For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পৃথিবীর আকারের গ্রহের খোঁজ পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা, জল আছে যখন মিলতে পারে জীবনও

পৃথিবীর আকারের গ্রহের খোঁজ পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা, জল আছে যখন মিলতে পারে জীবনও

  • |
Google Oneindia Bengali News

পৃথিবীর আকারের গ্রহের খোঁজ পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। নতুন গবেষণায় তাঁরা জানতে পেরেছেন সেই গ্রহে রয়েছে জলের অস্তিত্ব। ফলে জল যখন আছে, মিলতে পারে জীবনও। নতুন সেই গ্রহে জীবনের সন্ধানে চালাচ্ছেন এখন জোতির্বিজ্ঞানীরা।

নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট থেকে ডেটা নিয়ে পর্যবেক্ষণ শুরু করেছিলেন বিজ্ঞানীরা। সেই পর্যবেক্ষণেই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে তাদের হাতে। জ্যোতির্বিজ্ঞানীরা একটি নতুন সৌর জগতের তিনটি গ্রহ আবিষ্কার করার কয়েকদিন পরে তারা পৃথিবী আকারের একটি গ্রহের খোঁজ পান।

জীবনের অস্তিত্ব থাকতে পারে গ্রহে

জীবনের অস্তিত্ব থাকতে পারে গ্রহে

জ্যোতির্বিজ্ঞানীরা এবার নয়া ওই গ্রহে পর্যবেক্ষণ চালিয়ে জানতে পারেন এই গ্রহে রয়েছেন জল। শুধু জলের অস্তিত্ব নয়, সেখানে তরল জল রয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। পাথুরে ওই গ্রহে তরল জল পাওয়ার পরে স্বাভাবিকভাবেই এখনও জীবনের অস্তিত্ব থাকতে পারে বলে তাঁরা অুমান করছেন।

পৃথিবী আকারের গ্রহে পর্যবেক্ষণ

পৃথিবী আকারের গ্রহে পর্যবেক্ষণ

বিজ্ঞানীরা জানান, পাথুরে ওই গ্রহটির আকার আমাদের পৃথিবীর প্রায় ৯৫ শতাংশ। এখন ওই গ্রহে জীবনের অস্তিত্ব খোঁজাই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন নাসার বিজ্ঞানীরা। পূর্ব আবিষ্কৃত তিনটি গ্রহ আর নতুন পৃথিবী আকারের গ্রহটি নিয়ে পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন তাঁরা।

জল তরল আকারে থাকতে পারছে গ্রহে

জল তরল আকারে থাকতে পারছে গ্রহে

নাসা জানিয়েছে, যে তিনটি গ্রহ প্রথমে আবিষ্কার হয়েছে, তার নাম দেওয়া হয়েছে টিওআই ৭০০বি, টিওআই ৭০০সি ও টিওআই ৭০০বি। আর নতুন পৃথিবী আকারের গ্রহটির নাম টিওআই ৭০০ই। টিওআই ৭০০ই নামক গ্রহটি অপর তিন গ্রহ ব্যবস্থার অংশ। তা তার নিজস্ব নক্ষত্র-জগতের বাসযোগ্য অঞ্চলে অবস্থিত। নক্ষত্র থেকে গ্রহের দূরত্ব এমন পরিসীমায় রয়েছে সেখানে জল তরল আকারে থাকতে পারছে। ফলে পৃথিবীর মতো প্রকৃতি এই গ্রহের, তা ধরে নিয়েছেন বিজ্ঞানীরা।

নাসার ট্রানজিটিং এক্স্যোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইটে গ্রহ

নাসার ট্রানজিটিং এক্স্যোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইটে গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীরা নাসার ট্রানজিটিং এক্স্যোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট থেকে পাওয়া গ্রহটি পর্যবেক্ষণ করে উপসংহারে যাওয়ার চেষ্টা করছেন। সিয়াটেলে আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ২৪১তম সভায় অনুসন্ধানের বিশদ উপস্থাপনা করেছেন তাঁরা। দ্য অ্যাস্ট্রো ফিজিক্যাল জার্নাল লেটার্সে দ্বারা তা প্রকাশের জন্য গৃহীত হয়েছে।

ওই গ্রহে ছোটো ছোটো বাসযোগ্য অঞ্চল রয়েছে

ওই গ্রহে ছোটো ছোটো বাসযোগ্য অঞ্চল রয়েছে

বিজ্ঞানীদের ধারণা ওই টিওআই ৭০০ই গ্রহে ছোটো ছোটো বাসযোগ্য অঞ্চল রয়েছে। টিওআই ৭০০ই গ্রহটি টিওআই ৭০০ডি গ্রহের থেকে ১০ শতাংশ ছোটো। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির পোস্ট ডক্টরাল ফেলো জ্যোতির্বিজ্ঞানীরা এমিলি গিলবার্ট এই পর্যবেক্ষণের নেতৃত্ব দিয়েছেন।

এই গ্রহে জীবনের সন্ধান পাওয়াই উদ্দেশ্য

এই গ্রহে জীবনের সন্ধান পাওয়াই উদ্দেশ্য

এই টিওআই ৭০০ গ্রহপুঞ্জ মাত্র ১০০ আলোকবর্ষ দূরে একটি বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। ২০২০ সালে টিওআই ৭০০ডি খুঁজে পাওয়া গিয়েছিল। তারপর টিওআই ৭০০বি ও টিওআই ৭০০ডি নামে আরও দুটি গ্রহ রয়েছে বলে জানা যায়। শেষ পাওয়া গেল টিওআই ৭০০ই। এখন জ্যোতির্বিজ্ঞানীদের কাছে এই গ্রহে জীবনের সন্ধান পাওয়াই উদ্দেশ্য।

প্রতীকী ছবি

English summary
A Earth sized planet is invented by Astronomers from NASA’s satellite where found water
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X