফও।

পৃথিবীর আকাশে ইউএফও! এলিয়েন নিয়্ চর্চা

পৃথিবীর আকাশে ইউএফও! এলিয়েন নিয়্ চর্চা

এলিয়েনদের নিয়ে মহাকাশ বিজ্ঞানীদের কৌতুহল সর্বদাই। তাঁদের পৃথিবীতে আনতে কত না চেষ্টা হয়েছে। চেষ্টা চলছে এখনও। এরই মাঝে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। মহাকাশ বিজ্ঞানীরা বিশ্বাসও করেন এলিয়েনরা রয়েছে। তবে তাদের আগমন এখনও ঘটেনি পৃথিবীতে। এবার পৃথিবীর আকাশে ইউএফও দেখে ফের এলিয়েনদের আগমন নিয়ে চর্চা শুরু হয়েছে।

মহাকাশ থেকে আসা ওইসব উড়ন্ত বস্তু আসলে কী!

মহাকাশ থেকে আসা ওইসব উড়ন্ত বস্তু আসলে কী!

প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে বিমান চালানোর সময় বেশ কয়েকবার ইউএফও দেখতে পেয়েছেন বলে দাবি করেন পাইলটরা। এক-আধজন নয়, বেশ কয়েকজন পাইলটই এমন দাবি করেছেন। এরপর ইউএফও ঘুরে বেড়ানোর ছবি ও ভিডিও পাইলটদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। তা নিয়ে পর্যবেক্ষণ চলছে, চলছে পর্যালোচনাও, মহাকাশ থেকে আসা ওইসব উড়ন্ত বস্তু আসলে কী!

বিমান হোক বা মহাকাশযান অধিক উচ্চতায় উড়ছে

বিমান হোক বা মহাকাশযান অধিক উচ্চতায় উড়ছে

গত ১৮ অগাস্ট লস এঞ্জেলেসের কাছে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে বিমান চালানোর সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলে একটি মেসেজ পাঠান চাটার্ড ফ্লাইটের পাইলট মার্ক হালসে। সেই মেসেজে তিনি জানান, তাঁর উত্তর দিকে তিনি বেশ উড়ন্ত গোলাকার বস্ত দেখতে পেয়েছেন। সেই বিমান বা মহাকাশযান অধিক উচ্চতায় উড়ছে।

বিমানের ৫ হাজার থেকে ১০ হাজার ফিট উপরে ওটা কী

বিমানের ৫ হাজার থেকে ১০ হাজার ফিট উপরে ওটা কী

তিনি জানতে চান, মহাকাশে এগুলো কী জিনিস? তার উত্তরে এয়ার ট্রাফিক কন্ট্রোলের পক্ষ থেকে জানানো হয়, তাঁরা বিষয়টি নিয়ে তেমন অবগত নন। এই ঘটনায় ২৩ মিনিট পর পাইলট ফের জানান তাঁর মাথার উপর ঘুরতে থাকা বিমানের সংখ্যা তিন থেকে বেড়ে সাত হয়ে গিয়েছে। সেগুলি চাটার্ড ফ্লাইটের থেকে প্রায় ৫ হাজার থেকে ১০ হাজার ফিট উপরে রয়েছে বলে জানান পাইলট মার্ক হালসে।

ইউএফও দেখা পাইলট মার্ক হেলসে কী বলছেন

ইউএফও দেখা পাইলট মার্ক হেলসে কী বলছেন

মার্ক আরও জানান, আমি মেরিন কর্পসের এফ-১৮ যুদ্ধ বিমানের পাইলট ছিলাম। অনেক ধরনের পরিস্থিতিরই মুখোমুখি হয়েছি আমি। কিন্তু এ ধরনের কোনও জিনিস এর আগে কখনও দেখিনি। শুধু হালসেররই নয়, এই ধরনের ঘটনার কথা জানিয়েছেন প্রায় ১৫টি কমার্সিয়াল ফ্লাইটের পাইলট। তিনি বলেন, এর মধ্যে প্রায় ৬ জন পাইলট তদন্তকারী সংস্থার কাছে মুখ খুলেছেন।

মহাকাশে উড়ন্ত বস্তুগুলি আসলে কী, জানতে তদন্ত

মহাকাশে উড়ন্ত বস্তুগুলি আসলে কী, জানতে তদন্ত

তবে পাইলটদের মধ্যে কেউ কেউ জানান, তাঁরা তিন থেকে পাঁচটি উজ্জ্বল আলো দেখেছেন। আলোকে গোল গোল ভাবে ঘুরতে দেখেছেন। এয়ার ট্রাফিক সমস্ত রিপোর্টই নথিভুক্ত করে রেখেছেন। এখন তদন্ত করে দেখা হচ্ছে মহাকাশে উড়ন্ত বস্তুগুলি আসলে কী। ওইগুলি কোনও ভিনগ্রহী যান, নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে।

৩৬টি উপগ্রহ নিয়ে বিরাট রকেট উৎক্ষেপণ, মহাকাশ অভিযানে অন্য নজির ইসরোর৩৬টি উপগ্রহ নিয়ে বিরাট রকেট উৎক্ষেপণ, মহাকাশ অভিযানে অন্য নজির ইসরোর

English summary
Aliens are roaming in the sky of the Pacific Ocean, a lot of excitement from pilot’s demand
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X