For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বৃহস্পতির উত্তর মেরুতে বইছে শক্তিশালী ঝড়, নাসার জুনো মিশনে অবাক করা ছবি

বৃহস্পতির উত্তর মেরুতে বইছে শক্তিশালী ঝড়, নাসার জুনো মিশনে অবাক করা ছবি

  • |
Google Oneindia Bengali News

খুব শীঘ্রই বৃহস্পতি গ্রহ পৃথিবীর সবথেকে কাছে আসছে। ৭০ বছর পর বৃহস্পতিকে নতুন রূপে দেখবে পৃথিবী। সেদিন আর বেশি বাকি নেই। আগামী সপ্তাহেই মহাজাগতিক বিস্ময়ের সাক্ষী থাকতে চলেছেন বিশ্বাবাসী। এরই মধ্যে বৃহস্পতিতে বয়ে চলা শক্তিশালী ঝড়ের দেখা পেলেন এ গ্রহের বিজ্ঞানীরা। নাসার জুনো মিশনে ধরা পড়ল সেই ছবি।

ভয়ঙ্কর ঝড় বইছে বৃহস্পতি গ্রহে

মার্কিন গবেষণা সংস্থা নাসা সম্প্রতি সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতির একটি আকর্ষণীয় ছবি শেয়ার করেছে। নাসার ইনস্টাগ্রামে শেয়ার করা ওই ছবিতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। নাসার জুনো মিশনের তোলা ছবিতে দেখা গিয়েছে ভয়ঙ্কর ঝড় বইছে বৃহস্পতি গ্রহে। তার গতিবেগ ঘণ্টায় ৫০০ কিলোমিটারেরও ঊর্ধ্বে।

ঘূর্ণিঝড় বা হ্যারিকেনের মতো ঝড়

ঘূর্ণিঝড় বা হ্যারিকেনের মতো ঝড়

নাসার জুনো মহাকাশ যান যে ছবি সামনে এনেছে, সে ছবিটি ২০২২ সালের জুলাই মাসের। ওই ছবিতে দেখা যাচ্ছে বৃহস্পতির উত্তর মেরুতে ভয়ঙ্কর ঝড় বইছে। নাসার জুনো ক্যাম্প যন্ত্রটি তুলে ধরেছে যে ছবি, তাতে স্পষ্ট- বৃহস্পতির উত্তর মেরুর কাছে ঘূর্ণিঝড় বা হ্যারিকেনের মতো ঝড় তৈরি হওয়ার উপকরণ রয়েছে। অর্থাৎ বায়ুমণ্ডল রয়েছে, যা ঝড় হয়ে ধেয়ে যায় বৃহস্পতির উপর দিয়ে।

বৃহস্পতির ঝড়ের ছবিতে মন্তব্যের প্লাবন

বৃহস্পতির ঝড়ের ছবিতে মন্তব্যের প্লাবন

বৃহস্পতির উপর দিয়ে ঘূর্ণির ধেয়ে যাওয়াকে নাসা আকর্ষণীয় ঘটনা বলে ব্যাখ্যা করেছে। ছবিটিতে নীল ও সাদা রঙ বৃহস্পতিতে ঝড় দেখায়। বৃহস্পতির ঝড়ের এই ছবিটি পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যে এর মিলিয়নের বেশির লাইক হয়ে যায়। ছবিটি শেয়ারের জোয়ারও পড়ে যায়। ইন্টারনেট ব্যবহারকারীরা লাভস্ট্রোক ও ফায়ার ইমোজি দিয়ে নানা মন্তব্য প্রকাশ করেছেন। এক কথায় মন্তব্যের প্লাবন বয়ে গিয়েছে। কেউ কেউ এই ছবিকে অত্যাশ্চর্য বলে বর্ণনা করেছেন।

সৌর জগতের সবথেকে বড় গ্রহে ঘূর্ণিঝড়

সৌর জগতের সবথেকে বড় গ্রহে ঘূর্ণিঝড়

সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতির ঝড়ের ছবি ভাইরাল হওয়ার পর দেখা গিয়েছে, কিছু ইন্টারনেট ব্যবহারকারী ভিনসেন্ট ভ্যান গঘের বিখ্যাত 'স্টোরি নাইট' :ছবিটি দিয়ে বৃহস্পতির ইমোজির তুলনা করেছে। একজন লেখেন বৃহস্পতি ভ্যান গঘের ছবি এঁকে দিয়েছে যেন। একেবারেই আশ্চর্যজনক রূপে ধরা দিয়েছে সৌর জগতের সবথেকে বড় গ্রহের ঘূর্ণিঝড়।

ঝড় বছরের পর বছর ধরে স্থায়ী হতে পারে

ঝড় বছরের পর বছর ধরে স্থায়ী হতে পারে

ওই ছবির ক্যাপশনে নাসা আবার লিখেছেন, জ্যোতির্বিজ্ঞানী ব্রায়ান সুইফট জুনো ক্যাম মিশনের ডেটা ব্যবহার করে ঘূর্ণির রঙ এবং পৃথক দৃশ্য তৈরি করেছেন। অরিজিনাল ছবিটি তোলা হয়েছিল বৃহস্পতির মেঘের উপর থেকে। নাসার জুনো মহাকাশযান প্রায় ২৫১০০ কিলোমিটার উপরে ছিল বৃহস্পতির ভূ-পৃষ্ঠ থেকে। ছবিতে দেখা গিয়েছে, বৃহস্পতির শক্তিশালী ঝড়ের বিস্তার ৫০ কিলোমিটার এলাকাজুড়ে বজায় রয়েছে। এমনকী এই ঝড় বছরের পর বছর ধরে স্থায়ী হতে পারে। এই ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫৩৯ কিলোমিটার বেশি।

ছবি সৌ:নাসা/ইনস্টাগ্রাম

English summary
A powerful storm is flowing over north pole of Jupiter, Nasa’s Juno mission captures the image
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X